অনলাইন প্রতিনিধি :-দিঘায় জগন্নাথদেবের মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে।সেই ছবি টিভিতে দেখে উৎসাহিত হয়ে গাছের পাতায় জগন্নাথদেবের অপূর্ব মূর্তি এঁকে চমকে দিলেন চিত্রশিল্পী সৌমিতা সরকার। অশ্বত্থ পাতার জালিকায় এই ছবি এঁকেছেন ২৭ বছরের যুবতী। বহু বছর ধরে নানা মাধ্যমে ছবি আঁকলেও গাছের পাতায় জগন্নাথদেবের ছবি আঁকা সম্ভবত প্রথম। বিষয়টি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের নজরেও এসেছে।
পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির বরাকরের বাসিন্দা সৌমিতা। বহুবছর ধরেই ছবি এঁকে চলেছেন তিনি।পড়াশুনোয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর সরকারি চাকরির চেষ্টার পাশাপাশি এই ছবি আঁকা চালিয়ে যাচ্ছেন তিনি। দিঘাতে জগন্নাথদেবের মন্দিরের দ্বারোদঘাটন এবং জগন্নাথদেবের মূর্তি প্রতিষ্ঠার ছবি টিভিতে দেখেছিলেন তিনি। আর সেটাই তার মনে গভীরভাবে দাগ কেটে যায়। আর তখনই তিনি ভাবেন যদি নতুন কিছু করা যায়।অনেকদিনের ইচ্ছে ছিল ‘লিফ আর্ট’ তৈরি করার।নিজের জীবনের প্রথম লিফ আর্ট তিনি জগন্নাথদেবের ছবি এঁকেই তৈরি করেছেন বলে জানালেন।লিফ আর্ট নিয়ে সৌমিতা বললেন, ‘এর আগে আমরা বহুবার দিঘা গিয়েছি। কিন্তু এখন দিঘা গেলে অন্যরকম একটা অনুভূতি হবে। এত সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে। আর তাই আমার মনে হয়েছে আমারও কিছু এর জন্য করা উচিত। সেই কারণে যে মাধ্যমে আমি কখনও ছবি আঁকিনি সেই মাধ্যমেই জগন্নাথদেবের ছবি এঁকেছি।’
‘লিফ আর্ট’ প্রসঙ্গে শিল্পী বললেন, ১৫ দিন আগে থেকে জলের মধ্যে তিনি ভিজিয়ে রেখেছিলেন অশ্বত্থ পাতাকে। সেই পাতা যখন আস্তে আস্তে ভেঙে যেতে শুরু করে, তখন ব্রাশ বা অন্য কিছুর সাহায্যে পাতার উপরের অংশ ছাড়িয়ে শুধুমাত্র পাতার জালিকাকে রাখা হয়েছিল।তার উপরেই ছবিটি এঁকেছেন তিনি।
আসানসোলের বিশিষ্ট চিত্রশিল্পী শুভজিৎ গড়াইয়ের ছাত্রী সৌমিতা।
ছাত্রীর এই ছবি আঁকায় খুব খুশি হয়েছেন শুভজিৎ। তিনি বলেন, ‘বহু বছর ধরেই সৌমিতা আমার কাছে ছবি আঁকা শিখছে। সে বিভিন্ন মাধ্যমে এর আগে কাজ করেছে। তবে গাছের পাতার উপর ছবি আঁকা সৌমিতার প্রথম কাজ।গাছের পাতার উপর সৌমিতা অসাধারণ জগন্নাথদেবের ছবি এঁকেছে।
অনলাইন প্রতিনিধি :-ভয়াবহ দুর্ঘটনার কবলে ইন্ডিয়ান আইডল জয়ী সিজন ১২ এর পবনদীপ রাজন ৷ উত্তর…
অনলাইন প্রতিনিধি :-আগামী ১৮ মে দু'দিনের জন্য কেরল সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ সেই…
অনলাইন প্রতিনিধি :-উজ্জ্বয়ন মহাকালেশ্বর মন্দিরে বিভীষিকাময় আগুন। মন্দিরের উপর থেকে গলগল করে নির্গত হচ্ছে কালো…
অনলাইন প্রতিনিধি :-জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওরফে চিন্ময় প্রভুকে নতুন করে আবার হত্যা…
অনলাইন প্রতিনিধি :-যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্য থেকে প্রায় ৬৩ বছর আগে নিখোঁজ হয়েছিলেন অড্রে ব্যাকেবার্গ নামে…
অনলাইন প্রতিনিধি:-ত্রিপুরার গৃহস্থালি বিদ্যুৎ গ্রাহকদের জন্য এক নতুন যুগের সূচনা হয়েছে।একদিকে যেমন বিদ্যুৎ বিল হচ্ছে…