গরমের জ্বালা কি আরও বাড়বে? কি বলছে আবহাওয়া দপ্তর?
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। তীব্র দাবদাহে পুড়ছে রাজধানী আগরতলা সহ গোটা রাজ্য। প্রখর সূর্যতাপে খা খা করছে শহরের ব্যস্ততম রাজপথ গুলি। খুব বেশি প্রয়োজন না হলে মানুষ বাইরে বেড় হচ্ছেন না। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই। লাগামহীন গরমে নাজেহাল মানুষ। গরম থেকে কিছুটা রেহাই পেতে বিভিন্ন এলাকায় কচিকাঁচারা দাপিয়ে বেড়াচ্ছে পুকুরের জলে।
আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করে বলা হয়েছে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হতে। কিন্তু তাতে কি আর পেট মানবে? কঠোর পরিশ্রম করেই যাদের দুবেলা অন্নের সংস্থান করতে হয়, তাদের তো ঘর থেকে বেরুতেই হবে।
তাছাড়া সাধারন মানুষ যারা বিশেষ কাজে বাড়ির বাইরে যাচ্ছেন, তারা তীব্র গরমের হাত থেকে নিজেদের কিছুটা রক্ষা করাতে ঠান্ডা পানীয়, আইসক্রিম, ডাব ইত্যাদির উপর ভরসা করছেন। এর মধ্যে কচি ডাব ও আঁখের রসের চাহিদা রয়েছে তুঙ্গে।
এদিকে এই বাড়তে থাকা তাপমাত্রা নিয়ে আগরতলা আইএমএইচ সেন্টার এর অ্যাসিস্টেন্ট ডাইরেক্টর ড: পার্থ রায় জানান, গতকাল অর্থাৎ সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। তবে আগামী ১/২ দিনের মধ্যে বৃষ্টি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। কিন্তু এর পরের তিনদিন অর্থাৎ তৃতীয় চতুর্থ ও পঞ্চম দিনে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তিনি আরও জানান, তাপমাত্রা সামান্য কমলেও ৩৬ থেকে ৩৭ ডিগ্রির মধ্যেই থাকবে। ফলে গরমের জ্বালা এখনই কমার তেমন কোনও সম্ভাবনা নেই।