খোয়াই পুর পরিষদ কে ঢেলে সাজানোর লক্ষ্যে এ-ডে-বি’র প্রতিনিধি দলের পরিদর্শন

 খোয়াই পুর পরিষদ কে ঢেলে সাজানোর লক্ষ্যে এ-ডে-বি’র প্রতিনিধি দলের পরিদর্শন
এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। খোয়াই পুর পরিষদকে আধুনিক ও বিজ্ঞানসম্মতভাবে সাজানোর জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ১০০ কোটি টাকার মঞ্জুরী দিয়েছে। খুব শীঘ্রই খোয়াই শহরের রাস্তাঘাট, পানীয় জলের সু বন্দোবস্ত এবং ড্রেনেজ সিস্টেম আধুনিকরণের জন্য কাজ শুরু হতে যাচ্ছে। বুধবার সকালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের পরামর্শদাতা হিসেবে ১২ জনের একটি প্রতিনিধি দল খোয়াই পুর পরিষদ কার্যালয়ে আসেন। তারা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। কোথায় কোথায় নতুন ড্রেনেজ সিস্টেম তৈরি হতে যাচ্ছে, শহরে পানীয় জলের বর্তমান ব্যবস্থা কি রয়েছে সেগুলো পর্যবেক্ষণ করেন।

এই প্রতিনিধি দলে ছিলেন আত্মসামাজিক বিকাশের বিশেষজ্ঞ কালিশংকর ঘোষ, ডিডব্লিউএস বিশেষজ্ঞ গোবিন্দ্ সিং রাঠোর, পরিবেশবিদ বিশেষজ্ঞ মনীষা তেলাং, ত্রিপুরা আরবান ডেভেলপমেন্ট অথরিটির আধিকারিক সহ অন্যান্যরা।
এক সাক্ষাৎকার খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা জানান, শহর সৌন্দর্যের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে প্রথম পর্যায়ে ৩০ কোটি ৬০ লক্ষ টাকা পাওয়া গেছে। সেই টাকায় শহরে পানীয় জলের সু বন্দোবস্ত করা, জল সংরক্ষণের নতুন প্রকল্প তৈরি করা, শহরে আধুনিক ড্রেনের সিস্টেম তৈরি করা, রাস্তাঘাট ইত্যাদি কাজগুলো করা হবে। কোন কোন স্থানে এই কাজগুলি শুরু করা হচ্ছে সেই স্থানগুলি পরিদর্শন করেন এই প্রতিনিধি দলটি। সেইসঙ্গে প্রতিনিধি দলের সদস্যরা সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন। পুর চেয়ারম্যান জানান আগামী মাস দুয়েকের মধ্যে খোয়াই শহরকে আধুনিকতার রূপে সাজিয়ে তোলা হবে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.