গত ৮ মাস ধরে পারিশ্রমিক পাচ্ছেন না অতিথি প্রভাষকরা!!

এই খবর শেয়ার করুন (Share this news)

.অনলাইন প্রতিনিধি :- সরকার দাবি করছে রাজ্যে শিক্ষা হাব গড়ে তোলার। অথচ বাস্তব বলছে অন্য কথা। রাজ্যের ২৫টি সাধারণ ডিগ্রি কলেজে নিযুক্ত গেস্ট লেকচারাররা দীর্ঘ কয়েক মাস ধরে তাদের পারিশ্রমিক পাচ্ছেন না।শুধু তাই নয়, যাদের উপর নির্ভর করে রাজ্যের ২৫টি সাধারণ ডিগ্রি কলেজে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠন চলছে,সেই গেস্ট লেকচারাররা চরম বঞ্চনার শিকার হচ্ছেন।নিয়ম অনুসারে প্রতিমাসে যে পরিমাণ ক্লাস পাওয়ার কথা, তার তুলনায় অনেক কম ক্লাস দেওয়া হচ্ছে গেস্ট লেকচারারদের।এতে শুধু গেস্ট লেকচারারাই নয়,শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ছাত্রছাত্রীরাও।এরপরেও অতিথি শিক্ষক প্রতিমাসে সঠিক সময়ে পারিশ্রমিক পাচ্ছেন না।এখন তো গত৷প্রায় এক বছর ধরে পারিশ্রমিকের কোনও দেখা নেই।এতে করে গেস্ট লেকচারাররা দারুণ আর্থিক অনটনের মধ্যে পড়েছেন।সব থেকে বিস্ময়কর ঘটনা হলো, উচ্চশিক্ষা দপ্তর বলছে এক কথা।অন্যদিকে কলেজ কর্তৃপক্ষ বলছে আরেক কথা। দপ্তর বলছে টাকা দিয়ে দেওয়া হয়েছে।কলেজ কর্তৃপক্ষ বলছে দপ্তর থেকে তারা কোনও অর্থ পায়নি।
বর্তমান নিয়ম অনুসারে গেস্ট লেকচারারদের প্রতিমাসে গড়ে ৪০টি করে ক্লাস পাওয়ার কথা।বাস্তবে দেখা যাচ্ছে ২০ থেকে ২৫টা ক্লাস দেওয়া হয়।কোনও কোনও মাসে তার থেকেও কম ক্লাস দেওয়া হয়।৪৫ মিনিট করে প্রতিটি ক্লাসের জন্য গেস্ট লেকচারারদের পারিশ্রমিক হচ্ছে ৫০০ টাকা।মাসের পর মাস কাজ করেও তারা এই সামান্যতম অর্থ পাচ্ছেন না।এখানেই শেষ নয়, গেস্ট লেকচারাররা তিন ঘণ্টা করে পরীক্ষার ডিউটিও করতে হয়।তার জন্য অতিথি শিক্ষকদের পারিশ্রমিক ১২০ টাকা থেকে ১৫০ টাকা।এই টাকাও তারা সময় মতো পান না।উত্তরপত্র মূল্যায়নেও একই অবস্থা।রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে এমন বহু বিষয় পড়ানো হয়, যা পুরোপুরি অতিথি শিক্ষকদের উপর নির্ভরশীল।এই অতিথি শিক্ষকরা প্রায় প্রত্যেকেই নেট, স্লেট এবং পিএইচডি হোল্ডার।অথচ তাদের যোগ্যতার কোনও -মূল্যায়ন নেই।কলেজগুলিতে যে পদ্ধতি অনুসরণ করে সহকারী অধ্যাপক নিয়োগ করা হয়,সেই একই পদ্ধতি অনুসরণ করে গেস্ট লেকচারার নিয়োগ করা হয়। অথচ প্রতিবছর তাদের ইন্টারভিউ দিতে হচ্ছে।তখন আবার অনেককেই কোনও কারণ ছাড়া ছাঁটাই করে দেওয়া হয়।অভিজ্ঞতার কোনও মূল্যায়ন করা হয় না।

এই পরিস্থিতিতে রবিবার ‘অল ত্রিপুরা গেস্ট লেকচারার অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা নেট, স্লেট,পিএইচডি ফোরামের যৌথ উদ্যোগে সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ ব্যক্ত করা হয়।সেই সাথে রাজ্য সরকারের কাছে ৮ দফা দাবি সনদ উত্থাপন করে এবং অতিসত্বর তাদের সমস্যা নিরসনে উদ্যোগ নেওয়ার জন্য দাবি জানিয়েছে।

Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

1 day ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

1 day ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

1 day ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

1 day ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

2 days ago