গণনা পর্বের প্রস্তুতিতে এলেন বিজেপির দুই পর্যবেক্ষক!!

এই খবর শেয়ার করুন (Share this news)

ভোটগ্রহণ পরবর্তী পরিস্থিতির প্রস্তুতির লক্ষ্যে বৃহস্পতিবার রাজ্যে পা রাখলেন প্রদেশ বিজেপির প্রভারি ডা. মহেশ শর্মা এবং নির্বাচন প্রভারি মহেন্দ্র সিং। এদিন সন্ধ্যায় বিমানে দুজনেই রাজ্যে আসেন। শুক্রবার তারা শাসক দলের রাজ্য নির্বাচন কার্যালয়ে ম্যারাথন বৈঠকে যোগ দেবেন। দুইদিন ধরে বিভিন্ন পর্যায়ে এই বৈঠক চলবে। বিজেপি সূত্রে জানা গেছে, বৈঠকে বিজেপির সব প্রার্থী, মন্ত্রী, বিধায়ক, শাসক দলের প্রদেশ পদাধিকারী, মোর্চা সভাপতি, জেলা সভাপতি সহ অন্যান্য পদাধিকারীরা অংশ নেবেন। দফায় দফায় বিভিন্ন স্তরের নেতাদের সাথে বৈঠক হবে। বিজেপি সূত্র জানান, ভোটগ্রহণ পর্ব সুষ্ঠু ও অবাধ ভঙ্গিমায় সম্পন্ন হয়েছে। তার সাথে সামঞ্জস্য বজায় রেখে গণনা এবং গণনা পরবর্তী বিজয় উৎসবের প্রস্তুতির লক্ষ্যেই তারা রাজ্যে পা রাখলেন।গণনা এবং বিজয় উৎসবের প্রস্তুতির লক্ষ্যেই তারা রাজ্যে পা রাখলেন। গণনা এবং বিজয় উৎসব পর্ব সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যেই কেন্দ্রীয় নির্দেশিকা নিয়ে এলেন দলের দুই পর্যবেক্ষক। তারা দলীয় কর্মীদের আগামী কয়েক দিনের কর্মসূচির রূপরেখা স্থির করে দেবেন। সব অংশের মানুষ যাতে বিজেপির জয়ের উৎসবে সাবলীলভাবে অংশ নিতে পারেন তারও পাঠ দেবেন দুই নেতা। বিজেপি সূত্র জানান, ২০১৮ সালের নির্বাচনের পর রাজ্যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছিল।দলের সরকার হয়নি।এবারও দলীয় সরকার হচ্ছে না।সরকার হবে সবার। যার প্রেক্ষিতেই নির্বাচনোত্তর পরিস্থিতিতে কোথাও যাতে অনভিপ্রেত ঘটনা না ঘটতে পারে তাতে জোর দিচ্ছে শাসক শিবির। বাম এবং কংগ্রেসের কর্মী সমর্থকদের কর্মকাণ্ডে সতর্ক দৃষ্টি রাখতে পদ্ম শিবির নির্দেশিকা দিয়েছে। বিরোধী উসকানির ফলশ্রুতিতে অনভিপ্রেত ঘটনার ক্ষেত্রে শাসক শিবির প্রশাসনিক সহায়তা নেওয়ার পথে হাঁটছে। অনভিপ্রেত ঘটনা রুখতে সর্বত্র আইনি পথে যাওয়ার নির্দেশিকা দেওয়া হয়েছে। প্রদেশ বিজেপি সভাপতি রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসাশ্রয়ী ঘটনার খোঁজ খবর নিয়ে স্থানীয় নেতাদের ওই পথে যাওয়ার নির্দেশিকা দিয়েছেন। ইতিমধ্যে শান্তি বিঘ্নিতকারী অনেকের বিরুদ্ধে পদ্মশিবির আইনি পথেও গেছে। এদিন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপি প্রভারি এবং নির্বাচন প্রভারি বিজেপির নির্বাচন কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। ভোট গণনা এবং তারপর পরবর্তী কর্মসূচির প্রস্তুতি নিয়েই তাদের মধ্যে বৈঠক হয়। আগামী দিনের বৈঠকেও মুখ্যমন্ত্রী অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

Dainik Digital

Recent Posts

দ্বিতীয়দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো হাজারো দর্শক-শ্রোতা!!

অনলাইন প্রতিনিধি:-প্রথমদিনের মতোই উড়ান আয়োজিত ত্রিপুরা লিটারেচার ফেস্টিভ্যালের দ্বিতীয়দিনও ছিল শ্রোতা ও দর্শকে পরিপূর্ণ। সাহিত্য,…

46 mins ago

মার্কিন হাসপাতালে এলোপাথারি গোলাগুলি!!

অনলাইন প্রতিনিধি :-শনিবার আমেরিকার পেনসিলভ্যানিয়া প্রদেশের ইয়র্ক কাউন্টির ‘ইউপিএমসি মেমোরিয়াল হাসপাতাল’ নামে ওই হাসপাতালে ঢুকে…

2 hours ago

আগরতলা-গুয়াহাটি বন্দে ভারত শীঘ্রই।।

অনলাইন প্রতিনিধি :-আগরতলা-গুয়াহাটি-আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল এখন শুধুই সময়ের অপেক্ষা। এই মন্তব্য করেন…

2 hours ago

তেলেঙ্গানার সুড়ঙ্গে আটক ৮ শ্রমিক,বিচ্ছিন্ন যোগাযোগ!!

অনলাইন প্রতিনিধি :-২৪ ঘণ্টা ধরে তেলঙ্গানার শ্রীসৈলাম সুড়ঙ্গে আটকা পড়েছেন আট শ্রমিক। কাদাজলে ভরে গিয়েছে…

2 hours ago

ভোট বিদেশি হস্তক্ষেপ।।

মার্কিন প্রেসিডেন্ট গণতান্ত্রিক রায়ের দুই লাইনের এক মন্তব্যে, শুরু হয়েছে।পরিস্থিতি এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে,…

2 hours ago

কেন্দ্রীয় কারাগারে কোটি টাকার টেন্ডার ঘোটালার অভিযোগ!!

অনলাইন প্রতিনিধি :-বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকেই কেন্দ্রীয় সংশোধনাগার দুর্নীতির আখড়া হিসাবে পরিচিতি লাভ করেছে।দুর্নীতির…

2 hours ago