খোয়াইয়ে শেখর স্মৃতি নাট্য উৎসব শুরু ২২ ডিসেম্বর!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-খোয়াইয়ের নাট্য সংস্থা কালচারাল ক্যাম্পেনের উদ্যোগে আগামী বাইশ ডিসেম্বর থেকে চারদিনব্যাপী খোয়াই পুরাতন টাউন হলে শুরু হতে যাচ্ছে ৩৪তম শেখর স্মৃতি একাঙ্ক নাট্য উৎসব।এই নাট্য উৎসবে রাজ্যের মোট সাতটি নাট্য দল এবং কলকাতার একটি নাট্য দল অংশগ্রহণ করবে।রবিবার কালচারাল ক্যাম্পেনের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আয়োজক সংস্থার কর্মকর্তারা শেখর স্মৃতি নাট্য উৎসবের বিভিন্ন প্রস্তুতির বিষয়গুলো তুলে ধরেন।এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কালচারাল ক্যাম্পেনের সভাপতি সৈকত রায়,সম্পাদক দেবাশিস সরকার ও সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য অরুণ পাল সহ অন্যরা।উদ্যোক্তারা জানান, নাট্য উৎসবের প্রথমদিন বাইশ ডিসেম্বরের সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানের পর মঞ্চস্থ হবে আয়োজক সংস্থা খোয়াই কালচারাল ক্যাম্পেনের প্রযোজনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে নাটক ‘সাধারণ মেয়ে’।দ্বিতীয়ার্থে উদয়পুরের অভিমুখ নাট্য সংস্থা মঞ্চস্থ করবে অভিজিৎ দাসের রচনায় ও নির্দেশনায় নাটক ‘অনাগত’।দ্বিতীয় সন্ধায় প্রথমেই অভিনীত হবে আগরতলার সুরপঞ্চম নাট্য সংস্থার নাটক ‘প্রিপেইড’।
রচনা ও নির্দেশনা পার্থ মজুমদার।দ্বিতীয়ার্ধে পরিবেশিত হবে খোয়াইয়ের উত্তরণ নাট্যাঙ্গনের নাটক ‘গোধূলীবেলা’।নাট্যকার ও নির্দেশক গণেশ দেবরায়। তৃতীয় সন্ধ্যায় মঞ্চে আসবে ধর্মনগরের বর্ণমালা নাট্যসংস্থা।ড.আশীস গোস্বামীর রচনায় ও শুভাশিস গাঙ্গুলীর নির্দেশনায় তারা মঞ্চস্থ করবে নাটক ‘অসমাপন’।দ্বিতীয়ার্ধে পরিবেশিত হবে কলকাতার প্রজেক্ট অ্যাক্ট ল্যাবের প্রযোজনায় শেক্সপিয়ারের কাহিনি অবলম্বনে নাটক ‘ম্যাকবেধ এক্স’।নাট্যরূপ প্রশান্ত সূত্রধর।শেষ সন্ধ্যায় প্রথম প্রযোজনা আগরতলার ত্রিপুরা থিয়েটারের।তারা মঞ্চস্থ করবে বাংলাদেশের নাট্যকার সেনিলা হোসেনের লেখা নাটক ‘মতিজানের মেয়েরা’।নির্দেশনা বিভু ভট্টাচাৰ্য্য।দ্বিতীয়ার্ধে মঞ্চস্থ হবে কৈলাসহরের রেনেসাঁ নাট্যসংস্থার নাটক ‘কূলভাঙা মনু’।রচনা ও নির্দেশনা অমরজিৎ সরকার। অন্যদিকে শেখর স্মৃতি নাট্য উৎসবকে কেন্দ্র করে রবিবার খোয়াই সরকারী দ্বাদশ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।বসে আঁকো প্রতিযোগিতা।তাতে মোট শতাধিক শিশুরা অংশগ্রহণ করবে।

Dainik Digital

Recent Posts

যুদ্ধজিগির তোলার মাঝে কেঁপে উঠল পাকিস্তান।।

অনলাইন প্রতিনিধি :-চার দিনের মাথায় আবারও ভূমিকম্প পাকিস্তানে।শুক্রবার রাত ঠিক ১টা ৪৪ মিনিট।আগের দিনের তুলনায়…

4 hours ago

অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…

13 hours ago

পাকিস্তানের গোলাতে শহিদ ভারতীয় জওয়ান মুরলী!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের গোলাবর্ষণে মৃত্য হলো ভারতীয় বিএসএফ জওয়ান মুরলী নায়েকের। অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলার বাসিন্দা…

13 hours ago

যুদ্ধ আবহে এটিএম বন্ধের খবর সম্পূর্ণ ভূয়ো!!

অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক পোস্টে দাবি করা হয়েছে পাকিস্তান ভারতে…

22 hours ago

যুদ্ধের গন্ধ বাতাসে!!

পহেলগাঁও হামলার প্রত্যাঘাত এতটা জোরালো এবং ভয়াবহ হতে পয়ল পারে সেটা নিশ্চয়ই পাকিস্তানের ভাবনার মধ্যেই…

22 hours ago

দিল্লীতে কৃষি উন্নয়নে জাতীয় সম্মেলন, কেন্দ্রের কাছে রাজ্যের জোরালো দাবি উত্থাপন করলেন কৃষিমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-'বিজ্ঞান ও কৃষিরমেলবন্ধনই আগামী দিনের কৃষি উন্নয়নের চাবিকাঠি। কৃষকদের স্বনির্ভর করতে হলে এই…

23 hours ago