টিএফএর মহিলা লীগ ফুটবলে জয় বহাল গতবারের চ্যাম্পিয়ন জম্পুইজলা প্লে সেন্টারের । টুর্নামেন্টে পর পর দুই ম্যাচে জিতে এবারও চ্যাম্পিয়নের দৌড়ে নিজেদের অনেকটা এগিয়ে রাখল জম্পুইজলা প্লে সেন্টার । এডি নগর পুলিশ মাঠে সোমবার মহিলা লীগ ফুটবলের এক গুরুত্বপূর্ণ ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টার ২-১ গোলে কিল্লা মর্নিং ক্লাবকে হারায় । দুই ম্যাচে ছয় পয়েন্ট এখন জম্পুইজলার । অপরদিকে কিল্লা মর্নিং ক্লাবের দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট । এদিন জম্পুইজলা প্লে সেন্টার ও কিল্লা মর্নিং ক্লাবের মধ্যে জমজমাট লড়াই হয়েছে । হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধে ম্যাচের ফলাফল ১-১ গোলে ড্র ছিল । তবে এদিন কিল্লা ১-০ গোলে এগিয়ে থেকেও ম্যাচ হাতছাড়া করলো । ২৪ মিনিটে কিল্লা মর্নিং ক্লাবের হয়ে গোলটি করেন পঞ্চমী দেবনাথ । ৩৪ মিনিটে এই গোলটি পরিশোধ করে নেয় জম্পুইজলা প্লে সেন্টার । গোল করেন সোনালি দেববর্মা । প্রথমার্ধে দুদলই গোল করে সহজ সুযোগ নষ্ট করেছে । বিরতির পর মাঠে নেমে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় জম্পুইজলা প্লে সেন্টার । কিল্লার সীমান্তে প্রতিনিয়ত আক্রমণ চালিয়ে যায় সীমান্তে জম্পুইজলা । এতে গোল করার মতো বেশকিছু সুযোগও তৈরি হয় । তবে জম্পুইজলার সোনালি ও সোয়ারি সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি । অন্যদিকে , কিল্লাও বেশকিছু সুযোগ পায় গোল করার । তবে দীপালি ও পঞ্চমীরা সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি । শেষে ম্যাচ শেষ হবার ঠিক এক মিনিট আগে সোয়ারি দেববর্মার গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে জম্পুইজলা । পাঁচ দলীয় এই আসরে এবার একমাত্র জম্পুইজলা প্লে সেন্টার ছাড়া বাকি টিমগুলো কিন্তু এখন পর্যন্ত মাঠে সেই পারফরম্যান্স তুলে ধরতে পারেনি রেফারি বিশ্বজিৎ দাস । দিনের খেলা : চলমান সংঘ ও বিশ্রামগঞ্জ প্লে সেন্টার । ,
২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে প্রত্যক্ষ বিদেশি পুঁজি (ফরেন ডাইরেক্ট ইনথবর্ষের প্রথ বা এফডিআই) যা…
অনলাইন প্রতিনিধি :-দীর্ঘদিন ধরে টি,এস,এফ দাবি করে আসছে রোমান লিপি কে স্বীকৃতি দেওয়ার।বর্তমানে যে প্রশ্নপত্র…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়শিক্ষা মন্ত্রকের সর্বশেষ রিপোর্ট এও ফুটে উঠলো ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থার বে-আব্রু চেহারা।…
অনলাইন প্রতিনিধি :-প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদি সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসের স্লোগান দিয়েছেন। আর…
প্রতিবেশী বাংলাদেশে গত ছয়মাস ধরে চলতে থাকা অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিয়ে একেবারে নিঃশব্দে এগিয়ে…
অনলাইন প্রতিনিধি:-প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করছে না সরকার। জেআরবিটির মাধ্যমে গ্রুপ ডি পদে নিয়োগ নিয়ে টালবাহানা…