খোয়াইয়ের নিখোঁজ নাবালিকা উদ্ধার রাজস্থানে!!
অনলাইন প্রতিনিধি :-বুধবার রাতে খোয়াই মহিলা থানার পুলিশ রাজস্থান থেকে উদ্ধার করে আনল নিখোঁজ হওয়া এক নাবালিকা কন্যাকে। সঙ্গে গ্রেফতার করে আনলো রাজস্থান রাজ্যের অপহরণকারী অশোক কুমার চৌধুরী নামে ৩০ বছরের এক যুবককে। খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা জানিয়েছেন, খোয়াই পশ্চিম সিঙ্গিছড়া গ্রাম থেকে নয় মাস পূর্বে এলাকার এক নাবালিকা কন্যা হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল। চলতি বছরের ৬ মে নাবালিকা কন্যার পরিবারের পক্ষ থেকে নিখোঁজ হওয়ার অভিযোগ মহিলা থানায় লিপিবদ্ধ করতেই পুলিশ ঘটনার তদন্তে নেমে নাবালিকা কন্যাটির খোঁজ পায় রাজস্থান রাজ্যে। মহিলা থানার তদন্তকারী অফিসার চম্পা দাস রাজস্থান পুলিশের সহায়তায় রাজস্থানের খেরি মিলাং গ্রামের বাসিন্দা অশোক কুমার চৌধুরীর বাড়ি থেকে নাবালিকা কন্যাটিকে উদ্ধার করে। সঙ্গে গ্রেফতার করে আনে ওই অপহরণকারীকেও। পুলিশ জানিয়েছে অপহরণকারী একজন গাড়ি চালক। এই ঘটনায় পুলিশ একটি মামলা নিয়ে অশোক কুমার চৌধুরীকে বৃহস্পতিবার আদালতে তোলে।