গরিব-মধ্যবিত্তের জীবন

এই খবর শেয়ার করুন (Share this news)

বাজারে চাল , ডাল তেল , ডিম থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রীর মূল্য শুধু বেড়েই চলেছে । তার সাথে যুক্ত হয়েছে পেট্রোপণ্যের মূল্য । পেট্রোল , ডিজেল , রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধিতে আমজনতার বেঁচে থাকার ইচ্ছেটাই যেন কেড়ে নিয়েছে । শুধু তাই নয় , রোগ হলে যে ওষুধ খাবে , সেই উপায় পর্যন্ত নেই । ফলে এই কঠিন পরিস্থিতিতে গরিব ও সীমিত আয়ের মানুষের কষ্ট বেড়েছে । শুধু বেড়েছে বললে ভুল হবে । গরিব ও সীমিত আয়ের মানুষের বেঁচে থাকাটাই যেন ‘ বিস্ময়কর ’ হয়ে উঠেছে । মূল্যবৃদ্ধির অশ্বমেধের ঘোড়া ছুটেই চলেছে । অথচ গরিব ও সীমিত আয়ের মানুষের আয় কিন্তু এক টাকাও বাড়েনি ।

ফলে গরিব , নিম্ন মধ্যবিত্ত , মধ্যবিত্ত অংশের মানুষদের এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হচ্ছে । নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে । তিলে তিলে নষ্ট হয়ে যাচ্ছে কত কত স্বপ্ন , কত কত জীবন । অনেকে বলেন , গরিব – মধ্যবিত্তদের কখনও স্বপ্ন দেখতে নেই । তারা স্বপ্ন দেখতে ভয় পায় । কারণ স্বপ্ন ভাঙার কষ্ট খুব বেদনাদায়ক । গরিব মধ্যবিত্তদের জীবনটা হলো ঘরপোড়া গরুর মতো । তারা সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় । তবে গরিব মধ্যবিত্তের একটা যাদুকরী গুণ রয়েছে , সেটা হলো নিজেদের কষ্টগুলো চেপে যাওয়ার অসীম ক্ষমতা । দেশের মোট জনসংখ্যার নব্বই ভাগ মানুষই হচ্ছে গরিব – মধ্যবিত্ত ।

অথচ যুগের পর যুগ , দশকের পর দশক , বছরের পর বছর , মাসের পর মাস ধরে সেই গরিব , মধ্যবিত্ত মানুষগুলোর দুঃখ , কষ্ট , যন্ত্রণাগুলো লাঘব হয়নি , আজও হয় না , ভবিষ্যতেও হবে না ।
কত কত গুণীজন নিজেদের উপলব্ধি থেকে বলে গেছেন , জীবনের বাস্তব চিত্র দেখতে হলে মধ্যবিত্তদের সাথে চলতে হবে । পৃথিবীর বেশির ভাগ সফলতা মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো থেকেই এসেছে । সমাজের আসল চিত্র বুঝতে হলে আপনাকে অবশ্যই মধ্যবিত্ত হতে হবে । মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষগুলোই সমাজে বেশি প্রতিষ্ঠিত । ‘ এমন আরও কত কত উপলব্ধি গরিব মধ্যবিত্তের জীবনকে ধন্য করেছে ।

অথচ গরিব – মধ্যবিত্তের বেঁচে থাকার লড়াইয়ে যাদের সবথেকে বেশি পাশে পাওয়া জরুরি , তারাই মুখ ঘুরিয়ে থাকে । তারাই গরিব – মধ্যবিত্তের বেঁচে থাকার লড়াইকে নানা অজুহাত তুলে কঠিন থেকে কঠিনতর করে তুলেছে । নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কথা ছেড়েই দিলাম । রোগ হলে যে ওষুধ খাবে সেই পরিস্থিতি পর্যন্ত নেই । সাধারণ রোগের ওষুধ থেকে জীবনদায়ী , সমস্ত ওষুধের মূল্য এখন আকাশছোঁয়া । কেন্দ্রীয় বা রাজ্য , কোনও সরকারেরই কোনও নিয়ন্ত্রণ নেই । নিত্যদিন ওষুধের মূল্য বেড়ে চলেছে । আজ একপাতা প্রেসারের ওষুধের মূল্য যদি পঞ্চাশ টাকা হয় । সাতদিন পর সেই একই ওষুধের মূল্য দেখা যাচ্ছে ষাট টাকা ।

