Categories: খেলা

খেতাব জয়ের দৌঁড়ে জম্পুইজলা

এই খবর শেয়ার করুন (Share this news)

টিএফএর মহিলা লীগ ফুটবলে জয় বহাল গতবারের চ্যাম্পিয়ন জম্পুইজলা প্লে সেন্টারের । টুর্নামেন্টে পর পর দুই ম্যাচে জিতে এবারও চ্যাম্পিয়নের দৌড়ে নিজেদের অনেকটা এগিয়ে রাখল জম্পুইজলা প্লে সেন্টার । এডি নগর পুলিশ মাঠে সোমবার মহিলা লীগ ফুটবলের এক গুরুত্বপূর্ণ ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টার ২-১ গোলে কিল্লা মর্নিং ক্লাবকে হারায় । দুই ম্যাচে ছয় পয়েন্ট এখন জম্পুইজলার । অপরদিকে কিল্লা মর্নিং ক্লাবের দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট । এদিন জম্পুইজলা প্লে সেন্টার ও কিল্লা মর্নিং ক্লাবের মধ্যে জমজমাট লড়াই হয়েছে । হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধে ম্যাচের ফলাফল ১-১ গোলে ড্র ছিল । তবে এদিন কিল্লা ১-০ গোলে এগিয়ে থেকেও ম্যাচ হাতছাড়া করলো । ২৪ মিনিটে কিল্লা মর্নিং ক্লাবের হয়ে গোলটি করেন পঞ্চমী দেবনাথ । ৩৪ মিনিটে এই গোলটি পরিশোধ করে নেয় জম্পুইজলা প্লে সেন্টার । গোল করেন সোনালি দেববর্মা । প্রথমার্ধে দুদলই গোল করে সহজ সুযোগ নষ্ট করেছে । বিরতির পর মাঠে নেমে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় জম্পুইজলা প্লে সেন্টার । কিল্লার সীমান্তে প্রতিনিয়ত আক্রমণ চালিয়ে যায় সীমান্তে জম্পুইজলা । এতে গোল করার মতো বেশকিছু সুযোগও তৈরি হয় । তবে জম্পুইজলার সোনালি ও সোয়ারি সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি । অন্যদিকে , কিল্লাও বেশকিছু সুযোগ পায় গোল করার । তবে দীপালি ও পঞ্চমীরা সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি । শেষে ম্যাচ শেষ হবার ঠিক এক মিনিট আগে সোয়ারি দেববর্মার গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে জম্পুইজলা । পাঁচ দলীয় এই আসরে এবার একমাত্র জম্পুইজলা প্লে সেন্টার ছাড়া বাকি টিমগুলো কিন্তু এখন পর্যন্ত মাঠে সেই পারফরম্যান্স তুলে ধরতে পারেনি রেফারি বিশ্বজিৎ দাস । দিনের খেলা : চলমান সংঘ ও বিশ্রামগঞ্জ প্লে সেন্টার । ,

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

গয়নার ল্যাবে তৈরি হলো বিশ্বের প্রথম কৃত্রিম রুবি!!

অনলাইন প্রতিনিধি :-বাংলায় চুনি, ইংরেজিতে রুবি।চুনির রং কতটা টকটকে লাল, তার উপর এই মানিকের দাম…

8 hours ago

মুখ্যমন্ত্রীর মুখ বাঁচাতে পুলিশ প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা!!

অনলাইন প্রতিনিধি :-চাঁদারজুলুম নিয়ে ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে তথাকথিত সুশাসনের রাজ্যে প্রশাসনের নির্লজ্জ দ্বিচারিতা প্রকাশ্যে এলো।…

8 hours ago

কাজের বাজারে মন্দা!!

কেন্দ্রে ১০০ দিন পূর্ণ করল তৃতীয় মোদি সরকার।যদিও বর্তমান ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারকে মোদি সরকার আখ্যা…

9 hours ago

নিগো – অন্ধ প্রশাসন!!

নিগো বাণিজ্যের রমরমা চালানোর জন্যই কি ১৮ সালে রাজ্যের মানুষ বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিলো?রাজ্যের আকাশ…

1 day ago

বিমানযাত্রীর মর্মান্তিক মৃত্যু নিয়ে পুলিশের তদন্ত শুরু!!

অনলাইন প্রতিনিধি :-এয়ারইন্ডিয়া এক্সপ্রেসের কর্মীর চরম গাফিলতি ও উদাসীনতার কারণে রীতা বণিক (৫৯) বিমান যাত্রীর…

1 day ago

হরিয়ানাঃ পাল্লা কার পক্ষে?

হরিয়ানা কি বিজেপির হাত থেকে ফসকে যাচ্ছে?শাসক বিজেপির হাবভাব দেখে তেমনটাই অনুমান করছে রাজনৈতিক মহল।প্রধানমন্ত্রী…

2 days ago