গণতন্ত্রের মহোৎসব!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অবশেষে সব জল্পনার অবসান।শনিবার বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের অষ্টাদশ লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন।ভোট হবে সাত দফায়। ৫৪৩ টি লোকসভা আসনের জন্য ভোটগ্রহণ শুরু হবে আগামী ১৯ এপ্রিল থেকে।ফলাফল ঘোষণা হবে আগামী ৪জুন। ঘোষণা অনুযায়ী প্রথম দফায়
১৯ এপ্রিল ভোট হবে ১০১ টি লোকসভা কেন্দ্রে।দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল ভোট গ্রহণ করা হবে ৮৯ টি লোকসভা কেন্দ্রে।তৃতীয় দফায় ৭ মে ভোট গ্রহণ করা হবে ৯৪টি লোকসভা কেন্দ্রে। চতুর্থ দফায় ১৩ মে ভোট গ্রহণ করা হবে ১৬ টি লোকসভা কেন্দ্রে। পঞ্চম দফায় ২০মে ভোট গ্রহণ করা হবে ৪৯টি লোকসভা কেন্দ্রে। ষষ্ঠ দফায় ২৫ মে ভোট গ্রহণ করা হবে ৫৭ টি কেন্দ্রে এবং সপ্তম অর্থাৎ শেষ দফায় ১ জুন ভোট গ্রহণ করা হবে ৫৭ টি লোকসভা কেন্দ্রে।এভাবে সাত দফায় মোট ৫৪৩ টি লোকসভা কেন্দ্রের জন্য ভোট গ্রহণ করা হবে।মাঝে তিনদিন বিরতি দিয়ে ৪ জুন সকাল আটটা থেকে সারা দেশে
একসাথে ৫৪৩টি লোকসভা আসনে ভোট গণনা শুরু হবে। এদিন বিকেলের মধ্যে স্পষ্ট হয়ে যাবে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনে দেশবাসী কাকে নির্বাচিত করেছেন। আরও স্পষ্ট করে বললে,
দেশবাসী পরবর্তী পাঁচ বছর দেশের সরকার পরিচালনার দায়িত্ব কোন্ দলের হাতে তুলে দিয়েছেন,তা স্পষ্ট হয়ে যাবে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ, নাকি কংগ্রেস নেতৃত্বাধীন জগাখিচুড়িরইন্ডিয়া জোটের হাতে।জগাখিচুড়ি এই কারণে যে, প্রথমে এই জোট নিয়ে যতটা আশা করা হয়েছিল, শেষ পর্যন্ত সেই আশা এক প্রকার নিরাশায় রূপান্তরিত
হয়েছে। দুই-তিনটি রাজ্য বাদ দিলে সেই অর্থে আর কোনও রাজ্যেই জোটের কোনও অস্তিত্ব নেই।যে যার মতোই লড়াইয়ে অবতীর্ণ হতে দেখা যাচ্ছে।যদিও এখনও অনেক কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষণা
হয়নি।শাসক দল বিজেপি দুই দফায় ২৬৭জন প্রার্থীর নাম ঘোষণা করেছে।কংগ্রেস দলও দুই দফায় মোট ৮২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এছাড়াও অন্য কয়েকটি দল কেউ পূর্ণাঙ্গ,আবার কেউ
আংশিক প্রার্থীদের নাম ঘোষণা করেছে।ধারণা করা হচ্ছে, আগামী তিন-চারদিনের মধ্যে প্রার্থী তালিকার ছবিটা স্পষ্ট হয়ে যাবে। সেই সাথে স্পষ্ট হয়ে যাবে বিরোধী জোটের ছবিটাও।নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ত্রিপুরার দুটি লোকসভা আসনে (পূর্ব ও পশ্চিম)ভোট হবে দুই দফায়।একই সাথে একটি বিধানসভা (৭ নং রামনগর)কেন্দ্রে উপনির্বাচন হবে।৭ রামনগর কেন্দ্রের উপভোট এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট একই দিনে আগামী ১৯ এপ্রিল প্রথম দফায় হবে।পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে ভোট গ্রহণ হবে দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল। ত্রিপুরার দুটি কেন্দ্রে বিজেপি তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে।বিরোধী দল কংগ্রেস পশ্চিম আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। কিন্তু প্রধান বিরোধী দল সিপিআই(এম) এ বিষয়ে এখনও পিছিয়ে আছে। ২০২৩-এর বিধানসভার মতো লোকসভা ভোটেও বাম-কংগ্রেস জোট হবে কিনা তা এখনও স্পষ্ট হয়নি। রবিবার সন্ধ্যায় হয়তো স্পষ্ট হয়ে যাবে এই রাজ্যে বামেদের অবস্থান।এর মধ্যে জাতীয় নির্বাচন কমিশন রবিবার দুপুরে এক বিজ্ঞপ্তি জারি করে দুই রাজ্যে ভোট গণনার দিন পরিবর্তন করেছে।ওই দুটি রাজ্য হলো অরুণাচল প্রদেশ এবং সিকিম। ওই দুই রাজ্যে লোকসভা ভোটের সাথে বিধানসভার নির্বাচনও হবে। কিন্তু ওই দুই রাজ্যে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২ জুন।এ অবস্থায় ওই দুই রাজ্যে ভোট গণনা ২ জুনের মধ্যে শেষ করতে হবে। সব মিলিয়ে ভোট ঘোষণা থেকে ভোট গণনা পর্যন্ত সময়টা গুনলে মোট ৮২ দিন।এই ৮২ দিন গণতন্ত্রের মহা উৎসবে মেতে থাকবেন গোটা ভারতবাসী।শনিবার ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই গণতন্ত্রের মহাউৎসবের ঢাকে কাঠি পড়ে গেছে।এই উৎসব শেষ হবে আগামী জুন মাসে নতুন সরকারের শপথ গ্রহণের সমারোহের মাধ্যমে।শুধু একটাই প্রার্থনা এই উৎসব যেন কোনওভাবেই কালিমালিপ্ত না হয়।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

যুদ্ধজিগির তোলার মাঝে কেঁপে উঠল পাকিস্তান।।

অনলাইন প্রতিনিধি :-চার দিনের মাথায় আবারও ভূমিকম্প পাকিস্তানে।শুক্রবার রাত ঠিক ১টা ৪৪ মিনিট।আগের দিনের তুলনায়…

31 mins ago

অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…

9 hours ago

পাকিস্তানের গোলাতে শহিদ ভারতীয় জওয়ান মুরলী!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের গোলাবর্ষণে মৃত্য হলো ভারতীয় বিএসএফ জওয়ান মুরলী নায়েকের। অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলার বাসিন্দা…

10 hours ago

যুদ্ধ আবহে এটিএম বন্ধের খবর সম্পূর্ণ ভূয়ো!!

অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক পোস্টে দাবি করা হয়েছে পাকিস্তান ভারতে…

18 hours ago

যুদ্ধের গন্ধ বাতাসে!!

পহেলগাঁও হামলার প্রত্যাঘাত এতটা জোরালো এবং ভয়াবহ হতে পয়ল পারে সেটা নিশ্চয়ই পাকিস্তানের ভাবনার মধ্যেই…

19 hours ago

দিল্লীতে কৃষি উন্নয়নে জাতীয় সম্মেলন, কেন্দ্রের কাছে রাজ্যের জোরালো দাবি উত্থাপন করলেন কৃষিমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-'বিজ্ঞান ও কৃষিরমেলবন্ধনই আগামী দিনের কৃষি উন্নয়নের চাবিকাঠি। কৃষকদের স্বনির্ভর করতে হলে এই…

19 hours ago