গরমের জ্বালা কি আরও বাড়বে? কি বলছে আবহাওয়া দপ্তর?

এই খবর শেয়ার করুন (Share this news)

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। তীব্র দাবদাহে পুড়ছে রাজধানী আগরতলা সহ গোটা রাজ্য। প্রখর সূর্যতাপে খা খা করছে শহরের ব্যস্ততম রাজপথ গুলি। খুব বেশি প্রয়োজন না হলে মানুষ বাইরে বেড় হচ্ছেন না। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই। লাগামহীন গরমে নাজেহাল মানুষ। গরম থেকে কিছুটা রেহাই পেতে বিভিন্ন এলাকায় কচিকাঁচারা দাপিয়ে বেড়াচ্ছে পুকুরের জলে।
আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করে বলা হয়েছে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হতে। কিন্তু তাতে কি আর পেট মানবে? কঠোর পরিশ্রম করেই যাদের দুবেলা অন্নের সংস্থান করতে হয়, তাদের তো ঘর থেকে বেরুতেই হবে।

তাছাড়া সাধারন মানুষ যারা বিশেষ কাজে বাড়ির বাইরে যাচ্ছেন, তারা তীব্র গরমের হাত থেকে নিজেদের কিছুটা রক্ষা করাতে ঠান্ডা পানীয়, আইসক্রিম, ডাব ইত্যাদির উপর ভরসা করছেন। এর মধ্যে কচি ডাব ও আঁখের রসের চাহিদা রয়েছে তুঙ্গে।
এদিকে এই বাড়তে থাকা তাপমাত্রা নিয়ে আগরতলা আইএমএইচ সেন্টার এর অ্যাসিস্টেন্ট ডাইরেক্টর ড: পার্থ রায় জানান, গতকাল অর্থাৎ সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছে। তবে আগামী ১/২ দিনের মধ্যে বৃষ্টি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। কিন্তু এর পরের তিনদিন অর্থাৎ তৃতীয় চতুর্থ ও পঞ্চম দিনে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তিনি আরও জানান, তাপমাত্রা সামান্য কমলেও ৩৬ থেকে ৩৭ ডিগ্রির মধ্যেই থাকবে। ফলে গরমের জ্বালা এখনই কমার তেমন কোনও সম্ভাবনা নেই।

Dainik Digital

Recent Posts

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফের উচ্চস্তরীয় বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-রবিবার সকালে উচ্চস্তরীয় বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিন তাঁর লোক কল্যাণ…

57 mins ago

দেবালয় রক্ষা পায় না!!

আয়তনের দিক থেকে বিশ্বের ৩৩ম বৃহত্তম দেশ পাকিস্তান।কিন্তু ঋণের জালে জর্জরিত পাকিস্তান দেশটির আর্থিক অবস্থা…

4 hours ago

প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড!!

অনলাইন প্রতিনিধি :-প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট বিক্রম গায়কোয়াড। মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।…

17 hours ago

সব রাজ্যের মুখ্যসচিবদের নির্দেশ কেন্দ্রের!!

অনলাইন প্রতিনিধি :-জরুরি বৈঠকে বসলেন স্বরাষ্ট্র সচিব ও আইবি প্রধান। বৈঠকে রয়েছেন মুখ্যসচিবরাও। জানা যাচ্ছে,…

17 hours ago

পাকিস্তানের ছোড়া গুলিতে শহিদ সাব-ইন্সপেক্টর এমডি ইমতিয়াজ!!

অনলাইন প্রতিনিধি :-বিকেল পাঁচটায় সংঘর্ষবিরতি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফের গিরগিটি রূপ ধারণ করল পাকিস্তান।…

17 hours ago

৩ ঘণ্টা না পেরোতেই সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের!

অনলাইন প্রতিনিধি :-রাত পোহানো দূর অস্ত। চার ঘণ্টাও কাটল না। এর মধ্যেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে…

18 hours ago