গবাদিপশুর হাট, আকাশছোঁয়া মূল্য!!

 গবাদিপশুর হাট, আকাশছোঁয়া মূল্য!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-আগামী ১৭ই জুন মুসলিম ধর্মাবলম্বীদের ঈদুজ্জোহা উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে সংখ্যালঘু অধ্যুষিত সোনামুড়া মহকুমাতে প্রতিবছরই বসে থাকে বিশেষ গবাদি পশুর হাট। মহকুমার প্রায় বেশ কিছু স্থানে প্রশাসনের তরফ থেকে এই বিশেষ হাটের ব্যবস্থা করা হয়। মঙ্গলবার সোনামুড়া মহকুমার মেলাঘর পুর পরিষদের অন্তর্গত মেলাঘর বাজারে বসে বিশেষ গবাদিপশুর হাট। ঈদকে কেন্দ্র করে ক্রেতা এবং বিক্রেতাদের ভিড়ও লক্ষ্য করা যায় বাজারে। ক্রেতাদের অভিমত বিগত বছরের তুলনায় এ বছর গবাদি পশুর বিক্রয় মূল্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে যার ফলে এখনো গবাদি পশু ক্রয় করে উঠতে পারছেন না তারা। কারণ প্রসঙ্গে বলেন দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়েই গবাদি পশু বিক্রেতারা ধার্য করছেন তাদের গবাদি পশুর মূল্য যেটা বিগত বছরের তুলনায় অনেকটাই বেশি । তাই এ সকল কারণে একার পক্ষে গবাদিপশু কেনা অনেকটাই দায় ঠেকেছে ক্রেতাদের।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.