খুলল জাতীয় সড়ক, শুরু যান চলাচল
জাতীয় সড়কের হাল ফিরেছে । প্রায় পুরোদমে জাতীয় সড়ক ধরে যানবাহন চলাচল শুরু হয়েছে । বৃহস্পতিবার জাতীয় সড়কের বিভিন্ন অংশে যানবাহন চলাচলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে । দক্ষিণ আসামস্থিত কাছাড় ও হাইলাকান্দি জেলা প্রশাসনের তরফে তুলে নেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা । তবে টানা কয়েকদিনের বর্ষণে জাতীয় সড়কে ক্ষত তৈরি হয়েছে । ফলে জাতীয় সড়কে যানবাহন চলাচলে অল্প – বিস্তর ঘটেছে । ব্যাঘাত সামগ্রিকভাবে অবশ্য ক্রমান্বয়ে ঘুচে চলছে জাতীয় সড়কের দুর্দশা । বৃহস্পতিবার নতুন করে বৃষ্টি হয়নি । দেখা মিলেছে সূর্যের । তাতে জাতীয় সড়কের পুনরুদ্ধার কাজও দ্রুত ও পুরোদমে করা সম্ভব হচ্ছে ।
পাঁচদিন পর বিপর্যস্ত ৮ ও ৬ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন অংশে বন্ধ হয়েছে ধস নামা । বন্ধ হয়েছে বর্ষণ । উঠেছে রোদ । মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া জেলার সোনাপুর , রাতাছড়া , ক্যালেরিহাট , লাটুমবাই হিসেবে পরিচিত ল্যাডি ব্যামবাই সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে বৃহস্পতিবার সকাল থেকে জোর কদমে সংস্কার কাজ শুরু হয়েছে । একই সঙ্গে আসামের কাছাড় জেলার মেঘালয় সংলগ্ন মালিভহর , কাটিসড়া বদরপুরঘাট এবং হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম সহ জাতীয় সড়কের অন্যান্য অংশেও সংস্কার কাজ চলছে । তার আগে ১৫ মে থেকে ১৯ মে পর্যন্ত বর্ষণের কারণে সেভাবে জাতীয় সড়ক পুনরুদ্ধারের কাজ করা যায়নি । নিয়মিত ব্যাঘাত ঘটেছে সড়কের সংস্কার কাজে । ফলে জাতীয় সড়কে যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটেছে প্রচণ্ডভাবে । এখন সম্ভবত সেই সঙ্কট দূর হয়েছে । স্থানীয় সূত্রের বক্তব্য পরিস্থিতির আর অবনতি না হলে , অর্থাৎ নতুন করে বৃষ্টি না হলে দিন কয়েকের মধ্যেই পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে জাতীয় সড়ক ।