গরিব-মধ্যবিত্তের জীবন

এই খবর শেয়ার করুন (Share this news)

বাজারে চাল , ডাল তেল , ডিম থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রীর মূল্য শুধু বেড়েই চলেছে । তার সাথে যুক্ত হয়েছে পেট্রোপণ্যের মূল্য । পেট্রোল , ডিজেল , রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধিতে আমজনতার বেঁচে থাকার ইচ্ছেটাই যেন কেড়ে নিয়েছে । শুধু তাই নয় , রোগ হলে যে ওষুধ খাবে , সেই উপায় পর্যন্ত নেই । ফলে এই কঠিন পরিস্থিতিতে গরিব ও সীমিত আয়ের মানুষের কষ্ট বেড়েছে । শুধু বেড়েছে বললে ভুল হবে । গরিব ও সীমিত আয়ের মানুষের বেঁচে থাকাটাই যেন ‘ বিস্ময়কর ’ হয়ে উঠেছে । মূল্যবৃদ্ধির অশ্বমেধের ঘোড়া ছুটেই চলেছে । অথচ গরিব ও সীমিত আয়ের মানুষের আয় কিন্তু এক টাকাও বাড়েনি ।

ফলে গরিব , নিম্ন মধ্যবিত্ত , মধ্যবিত্ত অংশের মানুষদের এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিন কাটাতে হচ্ছে । নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে । তিলে তিলে নষ্ট হয়ে যাচ্ছে কত কত স্বপ্ন , কত কত জীবন । অনেকে বলেন , গরিব – মধ্যবিত্তদের কখনও স্বপ্ন দেখতে নেই । তারা স্বপ্ন দেখতে ভয় পায় । কারণ স্বপ্ন ভাঙার কষ্ট খুব বেদনাদায়ক । গরিব মধ্যবিত্তদের জীবনটা হলো ঘরপোড়া গরুর মতো । তারা সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় । তবে গরিব মধ্যবিত্তের একটা যাদুকরী গুণ রয়েছে , সেটা হলো নিজেদের কষ্টগুলো চেপে যাওয়ার অসীম ক্ষমতা । দেশের মোট জনসংখ্যার নব্বই ভাগ মানুষই হচ্ছে গরিব – মধ্যবিত্ত ।

অথচ যুগের পর যুগ , দশকের পর দশক , বছরের পর বছর , মাসের পর মাস ধরে সেই গরিব , মধ্যবিত্ত মানুষগুলোর দুঃখ , কষ্ট , যন্ত্রণাগুলো লাঘব হয়নি , আজও হয় না , ভবিষ্যতেও হবে না ।
কত কত গুণীজন নিজেদের উপলব্ধি থেকে বলে গেছেন , জীবনের বাস্তব চিত্র দেখতে হলে মধ্যবিত্তদের সাথে চলতে হবে । পৃথিবীর বেশির ভাগ সফলতা মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো থেকেই এসেছে । সমাজের আসল চিত্র বুঝতে হলে আপনাকে অবশ্যই মধ্যবিত্ত হতে হবে । মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষগুলোই সমাজে বেশি প্রতিষ্ঠিত । ‘ এমন আরও কত কত উপলব্ধি গরিব মধ্যবিত্তের জীবনকে ধন্য করেছে ।

অথচ গরিব – মধ্যবিত্তের বেঁচে থাকার লড়াইয়ে যাদের সবথেকে বেশি পাশে পাওয়া জরুরি , তারাই মুখ ঘুরিয়ে থাকে । তারাই গরিব – মধ্যবিত্তের বেঁচে থাকার লড়াইকে নানা অজুহাত তুলে কঠিন থেকে কঠিনতর করে তুলেছে । নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কথা ছেড়েই দিলাম । রোগ হলে যে ওষুধ খাবে সেই পরিস্থিতি পর্যন্ত নেই । সাধারণ রোগের ওষুধ থেকে জীবনদায়ী , সমস্ত ওষুধের মূল্য এখন আকাশছোঁয়া । কেন্দ্রীয় বা রাজ্য , কোনও সরকারেরই কোনও নিয়ন্ত্রণ নেই । নিত্যদিন ওষুধের মূল্য বেড়ে চলেছে । আজ একপাতা প্রেসারের ওষুধের মূল্য যদি পঞ্চাশ টাকা হয় । সাতদিন পর সেই একই ওষুধের মূল্য দেখা যাচ্ছে ষাট টাকা ।

