গাছ ভেঙে গুরতর আহত মধুপুর থানার ওসি বুদ্ধ দেববর্মা এবং কনস্টেবল শাহজাহান মজুমদার
থানা থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় গাছ ভেঙে গুরতর আহত মধুপুর থানার ওসি বুদ্ধ দেববর্মা এবং কনস্টেবল শাহজাহান মজুমদার। ঘটনা মঙ্গলবার রাত সারে আটটা নাগাদ টি এস আর ১ম ব্যাটেলিয়ন ক্যাম্পের কাছে।গুরুতর আহত অবস্থায় তাদেরকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর দুজনকে জিবি হাসপাতালে রেফার করা হয়।