গভীরতর অসুখ

এই খবর শেয়ার করুন (Share this news)

বর্তমান সময়ে মানব সমাজের সামনে সবচেয়ে বড় সঙ্কট কী ? এককথায় এই প্রশ্নের উত্তর দেওয়া হয়তো কঠিন । কিন্তু এটা নিঃসন্দেহে বলা যায় , প্রতিকূল পরিবেশে বিপরীত পরিস্থিতির মধ্যে দিয়ে দাড়িয়ে সমাজে বিপন্ন অসহায় মানুষের জন্য প্রতিবাদে মুখর হওয়া এরকম মানুষগুলোর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে । এটাই বর্তমান সমাজের সবচেয়ে বড় সঙ্কট। সমাজের অন্যায়,অবিচার, নীতিহীনতার বিরুদ্ধে নির্ভয়ে বুক উঁচিয়ে প্রতিবাদী হওয়ার যে মুখগুলি, তার এখন বড় অভাব । আমরা সাধারণ ভাষায় এই ধরনের মানুষকে বুদ্ধিজীবী বলেই অভিহিত করে থাকি ।

এই বুদ্ধিজীবী কথাটির অনেক রকম অর্থ । বাংলা একাডেমিক ব্যবহারিক অভিধানে বুদ্ধিজীবী মানে হলো যারা বুদ্ধির বলে বা বুদ্ধি দিয়ে জীবিকা নির্বাহ করে । কিন্তু এটা একেবারেই সাদামাটা অর্থ হয়ে গেল । কারণ বুদ্ধিজীবী সে অর্থে আমরা ব্যবহার করে থাকি এই সংজ্ঞা দিয়ে সেটা নিরুপণ করা সম্ভব নয় । বুদ্ধি খাটিয়ে যারা জীবিকা নির্বাহ করেন , একথা বললে মনে এই প্রশ্নও আসবে , যারা বিজ্ঞাপনের সংস্থার কাজ করেন , নানা রকম বুদ্ধিস্বপ্নের ও কৌশল খাটিয়ে প্রচারের বিভিন্ন পন্থা পদ্ধতি বের করেন । তারা কী করে বুদ্ধিজীবী হবেন ? কিংবা যারা বুদ্ধি খটিয়ে অন্যায় পথে জীবিকা অর্জন করেন তারা কীভাবে বুদ্ধিজীবী হবেন ?

আসলে বুদ্ধিজীবীর সংজ্ঞা বা অর্থ খুঁজতে গেলে জানতে হবে- সেই ব্যক্তিটি কার জন্য বুদ্ধি খরচ করছেন । যদি দেখা যায় কোন ব্যক্তি বা গোষ্ঠী সমাজের বা রাষ্ট্রের উন্নতির জন্য , মানুষের অগ্রগতির জন্য তার চিন্তা- চেতনা ও মননকে কাজে লাগাচ্ছেন তখন বুঝতে হবে এই ব্যক্তিটি এক ঐতিহাসিক দায়িত্ব পালনের লক্ষ্যে তার বুদ্ধিকে কাজে লাগাচ্ছেন । এই বুদ্ধি খরচ আর সব বুদ্ধি খরচের উদ্দেশ্য থেকে আলাদা । এই মৌলিক পার্থক্য টা যখন পরিষ্কার হয়ে যাবে তখনই তিনি সমাজের চোখে বুদ্ধিজীবী । অর্থাৎ বুদ্ধিজীবী হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি জনগণের প্রতি এবং জনগণের জন্য সোচ্চার

এক্ষেত্রে বুদ্ধিজীবীর প্রধান কাজ প্রাসঙ্গিক সব বিষয়কে জনসম্মুখে নিয়ে আসা এবং ক্ষমতার বলে যারা অন্যায় ও অনৈতিক কাজ করছেন সেই শক্তিকে বা ক্ষমতার বলয়কে চ্যালেঞ্জ করা । এ প্রসঙ্গে ফ্রান্সের বিখ্যাত , দার্শনিক জুলিয়েন বেন্দা বলেছেন প্রকৃত বুদ্ধিজীবীরা কখনই ন্যায়ও সত্যের অনাকাঙ্ক্ষিত নীতির দ্বারা প্ররোচিত হয়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন না । তারা দুর্নীতির নিন্দা জানান , দুর্বলকে রক্ষা করে এবং অন্যায় ও অপশাসনের প্রকাশ্য বিরোধিতা করেন ।

