নয়ডার ছাত্রী নিবাসে ভয়াবহ আগুন, প্রান রক্ষায় ঝাপ একের পর এক ছাত্রীর!!
গিলেন-বারি সিনড্রোমে থাবায় আক্রান্ত ১০১, মৃত্যু মহারাষ্ট্রে!!

অনলাইন প্রতিনিধি :-গিলেন-বারি সিনড্রোম স্নায়ুর এক বিরল রোগ,গিলেন-বারি সিনড্রোম কপালে চিন্তার ভাজ তৈরি করছে। এই রোগে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে এক জনের মৃত্যু হয়েছে। পুণেতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০১ জন, যাঁদের মধ্যে অন্তত ৬০ জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। তাঁদের ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছে। মহারাষ্ট্র স্বাস্থ্য দফতর সূত্রে খবর আক্রান্তদের বয়স ৯ বছরের কম শিশুও আক্রান্ত। চিকিৎসকেরা অনুমান করছে ভাইরাস থেকেই হচ্ছে এই রোগ।