খেতাব অভিরূপ, অভিষিক্তার
তৃতীয় অরুণ কান্তি ভৌমিক মেমোরিয়াল স্কুল টেনিস আসরে ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন অভিরূপ সরকার ও মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন অভিষিক্তা চৌধুরী। রাজধানীর মালঞ্চ নিবাস স্টেট টেনিস কমপ্লে ক্সে একদিনের স্কুল টেনিস কম্পিটিশনের আয়োজন করে আজ ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশন। সেমিফাইনাল থেকে শুরু করে ফাইনাল ম্যাচ সবকটিতেই খেলোয়াড়রা তাদের দুরন্ত পারফরম্যান্স তুলে ধরে। এ দিন সকাল থেকেই স্টেট টেনিস কমপ্লেক্সে শুরু হয় টেনিসের এই কম্পিটিশন। ছেলেদের বিভাগে একটি সেমিফাইনালে সৃজন পুরকায়স্থ ৬-২, ৬- ০ সেটে প্রণীল ঘোষকে হারায়। অপর সেমিফাইনালে অভিরূপ সরকার ৬-৪, ৬-৭, ৬-৩ সেটে তার প্রতিদ্বন্দ্বী রামগোপাল দেবনাথকে পরাস্ত করে। সেমিফাইনাল দুটোতেই দারুণ লড়াই হয়। ফাইনালে অভিরূপ সরকার ৬-৭, ৬-১, ৭-৬ সেটে সৃজন পুরকায়স্থকে হারায়। চমৎকার লড়াই হয়েছে ফাইনালে। অপরদিকে মেয়েদের বিভাগে ফাইনালে অভিষিক্তা চৌধুরী ৬-০, ৬-০ সেটে দীয়া দেববর্মাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ম্যাচগুলো পরিচালনা করেন চিফ রেফারি অরূপ রতন সাহা। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। বিজয়ী খেলোয়াড়দের সার্টিফিকেট ও ট্রফি দেওয়া হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সহ সভাপতি প্রণব চৌধুরী, সচিব সুজিত রায়, যুগ্ম সচিব তড়িৎ রায়, অরূপ রতন সাহা, কোচ চিন্ময় দেববর্মা ও মৃন্ময় সেনগুপ্ত সহ অনেকেই। আসরটি সুষ্ঠু ও সফলভাবে সম্পূর্ণ হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ত্রিপুরা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায়। এদিকে, এ দিন সকালে রাজ্যের প্রখ্যাত অ্যাথলিট অমিয় কুমার দাসের উদ্যোগে স্টেট টেনিস কমপ্লেক্স প্রাঙ্গণে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন রাজ্য সরকারের সচিব অভিষেক সিং (আইএস)। উপস্থিত ছিলেন রাজ্যের প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক প্রভারঞ্জন চৌধুরী, রাজ্য সরকারের প্রাক্তন আধিকারিক শৈলা দাস, ত্রিপুরা টেনিস অ্যাসোর কোষাধ্যক্ষ বিধান রায় ও কর্মকর্তারা।