গরমে নাজেহাল গোটা রাজ্য
দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || আকাশে হাল্কা মেঘ চলে আসায় আকাশে গত ২ দিন ধরে গরমের পারদ ৪০° সেলসিয়াস পার করতে পারেনি। কিন্তু গরমের অনুভূতিতে কোনও কমতি নেই। অনুভূত ছিল ৪৩°। ৪০° সেলসিয়াসের মতো। এর জন্য গরমে নাজেহাল গোটা রাজ্য। দুপুরের দিকে গরমের তীব্রতা এতটাই তীব্র থাকে যে রাস্তাঘাট গরম হয়ে ওঠে। বাইরে থাকা তো দূর, ঘরে থাকাই দায় হয়ে দাঁড়ায়।
আবহাওয়ার এই ওলটপুরাণ রাজ্যে চলছে গত কয়দিন ধরে। আবহওয়া অফিস জানিয়েছে, রবিবার গরমের পারদ সামান্য কমে দাঁড়িয়েছে ৩৮.১°সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের চেয়ে ৫.২° সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৭° সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের চেয়ে ২.৮°সেলসিয়াম বেশি। বৃষ্টিপাতের কোনওরকম সম্ভাবনার কথা জানাতে পারেনি আবহাওয়া অফিস। জেলাভিত্তিক কোনও তথ্য আবহাওয়া অফিস থেকে জানা যায়নি।