দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি, খোয়াই।। গত বৃহস্পতিবার রাতে খোয়াই থানাধীন জাম্বুরা এলাকার বাসিন্দা, টমটম চালক দ্বিজরাজ ঘোষ হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তার খোঁজে বহু জায়গায় তল্লাশি চালায় তার স্ত্রী অমৃতা ঘোষ। পরদিন তিনি খোয়াই থানায় একটি মিসিং ডায়েরি করেন। নিখোঁজের চারদিনের মাথায় রবিবার সেই নিখোঁজ টমটম চালকের পচা গলা লাশ উদ্ধার হলো বাংলাদেশের হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে খোয়াই নদী থেকে। মরদেহের পকেটে পাওয়া ড্রাইভিং লাইসেন্স দেখে বাংলাদেশ পুলিশ তার নাম ও ঠিকানা জানতে পারে।
তার বাড়ি খোয়াই শহরের পশ্চিম জাম্বুরা এলাকায়। পিতার নাম রাসিক ঘোষ। বাংলাদেশ পুলিশের ধারনা কেউ তাকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিয়েছে। ঘটনার বিবরণে জানা যায়,
রবিবার বিকাল ৩ টায় শায়েস্তাগঞ্জ পৌরসভাধীন রেলওয়ে ব্রীজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে শায়েস্তাগঞ্জ থানার পুলিশ।
এর আগে রেলওয়ে ব্রিজের পিলারের কাছে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ থানা পুলিশ এবং সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসে।
এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল।
উদ্ধার হওয়া মরদেহের পকেট থেকে ভারতীয় নাগরিক সনদ, ড্রাইভিং লাইসেন্স এবং ভারতীয় কিছু টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোরশেদ আলম বলেন, মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। উর্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত পেলে বিজিবির মাধ্যমে লাশটি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।
অনলাইন প্রতিনিধি :-আট শ্রমিক উদ্ধার করাই চ্যালেঞ্জের ব্যাপার ছিল।এখন লড়াইটা সময়ের সাথে। তেলঙ্গানায় ধসে পড়া…
অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…
অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…
অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…
অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…
মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…