দৈনিক সংবাদ অনলাইন, ধর্মনগর।। পনেরো বছরের স্কুলপড়ুয়া নাবালিকা গনধর্ষনের শিকার হলো। এই চাঞ্চল্যকর ঘটনা সংঘটিত হয়েছে উত্তর জেলার ত্রিপুরা- অসম সীমান্তের কদমতলা থানা এলাকায় শুক্রবার সন্ধ্যা সাতটায়। নাবালিকার বয়ান অনুসারে অভিযুক্ত চার যুবক । উভয়ের বাড়ি কালাগাঙ্গের পাড় গ্রাম পঞ্চায়েত এলাকায় ।তাদের মধ্যে দুইজন পলাতক দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নবম শ্রেণিতে পড়ুয়া পনেরো বছরের ওই নাবালিকা প্রাইভেট টিউশন ছেড়ে বাড়ি ফেরার পথে একটি অটো গাড়ি নিয়ে অভিযুক্ত চার যুবক পিছু নেয়। পরবর্তীতে গাড়িতে করে চার যুবক তাকে বলপূর্বক তুলে নিয়ে বিস্তর বাড়ি এলাকার একটি জঙ্গলে একাধিকবার গনধর্ষন চালায় বলে ধর্ষিতা নাবালিকার অভিযোগ।
এদিকে,প্রায় দশটা বেজে গেলেও নাবালিকা মেয়েটি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। রফিক উদ্দিন নামে জনৈক ব্যাক্তি ওই নাবালিকা মেয়েটিকে রাতে একটি কৃষি জমির পাশে বসে কাঁদতে দেখে পরিবারের লোকজনদের খবর দেয়।
পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে নাবালিকা মেয়েটিকে একপ্রকার সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে কদমতলা সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। একইসাথে খবর দেয় কদমতলা থানায়। সঙ্গে সঙ্গে থানার পুলিশ কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ধর্ষিতা নাবালিকার বয়ান লিপিবদ্ধ করে । নাবালিকার তরফ থেকে বয়ান পেয়ে চার অভিযুক্ত যুবককের নামে 366(A)/376D/506 IPC & 06 of pocso Act ধারায় একটি গনধর্ষনের মামলা রুজু করে। যার কেইস নম্বর 22/51 । এই ঘটনার খবর পেয়ে এদিন রাতেই ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা। ঘটনার পর ইতিমধ্যে দুই অভিযুক্তকে আটক করতে পেরেছে কদমতলা থানার পুলিশ । ধৃতদের মধ্যে একজন ১৫ বছরের নাবলক,রয়েছে। অন্যজন সালিমুল হক (২০) পিতা আব্দুল হক। তবে স্হানীয় থানার পুলিশ জানিয়েছে, খুব শীঘ্রই বাকী অভিযুক্তদের জালে তোলা হবে।
অনলাইন প্রতিনিধি :-এক মুহূর্তেই রাষ্ট্রহীন—একই ঘটনা ঘটেছে হাজারো মানুষের সঙ্গে, যাদের মধ্যে অধিকাংশই নারী। ৮৪…
অনলাইন প্রতিনিধি :-আর জেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব খোদ নিজ বড় ছেলে তেজপ্রতাপ যাদবকে ছয় বছরের…
অনলাইন প্রতিনিধি :-আরডিএক্স মেরে উড়িয়ে দেওয়া হবে তাজমহল! ইমেলে হুমকি দিতেই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়…
২০১৪ সালে কেন্দ্রে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের উত্তর পূর্বাঞ্চলকে প্রথম…
অনলাইন প্রতিনিধি :-প্রবল বৃষ্টিতে জলমগ্ন দেশের দিল্লির বিস্তীর্ণ এলাকা। শনিবার রাত জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ায়…
অনলাইন প্রতিনিধি :-পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্যের পাঁচটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। রাজ্যে…