দৈনিক সংবাদ অনলাইন।। বৃহস্পতিবার সকালে নৃপেন চক্রবর্তী এভিনিউ সংলগ্ন সুকান্তপল্লী রোডে শুভ উদ্বোধন হল এইচ ডি এফ সি ব্যাংকের খোয়াই শাখা কার্যালয়ের। উদ্বোধন করলেন খোয়াইয়ের অতিরিক্ত জেলা শাসক সুশান্ত সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খোয়াই মহকুমা ম্যাজিস্ট্রেট উত্তম ভৌমিক, মহকুমা পুলিশ আধিকারিক রাজিব সূত্রধর, পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা, দশরথ দেব মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ড: বি সি দাস।
ব্যাংক কর্তৃপক্ষদের মধ্যে ছিলেন চাটার হেড রতন দাস, আগরতলার দুটি শাখার শাখা সঞ্চালক সুমন সাহা, উত্তম পাল এবং খোয়াই শাখার শাখা সঞ্চালক বিরাট দত্ত ভৌমিক সহ অন্যান্যরা।
ফিতা কেটে এবং প্রদ্বীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই ব্যাংকের শুভ সূচনা করা হয়। পরে আমন্ত্রিত অতিথিদের সম্মান জানানো হয় ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে। ব্যাংকের খোয়াই শাখা সঞ্চালক বিরাট দত্ত ভৌমিক জানিয়েছেন, খোয়াইয়ের জনগণকে সঠিক পরিষেবা দিতে এই ব্যাংক বদ্ধপরিকর।
তিনি এই ব্যাংকের শ্রীবৃদ্ধি কামনার জন্য খোয়াইয়ের সকল অংশের জনগণের কাছে সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি ব্যাংকের চাটার হেড রতন দাস জানিয়েছেন, খোয়াইতে তাদের এই শাখা রাজ্যের আটটি মধ্যে পঞ্চম।আগামী এক দুই বছরের মধ্যেই রাজ্যের প্রত্যেকটি স্থানে তাদের শাখা চালু হবে জনগণকে উৎকৃষ্ট পরিষেবা প্রদানের লক্ষ্যে।
অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…
অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…
অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…
অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…