ফিলিস্তিনি জঙ্গিরা জিহাদিদের পক্ষ নিয়ে ইরান সহ বিভিন্ন আরব রাষ্ট্র ইজরায়েলকে যতই হুমকি দিক, নিজেকে রক্ষার্থে ইজরায়েল প্রত্যাঘাতের পথেই যাবে।যেমন আজ ভোরের আলো ফোটার আগেই গাজা ভূখণ্ডে বিমান হানায় তিন প্যালেস্তিনিয়ান ইসলামিক জিহাদ কমান্ডার সহ তেরোজন নিহত হয়েছে বিমান হানায়। কমান্ডাররা হলেন খালিল বাহিতিনি (কুদস ব্রিগেড, উত্তর
গাজা ভূখণ্ড)।তারেক এজ্জালদিন (মুখপাত্র) পশ্চিমতীর ও গাজা ভূখণ্ড এবং জিহাদ ঘানেম (পিএলজে’র সামরিক পরিষদের সচিব)। ইজরায়েল এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন শিল্ড অ্যান্ড অ্যারো’।ইজরায়েলের যুদ্ধমন্ত্রী য়োআভ গ্যালান্ট বলেছেন, ‘বিশেষ পরিস্থিতি শীর্ষে’ এখন। গাজা ভূখণ্ডের চারদিকে জাতীয় সড়ক বন্ধ ৷আশকেলন শহরের দক্ষিণে রেল স্তব্ধ।হোমফ্রন্ট কমান্ড বিশেষ নির্দেশনা দিয়েছে স্থানীয় জনসাধারণকে।শেষ রাতের এই বিমান হানায় আহতের সংখ্যা ২০।গাজা সিটি, রাফাহ, খান ইউনুস এলাকায় বোমা ফেলেছে ইজরায়েলি বিমান।খলিল বাহিতিনি ছিলেন প্যালেস্তিনিয়ান ইসলামিক জিহাদের মোস্ট সিনিয়র অপারেশনাল কমান্ডার।গত মাসে অধিকৃত এলাকায় রকেট হামলার মূল মস্তিষ্ক ছিলেন বাহিথিনি।পুনরায় রকেট হামলার অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন।এজালদিন ওই জিহাদি সংগঠনের পশ্চিম তীরে যোগাযোগ সহ তহবিল থেকে অর্থ প্রেরণ ইত্যাদি কাজের মুখ্য দায়িত্বে ছিলেন।ঘানেম হামাস সংগঠনের সাথে পিআইজে সংগঠনের যোগাযোগ, অস্ত্র আদান প্রদান ইত্যদির মুখ্য কার্যনির্বাহী ছিলেন।এছাড়া ইজরায়েলি বিমান হানায় ছয়টি জিহাদি ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…