ভারত থেকে কেনা গম ও গমের আটা-ময়দা রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করল সংযুক্ত আরব আমিরশাহী । আপাতত আগামী চার মাসের জন্য এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানিয়েছে সে দেশের সরকারী সংবাদ ওয়াম । আমিরশাহীর সংস্থা অর্থনৈতিক মন্ত্ৰক জানিয়েছে আন্তর্জাতিক বাজারে পণ্যের জোগান প্রক্রিয়া ব্যহত হওয়ার ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে কোনও বাণিজ্যিক সংস্থা যদি মে মাসের ১৩ তারিখের আগে ভারত থেকে কেনা গম রপ্তানি করতে চায় তাহলে সংশি লষ্ট মন্ত্রক থেকে বিশেষ অনুমতি নিতে হবে । আমিরশাহীর ঘরোয়া চাহিদা মেটাতে গম রপ্তানি করছে ভারত বলেও জানানো হয়েছে মন্ত্রকের তরফে ।
বিশ্লেষকদের একাংশের ধারণা , ইউক্রেন যুদ্ধের আবহে খাদ্যশস্যের জোগান প্রভাবিত হয়েছে । তাই দেশের বাজারে দাম যাতে না বাড়ে তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নিয়েছে আবুধাবি । কিন্তু নূপুর শর্মার পয়গম্বর মন্তব্য নিয়ে বিতর্কের আবহে আমিরশাহীর এমন পদক্ষেপ জল্পনা উসকে দিচ্ছে । প্রসঙ্গত ঘরোয়া বাজারের চাহিদা মেটাতে গত ১৪ মে গম রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত । ইউক্রেন যুদ্ধের কারণে নয়াদিল্লীর এই সিদ্ধান্তের কারণে ইউরোপ ও পশ্চিম এশিয়ায় গমের দাম বাড়তে শুরু করে । একাধিক দেশ এবং আন্তর্জাতিক অর্থভাণ্ডারের তরফে ইতিমধ্যেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে ভারতের কাছে । তবে যে দেশগুলোর সঙ্গে ইতিমধ্যেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে তাদের গমের জোগান দেওয়া হয়েছে। তাছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কিছু দেশে গমের জোগান বন্ধ হবে না বলেও জানিয়েছিল মোদি সরকার । প্রসঙ্গত গত ফেব্রুয়ারী মাসে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করতে বাণিজ্য চুক্তিতে সাক্ষর করে দুই দেশ । মে মাস থেকে তা লাঘু হয়েছে ।
অনলাইন প্রতিনিধি :-স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে গিয়ে এমপ্লয়িজ স্টেট ইনশিয়োরেন্স কর্পোরেশন (ইএসআইসি) ভুক্ত সাধারণ কর্মচারী…
২০১৯ সালে করোনা মহামারির পাঁচ বছর পর ফের শিরোনামে চিন।এবার এইচএমপিভি (HMPV) নামক নয়া ভাইরাসের…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যসরকারের বিদ্যাজ্যোতি স্কুলের পড়াশোনাও লাটে উঠেছে। বিদ্যাজ্যোতি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করছে না শিক্ষা…
অনলাইন প্রতিনিধি :-তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫৩ জনের মৃত্যু। তাছাড়াও ৬০ জন আহত হয়েছেন। তবে…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়সরকারের সড়ক ও পরিবহণ মন্ত্রক ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমার জাতীয় সড়ক নির্মাণের জন্য…
অনলাইন প্রতিনিধি :-ফ্লোরেন্সনাইটিঙ্গেলের কথা স্মরণ করে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ জন্মগ্রহণ…