গভীর রাতে রাজ্যে হানা দিল এনআইএ টিম, গ্রেপ্তার ২১।।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-মানব পাচার থেকে শুরু করে, ভারতবিরোধী আন্তর্জাতিক অপরাধীদের নিরাপদ করিডর এবং আশ্রয়স্থল হয়ে উঠেছে ত্রিপুরা।যা রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরা যে মানব পাচারকারী এবং আন্তর্জাতিক অপরাধীদের মুক্তাঞ্চল ও করিডর হয়ে উঠেছে, তা আরও একবার হাতেনাতে প্রমাণিত হলো। মঙ্গলবার গভীর রাতে জাতীয় তদন্তকারী সংস্থা, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) একযোগে এর একই সময়ে দেশের বেশ কয়েকটি রাজ্যে অভিযান চালায়।এর মধ্যে ত্রিপুরা অন্যতম। এই অভিযানে এনআইএ টিম দেশের বেশ কয়েকটি রাজ্য থেকে মোট ৪৪ জনকে গ্রেপ্তার করেছে। উদ্বেগ ও চিন্তার কারণ হচ্ছে, এনআইএর হাতে গ্রেপ্তার হওয়া ৪৪ জনের মধ্যে ২১ জনকে ত্রিপুরা গ্রেপ্তার করা হয়েছে।এছাড়া কর্ণাটক থেকে ১০ জন, আসাম থেকে ৫ জন, পশ্চিমবঙ্গ থেকে ৩ জন, তামিলনাড়ু থেকে ২ জন এবং ১ জন করে গ্রেপ্তার করা হয়েছে পণ্ডিচেরী, তেলেঙ্গানা এবং হরিয়ানা রাজ্য থেকে। এনআইএ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে গেছে। এনআইএর এই বিশেষ অভিযানের পর ফের একবার ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা এবং রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়েও বড় ধরনের প্রশ্ন উঠে গেছে। কেননা, এনআইএ টিমের হাতে ধৃতরা দীর্ঘদিন ধরে ত্রিপুরায় নিরাপদে বসবাস করলেও এবং ত্রিপুরায় থেকে মানব পাচারের নেটওয়ার্ক চালিয়ে গেলেও, বেখবর রাজ্য পুলিশ ও রাজ্য গোয়েন্দারা।এককথায় ঘুমিয়েছিলো রাজ্য নিরাপত্তা এজেন্সি।খবরে প্রকাশ, মঙ্গলবার গভীর রাতে এনআইএ একযোগে, একসময়ে ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, হরিয়ানা,রাজস্থান এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর, পণ্ডিচেরীর একাধিক স্থানে অভিযান চালায়। মূলত আসাম রাজ্যে মানব পাচার সংক্রান্ত একটি মামলার তদন্তে নেমে এনআইএ দেশের বিভিন্ন রাজ্যে গড়ে ওঠা এই নেটওয়ার্কের হদিশ পায়। যার মূল গড় হচ্ছে উত্তর-পূর্বের সীমান্ত রাজ্য ত্রিপুরা। ত্রিপুরা সীমান্ত দিয়েই বিশেষ করে রোহিঙ্গাদের বিভিন্ন রাজ্যে, এমনকী বিদেশেও পাচার করা হচ্ছে। সাম্প্রতিককালে পাচারকালে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে রোহিঙ্গাদের (নারী-পুরুষ) আটক করা হয়েছে, কিন্তু এই পাচারের মূল মাথারা বরাবরই ধরাছোঁয়ার বাইরে থেকেছে।
সূত্র থেকে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে এনআইএর বিশেষ টিম ত্রিপুরার সীমান্ত মহকুমা সাব্রুম থেকে তিনজন, বিলোনীয়া থেকে দুজন, কৈলাসহর থেকে একজন, বিশালগড় মহকুমার মধুপুর থেকে আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে নিয়ে যায়।কৈলাসহর থেকে গ্রেপ্তার করা হয়েছে রাজীব আলি নামে একজনকে।তার বাড়ি কৈলাসহর লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডে।সাব্রুমে নগর পঞ্চায়েতের আট নং ওয়ার্ডের বাসিন্দা সুকান্ত দত্ত, পিতা মৃত সুনিল দত্ত, রূপাইছড়ি ব্লকের আইলমারা এডিসি ভিলেজের বাসিন্দা বিক্রম ত্রিপুরা, পিতা পরচান ত্রিপুরা এবং একই ভিলেজের বাসিন্দা বাবুল ত্রিপুরা, পিতা চানমোহন ত্রিপুরা, এই তিনজনকে এনআইএ তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। অন্যদের নামধাম এখনও জানা যায়নি। জানা গেছে, এনআইএ টিম অভিযানকালে একেবারে শেষ সময়ে স্থানীয় পুলিশের সাহায্য নিলেও, কোথায়, কী কারণে অভিযান ? বিষয়গুলি গোপন রেখেছে বলে খবর। তবে এনআইএ-র অভিযানের খবর প্রকাশ্যে আসতেই রাজ্যজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

Dainik Digital

Recent Posts

এ কে-৪৭ ও প্রচুর কার্তুজ সহ ৬ বৈরী ধৃত মিজোরামে, চাঞ্চল্য!!

অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…

18 hours ago

ফাইফরমাশ খাটছেন টিএসআর জওয়ানরা !!

অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…

18 hours ago

ইন্ডিগো আরও একটি দিল্লীর বিমান চালু করছে!!

অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…

18 hours ago

ইন্দ্রপ্রস্থে ভোট!!

দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…

18 hours ago

বহিঃরাজ্যে গেল “ধানি লঙ্কা”ওরফে ধান্না মরিচ!!

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…

2 days ago

কুম্ভ ইকনমি

২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…

2 days ago