Cricket ball resting on a cricket bat on green grass of cricket pitc
রাজ্যের মহিলা ক্রিকেটারদের জন্য খুশির খবর । বিসিসিআই র উদ্যোগে এনসিএর তত্ত্বাবধানে দেশের পাঁচ শহরে অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটের যে জোনাল ক্যাম্প চলছে সেই ক্যাম্প থেকে গঠিত দলে চান্স পেলো রাজ্যের দুই তরুণ মহিলা ক্রিকেটার । এরা হলো ব্যাটার অন্বেষা দাস এবং উইকেটকিপার কাম ব্যাটার অনামিকা দাস । অম্বেষা অনূর্ধ্ব ১৯ ডি টিমে এবং অনামিকা অনূর্ধ্ব ১৯ এ টিমে চান্স পেয়েছে । আগামী ১৫ জুন থেকে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়ারা শহরে বসছে এই অনূর্ধ্ব ১৯ মহিলাদের ক্রিকেট । জানা গেছে , মোট পাঁচটি দল এতে খেলবে । প্রতিটি দল পাঁচটি ওয়ান ডে এবং পাঁচটি টি – টোয়েন্টি ম্যাচ খেলবে । গতকাল রাতেই এনসিএ থেকে দলগুলির ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয় । প্রতিটি টিমে পনেরোজন করে মহিলা ক্রিকেটার রয়েছে ।এদিকে , অন্বেষা এখন মোহালির ক্যাম্পে রয়েছে । অনামিকা রয়েছে অনন্তপুরের ক্যাম্পে ।
এদের এনসিএর টিমে চান্স পাওয়ার খবর পাওয়ার পর ফোনে প্রথমে অম্বেষার সাথে কথা হয় । অম্বেয়া বলে , এনসিএর টিমে চান্স পাওয়ার খবর পেয়ে ভীষণ খুশি হয়েছি । এখানে এসে যে পরিশ্রম করেছি তার ফল পেলাম। পনেরোজনের টিমে সুযোগ পাওয়ার পর এখন অপেক্ষা প্রথম একাদশে নিজেকে প্রমাণ করা । সুযোগ যখন এসেছে তখন নিজেকে প্রমাণ করার চেষ্টা করবো । মোহালি থেকে রাজ্যের মানুষের শুভেচ্ছা চেয়েছে অন্বেষা । অনন্তপুরে অনামিকা দাসের সাথে যোগাযোগ করা হলে অনামিকা বলে , দারুণ দারুণ খবর আমার জন্য । গত ডিসেম্বরে টিসিএর মহিলা ক্রিকেটে শতরান করার পর আত্মবিশ্বাস বেড়েছে । এখানে অর্থাৎ এনসিএর ক্যাম্পে এসে অনেক কিছু শিখেছি । এবার পনেরোজনের টিমে চান্স পেয়ে ভালো লাগছে । আশা করি ভালো খেলবো । নিজের যোগ্যতা প্রমাণ করবো । অনামিকা খোয়াই ও রাজ্যবাসীর শুভেচ্ছা কামনা করেছে ।
অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…
অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…
অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…
অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…
মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…
অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…