প্রতিটি ক্ষেত্রেই এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে । সেই সাথে চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবাকে আজ যে জায়গায় নিয়ে পৌঁছানো হয়েছে , সেই জায়গায় গরিব – মধ্যবিত্তের পৌঁছানো প্রায় অসম্ভব । এককথায় স্বাস্থ্য ও শিক্ষা এই দুইটি মৌলিক বিষয় এখন শুধু অর্থবানদের জন্য । এখন টাকা দিয়ে কিনতে হয় শিক্ষা ও স্বাস্থ্যকে । যাদের টাকা আছে , তারাই স্বাস্থ্য ও শিক্ষার সুফল ভোগ করতে পারবে । স্বাস্থ্য ও শিক্ষার সুযোগ সুবিধা নিতে পারবে ।
এটা অস্বীকার করার উপর নেই , দেশের ‘ স্বাস্থ্য ’ ও ‘ শিক্ষা ’ দুটোই নিয়ন্ত্রণ করে কর্পোরেট ব্যবসায়ীরা । তারা যেভাবে চাইবে – তাদের ইচ্ছানুসারেই চলতে হয় সরকারকে

গোটা পৃথিবীর স্বাস্থ্য পরিষেবা এখন আন্তর্জাতিক ওষুধ প্রস্তুতকারী কোম্পানিগুলির নিয়ন্ত্রণে । তারা উঠতে বললে উঠতে হয় , বসতে বললে বসতে হয় । ফলে যে যত প্রতিশ্রুতিই দিক , তাদের টিকি বাঁধা অন্য জায়গায় । সেখান থেকে ইচ্ছে থাকলেও ছেড়ে আসার কোনও সুযোগ নেই । নতুবা একঘরে হয়ে থাকতে হবে । এতে যন্ত্রণা ও সমস্যা কমার চাইতে আরও কয়েকগুণ বাড়বে । ফলে গরিব , মধ্যবিত্তের জীবন এইভাবেই মরতে মরতে কাটবে । এর থেকে নিস্তার পাওয়া , আর হাতে চাঁদ পাওয়া একই।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

মহাশিবরাত্রিতে আমিষ খাবার কে কেন্দ্র করে দিল্লির বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ!!

অনলাইন প্রতিনিধি :-মহাশিবরাত্রির দিনে মেসে আমিষ খাবার পরিবেশন করাকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড দিল্লির দক্ষিণ…

2 hours ago

গুজরাটের টেক্সটাইল মার্কেটে ২৪ ঘন্টার মধ্যে দুবার আগুন,পুড়ে ছাই ৮০০ অধিক দোকান!!

অনলাইন প্রতিনিধি :-গুজরাটের সুরাট শহরের একটি চারতলা বিশিষ্ট টেক্সটাইল মার্কেটে বুধবার সকালে ২৪ ঘন্টারও কম…

2 hours ago

ট্রাম্প গ্রাসে ইউক্রেন!!

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব লইবার আগে এবং নির্বাচনে জয়ী হইবার পর বিশ্বজোড়া গুঞ্জন চলিতেছিল যুদ্ধের…

4 hours ago

অর্থনীতির পাশাপাশি শক্তিশালী হবে দেশের গণতান্ত্রিক ব্যবস্থাও।।

অনলাইন প্রতিনিধি :-রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত 'এক দেশ, এক নির্বাচন' শীর্ষক আলোচনা সভায়…

4 hours ago

জরুরি চিকিৎসা বিভাগে রোগী দুর্ভোগ চরমে!!

অনলাইন প্রতিনিধি:-রাজধানীর আইজিএম হাসপাতালের জরুরি (ইমার্জেন্সি) চিকিৎসা বিভাগেও রোগীর ভোগান্তির শেষ নেই।বুধবার সকালে সেই ভোগান্তি…

4 hours ago

করােনা পূর্ববর্তী ট্রেন চলাচল শুরুর উদ্যোগ চলছে রাজ্যে!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্যের যাত্রী ট্রেন চলাচল করোনা জীবাণু সংক্রমণের পূর্ববর্তী অবস্থা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া…

4 hours ago