গণতন্ত্রের নামে

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-একটি মাত্র দাবি। আর তার জেরেই গত তিনদিনে দেশের লোকসভা এবং রাজ্যসভা থেকে বহিষ্কার মোট ১৪১ জন সাংসদ। যা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই প্রথম। এর আগে এতজন সাংসদকে একই কারণে লোকসভা ও রাজ্যসভা থেকে বহিষ্কারের ঘটনা ঘটেনি। এই নজিরবিহীন ঘটনাকে কেন্দ্র করে গত তিনদিন ধরেই উত্তাল দেশের রাজনীতি। দেশের তামাম বিরোধী দলগুলি এখন এই ইস্যুতে সরব হয়েছে। বিরোধীদের দাবিটা কি ছিল? সম্প্রতি সংসদে ঢুকে দুই যুবকের আস্ফালন এবং রঙিন ধোঁয়া ছড়িয়ে দেওয়ার ঘটনায় সংসদে বড় ধরনের নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে। এই ব্যাপারে বিরোধীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেছেন। বিরোধীদের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের উভয়কক্ষেই যেন এই ব্যাপারে বিবৃতি প্রদান করেন। এখান থেকেই বিরোধের সূত্রপাত। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিবৃতি দেবেন না, অন্যদিকে বিরোধীরাও তাদের দাবিতে অনড়। এই নিয়ে ঘটনার পর থেকেই উত্তাল হতে থাকে সংসদের উভয়কক্ষ। কিন্তু গত তিনদিনে পরিস্থিতি আরও গরম হয়ে উঠে। যার পরিণতি গত তিনদিনে লোকসভা ও রাজ্যসভা থেকে মোট ১৪১ জন সাংসদের বহিষ্কার। দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এই ঘটনাকে বিরোধীরা নির্লজ্জ প্রতিহিংসার রাজনীতি বলে আখ্যায়িত করেছেন। অন্যদিকে, শাসক দলের দাবি, গণতন্ত্রের নামে বিরোধী সদস্যরা সমস্ত সীমা লঙ্ঘন করেছে। বিরোধীদের একমাত্র লক্ষ্য হচ্ছে সংসদের সুষ্ঠু কার্যক্রমকে যেনতেন প্রকারে অচল করে দেওয়া। সংসদের সুষ্ঠু কার্যক্রমে ব্যাঘাত ঘটানো। সংসদের নিয়ম লঙ্ঘন করে প্রতিবাদের নামে সংসদ অচল করে দেওয়াই তাদের একমাত্র লক্ষ্য। এখন কার বক্তব্য সঠিক ? সেটা আগামী ২০২৪ লোকসভা নির্বাচনে জনতার রায়েই স্পষ্ট হয়ে যাবে। কেন না, দেশের জনতাই আসল বিচারক। দেশবাসী সবকিছু দেখছে। দেশের সংসদীয় ইতিহাসে এর আগে সাংসদদের
বহিষ্কারের ঘটনা ঘটলেও, একসাথে এতজন (১৪১) সাংসদকে বহিষ্কার এই প্রথম। এখন মূল প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যিই রাজনৈতিক প্রতিহিংসা ? নাকি এর পেছনে গভীর কোনও রহস্য রয়েছে? সংসদের উভয়কক্ষে এর আগেও তো বহুবার নানা ইস্যুতে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। বিরোধীরা সংসদের কাজকর্মে ব্যাঘাত ঘটিয়ে গণতন্ত্রের পীঠস্থানকে অচল করে দেওয়ার প্রয়াস চালিয়েছে। স্বাধীনতার পর থেকে এমন বহু ঘটনা দেখেছে দেশবাসী। কিন্তু এবারের ঘটনা নজিরবিহীন। যা অস্বীকার করার কোনও উপায় নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনার পেছনে মোদি সরকারের বিশেষ রাজনৈতিক কৌশল রয়েছে। আগামী লোকসভা নির্বাচনের আগে মোদি সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস করিয়ে নিতেই গত তিনদিনে ধাপে ধাপে মোট ১৪১ জন সাংসদকে সাসপেন্ড করেছে। যাতে ওই বিলগুলি পাস করাতে কোনও সমস্যা না হয়। এমনিতে সংখ্যার বিচার করলে বিল পাস করতে সরকারের কোনও সমস্যা হওয়ার নয়। বিল এমনিতেই পাস হয়ে যেত। কিন্তু সমস্যা হলো সময় নিয়ে। কেন না, সংসদে রং বোমা কান্ড নিয়ে বিরোধীরা যেভাবে সংসদের কাজকর্ম অচল করে দেওয়ার পরিকল্পনা নিয়ে ঝাঁপিয়েছে, তাতে বিল পাস কার্যত অসম্ভব ছিল। তাই নজিরবিহীন ভাবে সংসদের উভয়কক্ষ থেকে বিরোধী সাংসদদের বহিষ্কারের পথে হাঁটতে হয়েছে শাসকদলকে। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তবে এতে অবাক অথবা বিস্মিত হওয়ার কোনও কারণ নেই। কেন না, একশ চল্লিশ কোটির দেশে, সবই তো চলছে গণতন্ত্রের নামে। শাসক বলবে, আমরা সঠিক। বিরোধীরাও বলবে আমরা সঠিক। আসলে সঠিক কে? এই প্রশ্নের জবাব আর কয়েক মাস পরেই মিলবে জনতার রায়ে।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

দুদিনের সফরে থাইল্যান্ডে প্রধানমন্ত্রী,সাক্ষাৎ হবে ইউনুসের সাথেও!!

অনলাইন প্রতিনিধি :-ষষ্ঠ 'বিমসটেক' শীর্ষ সম্মেলনে যোগদান করতে বৃহস্পতিবার দু'দিনের সফরে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

14 hours ago

৯৩,৪২৫ মহিলাকে লাখপতি দিদি করার পরিকল্পনা!!

অনলাইন প্রতিনিধি :-চলতি বছরের ফেব্রুয়ারী মাস পর্যন্ত ৯৪ হাজার ৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন।…

14 hours ago

এ রোগের ওষুধ নেই, সামনে দুর্দিন গরিবের!!

অনলাইন প্রতিনিধি:-দেশের ওষুধ কোম্পানিগুলোর লাভের বড় অংশই এখন খেয়ে নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই ভোেট শেষ…

15 hours ago

জিবি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ঘিরে রোগীর অভিযোগ বাড়ছেই!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের প্রধান হাসপাতাল জিবিতে বিশেষজ্ঞ চিকিৎসব সব বিভাগে চব্বিশ ঘন্টা না থাকায় রোগীর…

15 hours ago

অনুপ্রবেশ রুখতে জয়েন্ট পেট্রোলিং চলছে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যে অনুপ্রদেশ রুখতে পুলিশ,বিএসএফ ও অন্য নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে কাজ করছে। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন…

15 hours ago

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে সীলমোহর দিল কেন্দ্রীয় সরকার!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের এগজিকিউটিভকাউন্সিলের সিদ্ধান্তকে সীলমোহর দিল মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক।কেন্দ্রীয় সরকারের এই নির্দেশ…

15 hours ago