খুশির আবহে ভোটদান চলছে পুর্ব ত্রিপুরায়!! দুপুর ১টা পর্যন্ত ভোটের হার ৫৪.৯৮শতাংশ!!

 খুশির আবহে ভোটদান চলছে পুর্ব ত্রিপুরায়!! দুপুর ১টা পর্যন্ত ভোটের হার ৫৪.৯৮শতাংশ!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-গত ১৯ শে এপ্রিল থেকে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। মূলত ২০২৪ এর লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সাত দফায়। শুক্রবার দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশের ১৩ টি রাজ্যের ৮৮ কেন্দ্রে। সকাল ৭ টা থেকে শুরু হওয়া পুর্ব ত্রিপুরা লোকসভা আসনে সকাল ১ টা অবধি ভোট সম্পন্ন হয়েছে ৫৪.৯৮শতাংশ। কিছু কিছু ভোটকেন্দ্রে ইভিএম এর গোলযোগে নির্ধারিত সময় থেকে খানিকটা বিলম্বে ভোটদান প্রক্রিয়া শুরু হয়।

দীর্ঘক্ষন ধরে তীব্রদাবদাহে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের মধ্যে এতে কিছুটা ক্ষোভের সঞ্চার হয়। সকাল গড়িয়ে দুপুর হতে চললেও এখনো পর্যন্ত কোনো প্রকারের বাধা বা অপ্রিতীকর ঘটনার খবরাখবর নেই।সব মিলিয়ে বলা চলে অবাধ ও শান্তিপূর্ণ ভাবেই নির্বাচন সংগঠিত হচ্ছে।

পাহাড়েও সকাল থেকে উৎসবের মেজাজে চলছে ভোটদান প্রক্রিয়া।

জনজাতিদের একটি ঐতিহ্য রয়েছে ভোটের আগের রাতেই ইতিহ্যবাহী পোষাকে সজ্জিত হয়ে ভোট কেন্দ্রের উদ্যেশ্যে বেড়িয়ে পড়েন। কাকভোরে যাবতীয় সরঞ্জাম নিয়ে তারা ভোটকেন্দ্রে এসে ভীড় জমায়। এবারও ঠিক সেই ছবি ধরা পড়েছে পাহাড়ের বিভিন্ন ভোট কেন্দ্রে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.