টিএফএর মহিলা লীগ ফুটবলে জয় বহাল গতবারের চ্যাম্পিয়ন জম্পুইজলা প্লে সেন্টারের । টুর্নামেন্টে পর পর দুই ম্যাচে জিতে এবারও চ্যাম্পিয়নের দৌড়ে নিজেদের অনেকটা এগিয়ে রাখল জম্পুইজলা প্লে সেন্টার । এডি নগর পুলিশ মাঠে সোমবার মহিলা লীগ ফুটবলের এক গুরুত্বপূর্ণ ম্যাচে জম্পুইজলা প্লে সেন্টার ২-১ গোলে কিল্লা মর্নিং ক্লাবকে হারায় । দুই ম্যাচে ছয় পয়েন্ট এখন জম্পুইজলার । অপরদিকে কিল্লা মর্নিং ক্লাবের দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট । এদিন জম্পুইজলা প্লে সেন্টার ও কিল্লা মর্নিং ক্লাবের মধ্যে জমজমাট লড়াই হয়েছে । হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথমার্ধে ম্যাচের ফলাফল ১-১ গোলে ড্র ছিল । তবে এদিন কিল্লা ১-০ গোলে এগিয়ে থেকেও ম্যাচ হাতছাড়া করলো । ২৪ মিনিটে কিল্লা মর্নিং ক্লাবের হয়ে গোলটি করেন পঞ্চমী দেবনাথ । ৩৪ মিনিটে এই গোলটি পরিশোধ করে নেয় জম্পুইজলা প্লে সেন্টার । গোল করেন সোনালি দেববর্মা । প্রথমার্ধে দুদলই গোল করে সহজ সুযোগ নষ্ট করেছে । বিরতির পর মাঠে নেমে ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় জম্পুইজলা প্লে সেন্টার । কিল্লার সীমান্তে প্রতিনিয়ত আক্রমণ চালিয়ে যায় সীমান্তে জম্পুইজলা । এতে গোল করার মতো বেশকিছু সুযোগও তৈরি হয় । তবে জম্পুইজলার সোনালি ও সোয়ারি সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি । অন্যদিকে , কিল্লাও বেশকিছু সুযোগ পায় গোল করার । তবে দীপালি ও পঞ্চমীরা সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি । শেষে ম্যাচ শেষ হবার ঠিক এক মিনিট আগে সোয়ারি দেববর্মার গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে জম্পুইজলা । পাঁচ দলীয় এই আসরে এবার একমাত্র জম্পুইজলা প্লে সেন্টার ছাড়া বাকি টিমগুলো কিন্তু এখন পর্যন্ত মাঠে সেই পারফরম্যান্স তুলে ধরতে পারেনি রেফারি বিশ্বজিৎ দাস । দিনের খেলা : চলমান সংঘ ও বিশ্রামগঞ্জ প্লে সেন্টার । ,
অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…
অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…
অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…
অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…
নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…
অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…