কিন্তু দুর্ভাগ্যের হলো , দিন যত যাচ্ছে আমাদের চারপাশে বুদ্ধিজীবী হিসাবে যাদেরকে সমাজে আমরা জানি বা চিনি , এনারা ক্ষমতার কাছাকাছি থাকতে পছন্দ করেন । এরা শাসকের হাতে পুরস্কার নেন । শাসকের দ্বারা মনোননীত কমিটিতে তার সম্মানজনক পদ গ্রহণ করেন । ফলে তাদের দ্বারা ক্ষমতাহীন মানুষের পক্ষ নিয়ে কাজ করা যায় না । কারণ বুদ্ধিজীবীদের কাজ করতে হয় ক্ষমতার বিপক্ষে । কিন্তু ক্ষমতার হাত থেকে পুরস্কার নেওয়া বুদ্ধিজীবীরা কিভাবে অন্যায়ের বিপক্ষে গলা ফাটাবেন ? এটা সম্ভব নয় । তাই এদেশেও এর উল্টোটাই হচ্ছে । শাসকেরাও এই কারণেই বেছে বেছে ধরে এনে বুদ্ধিজীবীকে পুরস্কার দেন ।

তাই থেমে যায় প্রতিবাদ । তাই অনেকেই মনে করেন পুরস্কারটাও একটা রাজনৈতিক সিদ্ধান্ত । পুরস্কারের পেছনেও থাকে অন্য রাজনীতির হিসেব – নিকেশ । এই পুরস্কার রাজনীতি দেশে দেশে একই রকমের অর্থ বহন করে । নোবেল পুরস্কার জয়ী জাঁ পল সাত্র তাই বলেছিলেন , নোবেল পুরস্কার আমার কাছে এক বস্তা আলুর সমান । আবার শিল্পী নাট্যকার উৎপল দত্ত ভারত সরকারের সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ফিরিয়ে দিয়ে বলেছিলেন- ‘ পুরস্কার দিতে চেয়ে করেছ যে অপমান , কী জবাব দেব তার , শক্তিমান ‘ । অথচ দুঃখজনক ভাবেই মহাত্মা গান্ধীর নাম যেমন কখনই নোবেল শান্তি পুরস্কারের জন্য আসেনিতেমনি জগদীশ চন্দ্র বসু ।

মেঘনাথ সাহার নামও সেখানে কোনও দিন উঠেনি । এতগুলো কথা বলার একটাই কারণ আমাদের চারপাশে আজকাল এত অনিয়ম , অনৈতিকতা কিন্তু যাদেরকে সমাজ বুদ্ধিজীবী বলে জানে , তাদের বিবেক রাজনীতির রং দেখে নিয়ন্ত্রিত হয় । আজ প্রকৃত অর্থেই বুদ্ধিজীবী খুঁজে পাওয়া দুর্লভ । বিভিন্ন সময়ে মত প্রকাশের স্বাধীনতা , গণতন্ত্র যখন প্রশ্নের মুখে , নেতাদের দুর্নীতি , অর্থ লোলুপ মন্ত্রী ও ক্ষমতাসীনদের দৌরাত্ম্য যখন সমস্ত নৈতিকতাকে ছাপিয়ে যায় , তখনও রাজনীতির কাছে বিবেক বন্ধক রাখা বুদ্ধিজীবীরা সমাজের লাভালাভের চেয়ে নিজের লাভের কথা মাথায় রেখে নীরব থাকেন । এ ধরনের দাম্যবৃত্তি মনোভাব যেভাবে সমাজে বেড়ে চলেছে তা বড় সুখের সময় নয় । এর বিরুদ্ধেই সাধারণ মানুষকে সচেতন হতে হবে । না হলে এই বিপদ সভ্যতা , গণতন্ত্র ও মানবতা গভীর সঙ্কটে ঠেলে দেবে ।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

নয় রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে ভার্চুয়াল বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-পাক অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গিঘাঁটি ভারতীয় সেনা গুঁড়িয়ে দেওয়ার পর একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীদের…

11 hours ago

বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠকের ডাক মোদী সরকারের!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র।২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা পরপাকিস্তানের বিরুদ্ধে…

11 hours ago

শূন্য কলস!!

শূন্য কলসি বাজে বেশি,আশৈশব এই বাক্যটি পাঠ্যে পড়ে বেড়ে উঠেছি আমরা সকলে।এখন পাক ফৌজির হম্বি…

16 hours ago

বাতিল করলেন তিন দেশের সফর প্রধানমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-মে মাসের মাঝামাঝি ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র…

17 hours ago

পাকিস্তানে নিহত বেড়ে ২৬!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানে ভারতের হামলায় মৃত বেড়ে ২৬। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জানিয়েছেন,…

18 hours ago

কৃষকের মাঝেই ঈশ্বরের অবস্থান: রতন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক ক্ষতিপূরণ প্রদান!!

অনলাইন প্রতিনিধি :;মঙ্গলবার সারা রাজ্যে একাধিক অনুষ্ঠানের মাধ্যমে গত বছর রাজ্যের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের…

18 hours ago