প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!
খুশির ঈদ উদযাপন

অনলাইন প্রতিনিধি :-“ঈদুল ফিতর” যার অর্থ হল
উপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের মধ্যে এটি একটি। রমজান মাস শেষে শাওয়ালের চাঁদ দেখে পরের দিন মুসলিম ধর্মাবলম্বীরা ঈদগাহে অথবা মসজিদে সমবেত হয়ে মহানন্দের সঙ্গে নামাজ আদায় করে। এখানে ধনী-গরিব, ছোট-বড়, শিক্ষিত-অশিক্ষিত কোনও ভেদাভেদ থাকেনা।সম্মিলিতভাবে সকলে নামাজ আদায় করে।
পবিত্র রমজান মাসের শেষে চাঁদ দেখার মাধ্যমে সোমবার সারারাজ্যে খুশির ঈদ উদযাপনে মেতে উঠলো ইসলাম ধর্মাবলম্বীরা।ঈদুল ফিতর উপলক্ষে এদিন আগরতলা গেদু মিয়ার মসজিদে সকালে নামাজ আদায় করে ইসলাম ধর্মাবলম্বীরা।