গুগলের চাকরি ছেড়ে অধিক আয় কৃষ্ণাঙ্গ তরুণীর

এই খবর শেয়ার করুন (Share this news)

গুগলের মতো বিশ্বখ্যাত কোম্পানিতে দিব্যি চাকরি করছিলেন । ভারতীয় মুদ্রায় কয়েক লক্ষ টাকা বেতন পাচ্ছিলেন প্রতি মাসে । এছাড়া আনুষঙ্গিক ভাতা ও সুযোগ – সুবিধা তো ছিলই । একদিন দিলেন সেই মহার্ঘ চাকরি ছেড়ে । গুগলের চাকরি ছেড়ে সেই কৃষ্ণাঙ্গ তরুণী আজ যা করেন , তাতে চাকরির চেয়ে বেশি আয় হচ্ছে তার । এমন দুঃসাহসী কন্যার নাম বামি কুটেই । বয়স আঠাশ । স্কুল জীবন থেকেই পড়াশোনার মেধাবী ছিলেন । ব্রিটিনের নামী বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়্যারে ইঞ্জিনিয়ারিং পাশ করে জীবনের প্রথম চাকরি পান গুগলে । কানাডার টরেন্টো অফিসে তার কর্মজীবন শুরু হয় । হাসিখুশি মেয়েটা অফিসের সবাইকে আপন করে নিতে চেয়েছিলেন । হয়তো তার নিয়নিতে লেখা ছিল অন্য কিছু । গুগলের টরেন্টো অফিসে চাকরি করতে করতেই এক কৃষ্ণাঙ্গ সহকর্মীর সঙ্গে বামির বন্ধুত্ব হয় ।

বামি ও তার ওই বন্ধুটি ছাড়া অফিসে তার টিমে আর কোনও কৃষ্ণাঙ্গ কর্মী ছিলেন না । কিছুদিনের মধ্যে অফিসের পরিবেশ বামির কাছে অসহ্য হয়ে ওঠে । নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সম্প্রতি সে কথা লিখেছেন বামি । লিখেছেন , ‘ অফিসের মধ্যে শুধু আমরা দুজন কৃষ্ণাঙ্গ ছিলাম । আমরা সহকর্মীদের আপন করে নিতে চাইলেও বাকিরা আমাদের সঙ্গে সে ভাবে মেলামেশা করত না । আবার ওই কৃষ্ণাঙ্গ বন্ধু ও আমার ভিন্ন রস্টারে ডিউটি পড়ত । ও ব্যাপারটা মানিয়ে নিতে পারলেও আমি পারছিলাম না । অফিসে এসেই বড় নিঃসঙ্গ রোধ করতাম । তখন থেকেই বিকল্প কিছু একটা করার কথা ভাবতে থাকি । এমন কোনও কাজ করতে চাইছিলাম যা অনেক মানুষকে সঙ্গে নিয়ে করা যায় । বহু বছর ধরে ফিটনেসের প্রতি আমার আকর্ষণ ছিল । আদতে আমি ফিটনেসপ্রেমী একজন মহিলা । ফিটনেসের সুবাদে অন্য ধরনের কিছু নাচের স্টেপও ‘ জানতাম । একদিন গুগলের টরেন্টো পোশ অফিসের প্রাঙ্গণে লোকলজ্জার মাথা খেয়ে আমি একাই নাচের স্টেপের সঙ্গে ওয়ার্কআউট শুরু করি ।