প্রতিটি ক্ষেত্রেই এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে । সেই সাথে চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবাকে আজ যে জায়গায় নিয়ে পৌঁছানো হয়েছে , সেই জায়গায় গরিব – মধ্যবিত্তের পৌঁছানো প্রায় অসম্ভব । এককথায় স্বাস্থ্য ও শিক্ষা এই দুইটি মৌলিক বিষয় এখন শুধু অর্থবানদের জন্য । এখন টাকা দিয়ে কিনতে হয় শিক্ষা ও স্বাস্থ্যকে । যাদের টাকা আছে , তারাই স্বাস্থ্য ও শিক্ষার সুফল ভোগ করতে পারবে । স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ সুবিধা নিতে পারবে ।
এটা অস্বীকার করার উপর নেই , দেশের ‘ স্বাস্থ্য ’ ও ‘ শিক্ষা ’ দুটোই নিয়ন্ত্রণ করে কর্পোরেট ব্যবসায়ীরা । তারা যেভাবে চাইবে – তাদের ইচ্ছানুসারেই চলতে হয় সরকারকে

গোটা পৃথিবীর স্বাস্থ্য পরিষেবা এখন আন্তর্জাতিক ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলির নিয়ন্ত্রণে । তারা উঠতে বললে উঠতে হয় , বসতে বললে বসতে হয় । ফলে যে যত প্রতিশ্রুতিই দিক , তাদের টিকি বাঁধা অন্য জায়গায় । সেখান থেকে ইচ্ছে থাকলেও ছেড়ে আসার কোনও সুযোগ নেই । নতুবা একঘরে হয়ে থাকতে হবে । এতে যন্ত্রণা ও সমস্যা কমার চাইতে আরও কয়েকগুণ বাড়বে । ফলে গরিব , মধ্যবিত্তের জীবন এইভাবেই মরতে মরতে কাটবে । এর থেকে নিস্তার পাওয়া , আর হাতে চাঁদ পাওয়া একই।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

তিন ঘন্টা ধরে ৫০ ফুট উপরে উঠে আটকে রইল নাগরদোলা!

অনলাইন প্রতিনিধি :-কমপক্ষে ৩০ জন মানুষ৷ জমি থেকে ৫০ ফুট উপরে উঠে শূন্যে ভাসমান অবস্থায়…

16 hours ago

অমরপুর ও নূতনবাজারে একাধিক কর্মসূচি,কৃষকরা লাভের মুখ দেখছেন: রতন!!

অনলাইন প্রতিনিধি :-অর্থনীতিতে বিশ্বের মধ্যেচতুর্থ স্থানে ভারত। আগামীদিনে জার্মানিকে পেছনে ফেলে বিশ্ব অর্থনীতিতে তৃতীয় স্থানে…

17 hours ago

কপিলমুনি আশ্রমের সামনে প্রবল জলোচ্ছ্বাস!!

অনলাইন প্রতিনিধি :-গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম প্রাঙ্গণের সামনে প্রবল জলোচ্ছ্বাস। দৈত্যাকার ঢেউ আঁচড়ে পড়ছে উপকূলে। তীরবর্তী…

18 hours ago

স্টুডেন্ট ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল ট্রাম্প!!

অনলাইন প্রতিনিধি :-স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন ৷ মার্কিন…

18 hours ago

দ: কোরিয়ায় এশিয়ান জিমনাস্টিক্স, ভারতীয় দলে ত্রিপুরার শ্রীপর্ণা!!

অনলাইন প্রতিনিধি :-প্রত্যাশা মতোই দক্ষিণ কোরিয়াতে হতে চলা মহিলাদের ১৮তম এশিয়ান জুনিয়র আর্টিস্টিক জিমনাস্টিক্স চ্যাম্পিয়নশিপের…

18 hours ago

বর্ষপূর্তির রণসাজ!!

প্রধানমন্ত্রী হিসাবে টানা ১১ বছর ক্ষমতায় থাকার এক মাইলফলক পূর্ণ করলেন নরেন্দ্র মোদি।২০১৪ সালের ২৬…

18 hours ago