গরমের পারদ ৪০° ছুঁতে পারে রাজ্যে!!

 গরমের পারদ ৪০° ছুঁতে পারে রাজ্যে!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-রাজ্যজুড়ে প্রচন্ড
গরমের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস।শনিবার থেকে আগামী তিনদিনের জন্য রাজ্যজুড়ে প্রচণ্ড গরম ও আদ্রতার সতর্কবার্তা জারি করে আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা সেক্ষেত্রে৪০° সেলসিয়াস ছাড়াতে পারে।এ দিন সকালের দিকেই তাপমাত্রা ৩৬° সেলসিয়াস ছাড়িয়ে যায়।আবহাওয়া দপ্তর বেলার দিকে এরপরই রাজ্যবাসীর উদ্দেশ্যে একটি সতর্কবার্তা জারি করে জানিয়েছে, একদিকে সূর্যের প্রখর তাপ অন্যদিকে পশ্চিম দিক থেকে আসা আগুনে বাতাস এই দুইয়ের কারণে রাজ্যের বিভিন্ন প্রান্তে আচমকা আবহাওয়ায় বিষয়টি পরিবর্তন লক্ষ্য করা গেছে।শনিবার সূর্যের প্রখর তাপ পরিলক্ষিত হয়েছে।আবহাওয়া দপ্তরের মতে, আবহাওয়ার এই অবস্থা অতন্ত আরও তিনদিন এরকমই চলতে থাকবে। এক্ষেত্রে পারদ আরও ৩°/৪° সেলসিয়াস বাড়তে পারে।সেক্ষেত্রে পারদ ৪০° সেলসিয়াসও ছাড়াতে পারে এরকমই আশঙ্কার বাণী শুনিয়েছে আবহাওয়া দপ্তর। এ দিন রাজধানীতে পারদ ছিল ৩৬.৬° সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের চেয়ে ৩° সেলসিয়াস বেশি। কৈলাসহরে পারদ ছিল ৩৫.৮° সেলসিয়াস।যা ছিল স্বাভাবিকের চেয়ে ৩.১° সেলসিয়াস বেশি।
এক্ষেত্রে আবহাওয়া দপ্তরের সাবধান বাণী হচ্ছে প্রচণ্ড গরম ও আদ্র আবহাওয়ায় স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে।যেমন হিট স্ট্রোক, হার্টের অসুখ, জল শূন্যতা, শ্বাসকষ্ট, কিডনির সমস্যা এগুলি হতে পারে।সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কিছু ব্যবস্থা নেবার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। যেমন প্রচণ্ড গরম যখন পড়ে যেমন বেলা বারোটা থেকে তিনটার মধ্যে তেমন কাজ না থাকলে ঘর থেকে না বের হওয়া, প্রচুর পরিমাণে জল পান করতে হবে।হাল্কা পোশাক পরিধান করাই শ্রেয়।বাইরে বেরোলেও ছাতা, রোদ চশমা, সূতির কাপড় ইত্যাদি আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে গরমে কিছুটা পরিত্রাণ মিলবে।
শুধু তাই নয়, পশুপাখিদেরও ছায়াতে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও বাড়িঘরে ফ্যান, সানশেড, সাটার, পর্দা ইত্যাদি ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, মার্চ মাসের শেষ দিকে রাজ্যে এই ধরনের গরম নজিরবিহীন। গত কয়েক বছরে মার্চ মাসে এই ধরনের গরম পড়েনি।যদিও এবছর আবহাওয়া দপ্তর আগাম বলে দিয়েছে, ভয়ানক গরমের মুখোমুখি হতে পারে এবার গোটা দেশেই।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.