গত ৫ বছরে বাজেটের অর্থব্যয়ে ব্যর্থ সরকার!!

এই খবর শেয়ার করুন (Share this news)

একদিকে রাজ্যের বর্তমান সরকার উন্নয়নের ঢালাও প্রচার করে চলেছে অন্যদিকে ডবল ইঞ্জিন সরকারের ব্যর্থতার দলিল ফুটে উঠছে ক্যাগ রিপোর্টে। একদিকে সরকার বলছে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে রাজ্য।অর্থাৎ ডবল ইঞ্জিনের সুফল পাচ্ছে রাজ্যবাসী। অন্যদিকে ভারত সরকারের অধীনস্থ হিসাবরক্ষকসংস্থার (ক্যাগ) রিপোের্ট বলছে অন্য কথা। ক্যাগের রিপোর্ট বলছে, বর্তমান সরকার গত পাঁচটি অর্থ বছরে (২০১৮-১৯ থেকে ২০২২-২৩) বরাদ্দকৃত বাজেটের পুরো অর্থই খরচ করতে পারেনি।২০১৮-১৯ থেকে ২০২২-২৩ এই পাঁচটি অর্থ বছরে (অতিরিক্ত বরাদ্দসহ) রাজ্য সরকারের বাজেট বরাদ্দের পরিমাণ ছিল মোট ১ লক্ষ ১৬ হাজার ৫২৩ কোটি ৮ লক্ষ টাকা। এই বিশাল অর্থরাশির মধ্যে রাজ্য সরকার খরচ করতে পেরেছে ৮৫ হাজার ৪৮ কোটি ১৯ লক্ষ টাকা।খরচ করতে পারেনি ৩১ হাজার ৪৭৪ কোটি ৮৯ লক্ষ টাকা।ক্যাগ রিপোর্ট বলছে, ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১ এবং ২০২১ – ২২ এই চারটি অর্থ বছরে রাজ্য সরকার বরাদ্দকৃত বাজেটের ৭০ শতাংশের উপর অর্থ খরচ করতে পারলেও, ২০২২-২৩ অর্থ বছরে ৫০ শতাংশ অর্থও খরচ করতে পারেনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এই বিশাল পরিমাণ অব্যয়িত অর্থ তাহলে গেলো কোথায়? অথচ রাজ্য সরকার প্রতিবছরই অতিরিক্ত বাজেট বরাদ্দ করে গেছে। সবথেকে অবাক করার বিষয় হলো, সরকার দাবি করছে গত ৬-৭ বছরে রাজ্যের জিডিপি বেড়েছে, মাথাপিছু গড় আয় বেড়েছে। কিন্তু বাজেট বরাদ্দের অব্যয়িত অর্থের কোনও তথ্য নেই। সরকার এবং মন্ত্রীরা এই ব্যাপারে একেবারেই নীরব। প্রশ্ন হচ্ছে, বাজেট বরাদ্দের অর্থ যদি খরচই করা না যায় তাহলে এই বিশাল পরিমাণ অর্থের বাজেট করার কি যুক্তি রয়েছে?ক্যাগের রিপোর্ট মোতাবেক ২০২২-২৩ অর্থ বছরে রাজ্য সরকারের মূল বাজেটের বরাদ্দ ছিল ২৭ হাজার ৪৭ কোটি ৬৭ লক্ষ টাকা। বছরের শেষ লগ্নে আরও ৩,০৬৫ কোটি ৩৭ লক্ষ টাকার অতিরিক্ত বাজেট বরাদ্দ করা হয়। সব মিলিয়ে ৩০ হাজার ১১৩ কোটি ৪ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। ক্যাগ রিপোর্ট মোতাবেক রাজ্য সরকার সব মিলিয়ে ২১ হাজার ১১০ কোটি ৪২ লক্ষ টাকা খরচ করতে পেরেছে। ৯ হাজার ২ কোটি ৬২ লক্ষ টাকা খরচ করতে পারেনি। বিগত পাঁচ বছরের মধ্যে ২০২২-২৩ অর্থ বছরে অব্যয়িত অর্থের পরিমাণ সব থেকে বেশি। বাজেটের অর্থ ব্যয় করতে না পারাটা যেকোনও সরকারের ব্যর্থতা বলেই চিহ্নিত করা হয়। টাকাই যদি খরচ না করা যায়, তাহলে উন্নয়ন কোন্ পথে এগোবে? এই প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

রাজস্থানে গ্রেফতার ‘লুটেরা দুলহন’ সম্পতি লুট করতে ২৫ বার বিয়ে!!

অনলাইন প্রতিনিধি :-এও এক 'মধুচক্র'। একে সুন্দরী, তার উপর গরিব এবং অসহায়তার গল্প। সহজেই ফাঁদে…

11 hours ago

হার্ভার্ডে বিদেশি পড়ুয়াদের ভর্তি বন্ধ!!

অনলাইন প্রতিনিধি :-নতুন নির্দেশ জারি করে হোয়াইট হাউস জানিয়ে দিল, এখন থেকে আর বিদেশি পড়ুয়া…

11 hours ago

চেন্নাই থেকে কলকাতায় আসছে সবুজ অ্যানাকোন্ড!!

অনলাইন প্রতিনিধি :-কয়েক বছর ধরেই খোঁজ চলছিল।সন্ধান পেতে বিদেশেও পাড়ি দিয়েছিলেন কর্তাব্যক্তিরা। কিন্তু কোনও সুত্রেই…

11 hours ago

ওয়াশিংটনে ইজরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে খুন!!

অনলাইন প্রতিনিধি:- বুধবার সন্ধ্যায় ইহুদি জাদুঘরের এক অনুষ্ঠান থেকে বেরিয়ে আসার সময় আমেরিকায় ইজরায়েলি দূতাবাসের…

1 day ago

হাসপাতালে ভর্তি জুবিন গর্গ!!

অনলাইন প্রতিনিধি :-আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় গায়ক জুবিন গর্গ ৷নেমকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন 'ইয়া আলি'র…

1 day ago

পাক কূটনীতিককে বহিষ্কার দিল্লির!!

অনলাইন প্রতিনিধি :-পাক হাই কমিশনের আরও এক অফিসারকে এবার দেশ ছাড়ার নির্দেশ দিল কেন্দ্র। বুধবারই…

1 day ago