গাঁজা পাচারে বিমান সংস্থা কর্মী সহ আটক ২
অনলাইন প্রতিনিধি :-বহি:রাজ্যে গাঁজা পাচারের পথে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে আটক ২। এর মধ্যে ১ জন ইন্ডিগো বিমান সংস্থায় কর্মরত।ঘটনার বিবরণ দিতে গিয়ে এসডিপিও পারমিতা পান্ডে জানান, রবিবার সন্ধ্যায় এয়ারপোর্ট থানায় একটি খবর আসে যে, সুধীর দেব্বর্মা নামে এক ব্যক্তি বহি:রাজ্যে গাঁজা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। সে অনুযায়ী তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যায় থানার ওসি অভিজিৎ মন্ডলের নেতৃত্বে এক পুলিশ বাহিনী।
সেখানে সুধীর দেব্বর্মাকে আটক করে তার ব্যাগে তল্লাশি চালানো হয়। এবং তার ব্যাগ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। যার বাজারমূল্য প্রায় ২-৩ লক্ষ টাকা হবে বলে জানানো হয়েছে। এই গাঁজা পাচারে পচারকারীদের সাহায্য করছেন ইন্ডিগো বিমান সংস্থার এক কর্মী নেলসন জমাতিয়া।পরবর্তী সময়ে অভিযুক্ত দু’জনকেই আটক করে নিয়ে আসা হয় এয়ারপোর্ট থানায় এবং তাদের বিরুদ্ধে এনডিপিএস এর একটি মামলা হাতে নেওয়া হয়। সোমবার দুই অভিযুক্তকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান এসডিপিও পারমিতা পান্ডে।