গঠিত দলে চান্স পেলো রাজ্যের দুই কন্যা

এই খবর শেয়ার করুন (Share this news)

রাজ্যের মহিলা ক্রিকেটারদের জন্য খুশির খবর । বিসিসিআই র উদ্যোগে এনসিএর তত্ত্বাবধানে দেশের পাঁচ শহরে অনূর্ধ্ব ১৯ মহিলা ক্রিকেটের যে জোনাল ক্যাম্প চলছে সেই ক্যাম্প থেকে গঠিত দলে চান্স পেলো রাজ্যের দুই তরুণ মহিলা ক্রিকেটার । এরা হলো ব্যাটার অন্বেষা দাস এবং উইকেটকিপার কাম ব্যাটার অনামিকা দাস । অম্বেষা অনূর্ধ্ব ১৯ ডি টিমে এবং অনামিকা অনূর্ধ্ব ১৯ এ টিমে চান্স পেয়েছে । আগামী ১৫ জুন থেকে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়ারা শহরে বসছে এই অনূর্ধ্ব ১৯ মহিলাদের ক্রিকেট । জানা গেছে , মোট পাঁচটি দল এতে খেলবে । প্রতিটি দল পাঁচটি ওয়ান ডে এবং পাঁচটি টি – টোয়েন্টি ম্যাচ খেলবে । গতকাল রাতেই এনসিএ থেকে দলগুলির ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয় । প্রতিটি টিমে পনেরোজন করে মহিলা ক্রিকেটার রয়েছে ।এদিকে , অন্বেষা এখন মোহালির ক্যাম্পে রয়েছে । অনামিকা রয়েছে অনন্তপুরের ক্যাম্পে ।

এদের এনসিএর টিমে চান্স পাওয়ার খবর পাওয়ার পর ফোনে প্রথমে অম্বেষার সাথে কথা হয় । অম্বেয়া বলে , এনসিএর টিমে চান্স পাওয়ার খবর পেয়ে ভীষণ খুশি হয়েছি । এখানে এসে যে পরিশ্রম করেছি তার ফল পেলাম। পনেরোজনের টিমে সুযোগ পাওয়ার পর এখন অপেক্ষা প্রথম একাদশে নিজেকে প্রমাণ করা । সুযোগ যখন এসেছে তখন নিজেকে প্রমাণ করার চেষ্টা করবো । মোহালি থেকে রাজ্যের মানুষের শুভেচ্ছা চেয়েছে অন্বেষা । অনন্তপুরে অনামিকা দাসের সাথে যোগাযোগ করা হলে অনামিকা বলে , দারুণ দারুণ খবর আমার জন্য । গত ডিসেম্বরে টিসিএর মহিলা ক্রিকেটে শতরান করার পর আত্মবিশ্বাস বেড়েছে । এখানে অর্থাৎ এনসিএর ক্যাম্পে এসে অনেক কিছু শিখেছি । এবার পনেরোজনের টিমে চান্স পেয়ে ভালো লাগছে । আশা করি ভালো খেলবো । নিজের যোগ্যতা প্রমাণ করবো । অনামিকা খোয়াই ও রাজ্যবাসীর শুভেচ্ছা কামনা করেছে ।

Dainik Digital

Recent Posts

উত্তরপ্রদেশে রাজধানী-সহ দুই ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা!!

অনলাইন প্রতিনিধি :-নাশকতার চেষ্টা। উত্তরপ্রদেশে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস। সোমবার…

20 hours ago

কার লাভ কার ক্ষতি!!

জন্মলগ্ন হইতে যে সংঘাত সংঘর্ষের সূচনা হইয়াছিল-দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে এই পর্বের তুমুল…

20 hours ago

দেশে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে,জানাল কেন্দ্র!!

অনলাইন প্রতিনিধি :-বিগত কয়েক সপ্তাহে সিঙ্গাপুর এবং হংকংয়ে বাড়তে থাকা করোনা আক্রান্তদের সংখ্যা হু হু…

21 hours ago

বন্দর নিষেধাজ্ঞা, আইসিপিতে বণিক প্রতিনিধি নিয়ে বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-ভারতের স্থলবন্দর দিয়ে বেশ কয়েকটি বাংলাদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার প্রেক্ষিতে সোমবার…

22 hours ago

বন্ধ করা হল কাজিরাঙা জাতীয় উদ্যান!!

অনলাইন প্রতিনিধি :-পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ৷ আসন্ন বর্ষাকাল…

22 hours ago

দেশজুড়ে প্রি-খরিফ প্রচারে,ল্যাব-টু-ল্যান্ড কৃষি জাগরণ কৃষিরথে রাজ্য ঘুরবেন রতন!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত দেশজুড়ে 'প্রি-খরিফ ক্যাম্পেইন'শুরু হবে। বিকশিত কৃষি…

22 hours ago