খোয়াইতে বিজেপির বিজয় সংকল্প সমাবেশে বাম-কংগ্রসকে বিঁধলেন
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। সোমবার বিকেলে খোয়াই বিজেপি মন্ডলের উদ্যোগে আয়োজিত বিজয় সংকল্প সমাবেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিপিএম ও কংগ্রেসকে বিঁধলেন অপরাধীর শাসন এবং দুর্নীতিবাজ বলে। তিনি বলেন, গত ২৫ বছর এ রাজ্যে সিপিএমের রাজত্বে কোন সুশাসন ছিল না। বিজেপি ও আইপিএফটি সরকার প্রতিষ্ঠার পরই সুশাসন ফিরে এসেছে ত্রিপুরায়। রাজ্যের ও দেশের সার্বিক বিকাশ প্রসঙ্গ টেনে তিনি প্রধানমন্ত্রীর ভূয়শী প্রশংসা করেন। দেশের নিরাপত্তার প্রয়োজনে সার্জিক্যাল স্ট্রাইকও ভারত করতে পারে তাও জানিয়ে দিলেন।
বিভিন্ন চিটফান্ডের অর্থ, জাতীয় স্বাস্থ্য মিশনের দুর্নীতির অর্থ, বিভিন্ন ব্লকের দুর্নীতির অর্থের টাকা কোথায় গেল সেই প্রশ্ন তিনি তুললেন সিপিএমের কাছে। গত পাঁচ বছরে রাজ্যের বিজেপি সরকার এক টাকাও দুর্নীতি করেনি। এ বিষয়ে কোন অভিযোগ পর্যন্ত তুলতে পারেনি বিরোধী দলগুলো। ত্রিপুরা সার্বিক বিকাশের জন্য পুনরায় রাজ্যে বিজেপি সরকারকে ক্ষমতায় বসানোর জন্য তিনি আহ্বান জানান। এই জনসংকল্প সমাবেশে অমিত শাহ ছাড়াও ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সংসদ রেবতি ত্রিপুরা এবং ছয় বিধানসভা কেন্দ্রের বিজেপি ও আইপিএফ টি প্রার্থীরা।