গত ৮ মাস ধরে পারিশ্রমিক পাচ্ছেন না অতিথি প্রভাষকরা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

.অনলাইন প্রতিনিধি :- সরকার দাবি করছে রাজ্যে শিক্ষা হাব গড়ে তোলার। অথচ বাস্তব বলছে অন্য কথা। রাজ্যের ২৫টি সাধারণ ডিগ্রি কলেজে নিযুক্ত গেস্ট লেকচারাররা দীর্ঘ কয়েক মাস ধরে তাদের পারিশ্রমিক পাচ্ছেন না।শুধু তাই নয়, যাদের উপর নির্ভর করে রাজ্যের ২৫টি সাধারণ ডিগ্রি কলেজে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন চলছে,সেই গেস্ট লেকচারাররা চরম বঞ্চনার শিকার হচ্ছেন।নিয়ম অনুসারে প্রতিমাসে যে পরিমাণ ক্লাস পাওয়ার কথা, তার তুলনায় অনেক কম ক্লাস দেওয়া হচ্ছে গেস্ট লেকচারারদের।এতে শুধু গেস্ট লেকচারারাই নয়,শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ছাত্রছাত্রীরাও।এরপরেও অতিথি শিক্ষক প্রতিমাসে সঠিক সময়ে পারিশ্রমিক পাচ্ছেন না।এখন তো গত৷প্রায় এক বছর ধরে পারিশ্রমিকের কোনও দেখা নেই।এতে করে গেস্ট লেকচারাররা দারুণ আর্থিক অনটনের মধ্যে পড়েছেন।সব থেকে বিস্ময়কর ঘটনা হলো, উচ্চশিক্ষা দপ্তর বলছে এক কথা।অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ বলছে আরেক কথা। দপ্তর বলছে টাকা দিয়ে দেওয়া হয়েছে।কলেজ কর্তৃপক্ষ বলছে দপ্তর থেকে তারা কোনও অর্থ পায়নি।
বর্তমান নিয়ম অনুসারে গেস্ট লেকচারারদের প্রতিমাসে গড়ে ৪০টি করে ক্লাস পাওয়ার কথা।বাস্তবে দেখা যাচ্ছে ২০ থেকে ২৫টা ক্লাস দেওয়া হয়।কোনও কোনও মাসে তার থেকেও কম ক্লাস দেওয়া হয়।৪৫ মিনিট করে প্রতিটি ক্লাসের জন্য গেস্ট লেকচারারদের পারিশ্রমিক হচ্ছে ৫০০ টাকা।মাসের পর মাস কাজ করেও তারা এই সামান্যতম অর্থ পাচ্ছেন না।এখানেই শেষ নয়, গেস্ট লেকচারাররা তিন ঘণ্টা করে পরীক্ষার ডিউটিও করতে হয়।তার জন্য অতিথি শিক্ষকদের পারিশ্রমিক ১২০ টাকা থেকে ১৫০ টাকা।এই টাকাও তারা সময় মতো পান না।উত্তরপত্র মূল্যায়নেও একই অবস্থা।রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে এমন বহু বিষয় পড়ানো হয়, যা পুরোপুরি অতিথি শিক্ষকদের উপর নির্ভরশীল।এই অতিথি শিক্ষকরা প্রায় প্রত্যেকেই নেট, স্লেট এবং পিএইচডি হোল্ডার।অথচ তাদের যোগ্যতার কোনও -মূল্যায়ন নেই।কলেজগুলিতে যে পদ্ধতি অনুসরণ করে সহকারী অধ্যাপক নিয়োগ করা হয়,সেই একই পদ্ধতি অনুসরণ করে গেস্ট লেকচারার নিয়োগ করা হয়। অথচ প্রতিবছর তাদের ইন্টারভিউ দিতে হচ্ছে।তখন আবার অনেককেই কোনও কারণ ছাড়া ছাঁটাই করে দেওয়া হয়।অভিজ্ঞতার কোনও মূল্যায়ন করা হয় না।

এই পরিস্থিতিতে রবিবার ‘অল ত্রিপুরা গেস্ট লেকচারার অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা নেট, স্লেট,পিএইচডি ফোরামের যৌথ উদ্যোগে সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ ব্যক্ত করা হয়।সেই সাথে রাজ্য সরকারের কাছে ৮ দফা দাবি সনদ উত্থাপন করে এবং অতিসত্বর তাদের সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়ার জন্য দাবি জানিয়েছে।

Dainik Digital

Recent Posts

১৮.৫ ইঞ্চির লেজবিশিষ্ট মার্জারের বিশ্ব রেকর্ড!!

অনলাইন প্রতিনিধি :-দেখতেই সে নয়নাভিরাম।তার উপর তার লেজের দৈর্ঘ্য?রবীন্দ্রনাথের শ্যামা নৃত্যনাট্যে শ্যামার রূপে মুগ্ধ হয়ে…

8 hours ago

কাগজের কাপেও শরীরে যাচ্ছে প্লাস্টিক কণা, ভারসাম্য হারাচ্ছে হরমোন!!

অনলাইন প্রতিনিধি :-প্লাস্টিকের চায়ের কাপে চুমুক দিলে শেষ হতে পারে পুরুষত্ব! এমনকী, হরমোন সংক্রান্ত আরও…

8 hours ago

লন্ডন-মুম্বই উড়ানে আটকে ২০০ ভারতীয়!!

লন্ডনের হিথরো থেকে মুম্বইয়ে রওনা দিয়েছিল ভার্জিন আটলান্টিকের বিমানটি। ছিলেন ২০০–র বেশি ভারতীয় যাত্রী। জরুরি…

8 hours ago

মহাকরণ থেকে পঞ্চায়েত পর্যন্ত,কর্মী সংকটে সর্বত্র অচলাবস্থা প্রশ্নের মুখে ডবল ইঞ্জিনের গতি!!

অনলাইন প্রতিনিধি :-ডবল ইঞ্জিন সরকারের প্রায় প্রতিটি দপ্তর বর্তমানে চরম কর্মী সংকটে ধুঁকছে। ফলে যে…

9 hours ago

২০০ শয্যার যুব আবাস হচ্ছে বাধারঘাট স্পোর্টস কমপ্লেক্সে!!

অনলাইন প্রতিনিধি :-প্রায় ১২ কোটিটাকা ব্যয়ে বাধারঘাটে দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে ২০০ শয্যা বিশিষ্ট যুব…

9 hours ago

শান্তি সম্প্রতি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি:-রাজ্যের শান্তি সম্প্রতি ও সংহতি রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়ন…

9 hours ago