টিএফএর মহিলা লীগ ফুটবলে জয় বহাল গতবারের চ্যাম্পিয়ন জম্পুইজলা প্লে সেন্টারের । টুর্নামেন্টে পর পর দুই ম্যাচে জিতে এবারও চ্যাম্পিয়নের দৌড়ে নিজেদের অনেকটা এগিয়ে রাখল জম্পুইজলা প্লে সেন্টার । এডি নগর পুলিশ মাঠে সোমবার মহিলা লীগ ফুটবলের এক গুরুত্বপূর্ণ ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টার ২-১ গোলে কিল্লা মর্নিং ক্লাবকে হারায় । দুই ম্যাচে ছয় পয়েন্ট এখন জম্পুইজলার । অপরদিকে কিল্লা মর্নিং ক্লাবের দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট । এদিন জম্পুইজলা প্লে সেন্টার ও কিল্লা মর্নিং ক্লাবের মধ্যে জমজমাট লড়াই হয়েছে । হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধে ম্যাচের ফলাফল ১-১ গোলে ড্র ছিল । তবে এদিন কিল্লা ১-০ গোলে এগিয়ে থেকেও ম্যাচ হাতছাড়া করলো । ২৪ মিনিটে কিল্লা মর্নিং ক্লাবের হয়ে গোলটি করেন পঞ্চমী দেবনাথ । ৩৪ মিনিটে এই গোলটি পরিশোধ করে নেয় জম্পুইজলা প্লে সেন্টার । গোল করেন সোনালি দেববর্মা । প্রথমার্ধে দুদলই গোল করে সহজ সুযোগ নষ্ট করেছে । বিরতির পর মাঠে নেমে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় জম্পুইজলা প্লে সেন্টার । কিল্লার সীমান্তে প্রতিনিয়ত আক্রমণ চালিয়ে যায় সীমান্তে জম্পুইজলা । এতে গোল করার মতো বেশকিছু সুযোগও তৈরি হয় । তবে জম্পুইজলার সোনালি ও সোয়ারি সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি । অন্যদিকে , কিল্লাও বেশকিছু সুযোগ পায় গোল করার । তবে দীপালি ও পঞ্চমীরা সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি । শেষে ম্যাচ শেষ হবার ঠিক এক মিনিট আগে সোয়ারি দেববর্মার গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে জম্পুইজলা । পাঁচ দলীয় এই আসরে এবার একমাত্র জম্পুইজলা প্লে সেন্টার ছাড়া বাকি টিমগুলো কিন্তু এখন পর্যন্ত মাঠে সেই পারফরম্যান্স তুলে ধরতে পারেনি রেফারি বিশ্বজিৎ দাস । দিনের খেলা : চলমান সংঘ ও বিশ্রামগঞ্জ প্লে সেন্টার । ,
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের বিভিন্ন বিদ্যুৎ পরিষেবায় ধারাবাহিক বিঘ্ন ঘটায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। ঘনঘন…
পাকিস্তানের সহিত যুদ্ধ বিরতি লইয়া ভারতীয় সামাজিক মাধ্যমে এই সময়ে তোলপাড় চলিতেছে।যদিও একাংশ সংবাদ মাধ্যম…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে রোগীর যন্ত্রণার শেষ নেই।হাসপাতালে বিদ্যুৎ পরিষেবা নিয়েও রোগীকে প্রচণ্ড…
অনলাইন প্রতিনিধি :-ভুল করে’ সীমান্ত পার করে পাক সীমান্তে ঢুকে পড়েছিলেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম…
অনলাইন প্রতিনিধি :-মঙ্গলবার উত্তরপ্রদেশের হাপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শে পরিচালিত শ্রীমতী ব্রহ্মদেবী সরস্বতী বালিকা বিদ্যামন্দির…
অনলাইন প্রতিনিধি :-বৈঠকে বসছে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সকাল ১১টায় বৈঠকে…