গণনা পর্বের প্রস্তুতিতে এলেন বিজেপির দুই পর্যবেক্ষক!!

 গণনা পর্বের প্রস্তুতিতে এলেন বিজেপির দুই পর্যবেক্ষক!!
এই খবর শেয়ার করুন (Share this news)

ভোটগ্রহণ পরবর্তী পরিস্থিতির প্রস্তুতির লক্ষ্যে বৃহস্পতিবার রাজ্যে পা রাখলেন প্রদেশ বিজেপির প্রভারি ডা. মহেশ শর্মা এবং নির্বাচন প্রভারি মহেন্দ্র সিং। এদিন সন্ধ্যায় বিমানে দুজনেই রাজ্যে আসেন। শুক্রবার তারা শাসক দলের রাজ্য নির্বাচন কার্যালয়ে ম্যারাথন বৈঠকে যোগ দেবেন। দুইদিন ধরে বিভিন্ন পর্যায়ে এই বৈঠক চলবে। বিজেপি সূত্রে জানা গেছে, বৈঠকে বিজেপির সব প্রার্থী, মন্ত্রী, বিধায়ক, শাসক দলের প্রদেশ পদাধিকারী, মোর্চা সভাপতি, জেলা সভাপতি সহ অন্যান্য পদাধিকারীরা অংশ নেবেন। দফায় দফায় বিভিন্ন স্তরের নেতাদের সাথে বৈঠক হবে। বিজেপি সূত্র জানান, ভোটগ্রহণ পর্ব সুষ্ঠু ও অবাধ ভঙ্গিমায় সম্পন্ন হয়েছে। তার সাথে সামঞ্জস্য বজায় রেখে গণনা এবং গণনা পরবর্তী বিজয় উৎসবের প্রস্তুতির লক্ষ্যেই তারা রাজ্যে পা রাখলেন।গণনা এবং বিজয় উৎসবের প্রস্তুতির লক্ষ্যেই তারা রাজ্যে পা রাখলেন। গণনা এবং বিজয় উৎসব পর্ব সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যেই কেন্দ্রীয় নির্দেশিকা নিয়ে এলেন দলের দুই পর্যবেক্ষক। তারা দলীয় কর্মীদের আগামী কয়েক দিনের কর্মসূচির রূপরেখা স্থির করে দেবেন। সব অংশের মানুষ যাতে বিজেপির জয়ের উৎসবে সাবলীলভাবে অংশ নিতে পারেন তারও পাঠ দেবেন দুই নেতা। বিজেপি সূত্র জানান, ২০১৮ সালের নির্বাচনের পর রাজ্যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল।দলের সরকার হয়নি।এবারও দলীয় সরকার হচ্ছে না।সরকার হবে সবার। যার প্রেক্ষিতেই নির্বাচনোত্তর পরিস্থিতিতে কোথাও যাতে অনভিপ্রেত ঘটনা না ঘটতে পারে তাতে জোর দিচ্ছে শাসক শিবির। বাম এবং কংগ্রেসের কর্মী সমর্থকদের কর্মকাণ্ডে সতর্ক দৃষ্টি রাখতে পদ্ম শিবির নির্দেশিকা দিয়েছে। বিরোধী উসকানির ফলশ্রুতিতে অনভিপ্রেত ঘটনার ক্ষেত্রে শাসক শিবির প্রশাসনিক সহায়তা নেওয়ার পথে হাঁটছে। অনভিপ্রেত ঘটনা রুখতে সর্বত্র আইনি পথে যাওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে। প্রদেশ বিজেপি সভাপতি রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসাশ্রয়ী ঘটনার খোঁজ খবর নিয়ে স্থানীয় নেতাদের ওই পথে যাওয়ার নির্দেশিকা দিয়েছেন। ইতিমধ্যে শান্তি বিঘ্নিতকারী অনেকের বিরুদ্ধে পদ্মশিবির আইনি পথেও গেছে। এদিন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপি প্রভারি এবং নির্বাচন প্রভারি বিজেপির নির্বাচন কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। ভোট গণনা এবং তারপর পরবর্তী কর্মসূচির প্রস্তুতি নিয়েই তাদের মধ্যে বৈঠক হয়। আগামী দিনের বৈঠকেও মুখ্যমন্ত্রী অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.