অনলাইন প্রতিনিধি :-খোয়াইয়ের নাট্য সংস্থা কালচারাল ক্যাম্পেনের উদ্যোগে আগামী বাইশ ডিসেম্বর থেকে চারদিনব্যাপী খোয়াই পুরাতন টাউন হলে শুরু হতে যাচ্ছে ৩৪তম শেখর স্মৃতি একাঙ্ক নাট্য উৎসব।এই নাট্য উৎসবে রাজ্যের মোট সাতটি নাট্য দল এবং কলকাতার একটি নাট্য দল অংশগ্রহণ করবে।রবিবার কালচারাল ক্যাম্পেনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আয়োজক সংস্থার কর্মকর্তারা শেখর স্মৃতি নাট্য উৎসবের বিভিন্ন প্রস্তুতির বিষয়গুলো তুলে ধরেন।এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কালচারাল ক্যাম্পেনের সভাপতি সৈকত রায়,সম্পাদক দেবাশিস সরকার ও সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য অরুণ পাল সহ অন্যরা।উদ্যোক্তারা জানান, নাট্য উৎসবের প্রথমদিন বাইশ ডিসেম্বরের সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানের পর মঞ্চস্থ হবে আয়োজক সংস্থা খোয়াই কালচারাল ক্যাম্পেনের প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে নাটক ‘সাধারণ মেয়ে’।দ্বিতীয়ার্থে উদয়পুরের অভিমুখ নাট্য সংস্থা মঞ্চস্থ করবে অভিজিৎ দাসের রচনায় ও নির্দেশনায় নাটক ‘অনাগত’।দ্বিতীয় সন্ধায় প্রথমেই অভিনীত হবে আগরতলার সুরপঞ্চম নাট্য সংস্থার নাটক ‘প্রিপেইড’।
রচনা ও নির্দেশনা পার্থ মজুমদার।দ্বিতীয়ার্ধে পরিবেশিত হবে খোয়াইয়ের উত্তরণ নাট্যাঙ্গনের নাটক ‘গোধূলীবেলা’।নাট্যকার ও নির্দেশক গণেশ দেবরায়। তৃতীয় সন্ধ্যায় মঞ্চে আসবে ধর্মনগরের বর্ণমালা নাট্যসংস্থা।ড.আশীস গোস্বামীর রচনায় ও শুভাশিস গাঙ্গুলীর নির্দেশনায় তারা মঞ্চস্থ করবে নাটক ‘অসমাপন’।দ্বিতীয়ার্ধে পরিবেশিত হবে কলকাতার প্রজেক্ট অ্যাক্ট ল্যাবের প্রযোজনায় শেক্সপিয়ারের কাহিনি অবলম্বনে নাটক ‘ম্যাকবেধ এক্স’।নাট্যরূপ প্রশান্ত সূত্রধর।শেষ সন্ধ্যায় প্রথম প্রযোজনা আগরতলার ত্রিপুরা থিয়েটারের।তারা মঞ্চস্থ করবে বাংলাদেশের নাট্যকার সেনিলা হোসেনের লেখা নাটক ‘মতিজানের মেয়েরা’।নির্দেশনা বিভু ভট্টাচাৰ্য্য।দ্বিতীয়ার্ধে মঞ্চস্থ হবে কৈলাসহরের রেনেসাঁ নাট্যসংস্থার নাটক ‘কূলভাঙা মনু’।রচনা ও নির্দেশনা অমরজিৎ সরকার। অন্যদিকে শেখর স্মৃতি নাট্য উৎসবকে কেন্দ্র করে রবিবার খোয়াই সরকারী দ্বাদশ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।বসে আঁকো প্রতিযোগিতা।তাতে মোট শতাধিক শিশুরা অংশগ্রহণ করবে।
দিল্লী বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে যেন প্রতিশ্রুতির প্রতিযোগিতা শুরু হয়েছে। ভোটারদের মন…
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…