গিনেসে নাম তুলল দেশের জাতীয় সঙ্গীত!!

 গিনেসে নাম তুলল দেশের জাতীয় সঙ্গীত!!
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-সবমিলিয়ে আশি
হাজার ছাত্রছাত্রীর কণ্ঠে শোনা গেল ‘জনগণমন’। বিশ্বের অন্য কোথাও সমবেত এত সংখ্যক কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়নি।আর সেজন্যই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এই বিরলতম ঘটনা সাক্ষী স্বরূপ লিপিবদ্ধ হল। কলিঙ্গ ইনস্টিটিউট অফ টেকনোলজি বা কেআইআইটি তত্ত্বাবধানে তাদের সমাজবিজ্ঞান বিভাগে বর্তমান এবং প্রাক্তন মিলিয়ে মোট আশি হাজার পড়ুয়া লন্ডনে অ্যাবে রোড স্টুডিওতে দেশের জাতীয় সঙ্গীত গাইলেন। সমগ্র অনুষ্ঠানটি যার মস্তিষ্কপ্রসূত তিনি হলেন কিটের প্রতিষ্ঠাতা সম্পাদক অচ্যুত সামন্ত।সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন গ্র্যামি পুরস্কারে সম্মানিত মিকি কেজ।তিনি শুধু একা নন, সঙ্গীত জগতের দিকপালরাও এই বিরল মুহূর্তের কারিগর ছিলেন। তাদের মধ্যে অন্যতম পদ্মবিভূষণ সম্মানিত পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া এবং গ্র্যামিতে সম্মানিত রাকেশ চৌরাসিয়া,বাঁশিতে। সন্তুরে ছিলেন রাহুল শর্মা, সরোদে আমন এবং আয়ানের সঙ্গে ছিলেন শ্রী সম্মানে সম্মানিত শেখ মেহবুব শুভানি এবং কালেশ সাব্বি মেহবুবা।শুধু গিনেসে নয়, রাষ্ট্রসংঘ এবং ইউনেসকোর আন্তর্জাতিক সাক্ষর সম্মানেও সম্মানিত হয়েছে সেই মুহূর্ত।৭৮ তম স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন অর্থাৎ ১৪ আগস্ট, ২০২৪ সালে বিকেল পাঁচটায় আন্তর্জাতিকভাবে প্রকাশিত হবে সেই বিরল মুহূর্তের ভিডিও।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.