দেখি , ধীরে ধীরে আমার চারপাশে অনেকে জড় হচ্ছেন । যাদের কাউকে আমি চিনি , অধিকাংশকেই চিনি না । বললে অবিশ্বাস্য মনে হবে , কিছুক্ষণের মধ্যে বিষয়টা এমন হয়ে উঠল যেন খোলা মঞ্চে কোনও শো হোস্ট করছি আমি , বাকিরা আমাকে সঙ্গ দিচ্ছে । বুঝলাম , আমার নাচের ভিন্নধর্মী স্টেপ ওদের মনে ধরেছে । আমি ঠিক এটাই চাইছিলাম । যে কোনও প্রকারে বাকিদের সঙ্গে মিশে যেতে চাইছিলাম । তখনও ঘুণাক্ষরে বুঝিনি , এই নাচ আমাকে গুগলের মতো বেতনের চাকরি ছাড়িয়ে ছাড়বে । বামি কুটেই যে নাচের স্টেপের প্রচলন শুরু করেছিলেন , তার পোশাকি নাম ‘ বাম বাম বুগি ’ এবং ‘ টোয়ার্ক ‘ । কিছুদিনের মধ্যে গুগলের তরুণ প্রজন্মের কর্মীদের মধ্যে বামির নাচের চাহিদা তুঙ্গে ওঠে । গুগলের একটি অনুষ্ঠানে ওই নাচের জন্য আমন্ত্রিত হন বামি । সংস্থার কর্মী থেকে রাতারাতি তারকা বনে যান তিনি । তার নাচের ভিডিয়ো নেট – মাধ্যমে ভাইরাল হতে শুরু করে । টরেন্টোর গুগল অফিসের গণ্ডি ডিঙিয়ে বামির স্বদেশ ব্রিটেনেও তার নিত্য নতুন ভিডিয়ো দেখার জন্য তরুণ প্রজন্ম উন্মুখ হয়ে ওঠে ।

সম্প্রতি ব্রিটেনের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বামি বলেন , একই সঙ্গে চাকরি আর নাচের ধকল নিতে পারছিলাম না । ওদিকে নাচের ডিভিয়ো থেকে আমার রোজগার শুরু হয় । বিদেশ থেকেও শুরু হয় । বিদেশ থেকেএ নাচের শো করার অফার আসতে থাকে । উপার্জনও বাড়তে থাকে ।একদিন সিদ্ধান্ত নিলাম , দুই নৌকায় পা দিয়ে চলা যায় না । আমাকে যে কোনও একটা দিক বেছে নিতে হবে । গুগলের চাকরিটাই ছেড়ে দিলাম । ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে ছাড়তে চাননি । কিন্তু নিজের সিদ্ধান্তে আমি অনড় ছিলাম । বামি আজ একাধারে ফিটনেস প্রশিক্ষক । নাইকির মতো বিখ্যাত স্পাাের্টস ব্র্যান্ডের অন্যতম মুখ তিনি । স্টেজ শোয়ের পাশাপাশি ভার্চুয়াল নাচের ক্লাস করিয়েও উপার্জন করছেন তিনি । করোনা সংক্রমণের কারণে তার উপার্জনে সাময়িক কিছু বিরতি এসেছিল ঠিকই , তবে আবার স্বমহিলায় চলে এসেছেন বামি কুটেই । ভারতীয় মুদ্রায় এখন বছরে তার রোজগার প্রায় এক কোটি টাকা । গুগলে চাকরি করলেও এত টাকা তিনি রোজগার করতে পারতেন না বলে দাবি করেন বামি ।

Dainik Digital

Recent Posts

হৃদরোগে হঠাৎ মৃত্যু: কার্ডিয়াক অ্যারেস্টের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও চিকিৎসা!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমান যুগে হৃদরোগ জনিত সমস্যা ক্রমশ বেড়ে চলেছে।এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ও জীবনঘাতী…

22 hours ago

প্রশ্নের মুখে বৈধ সীমান্ত বাণিজ্য, আমদানির তুলনায় রপ্তানি নামমাত্র, পরিস্থিতি চিন্তাজনক!!

অনলাইন প্রতিনিধি :-বর্তমানে রাজ্যেনয়টি ল্যান্ড কাস্টম স্টেশন রয়েছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নয়টি ল্যান্ড কাস্টম স্টেশনকে…

22 hours ago

আঠাশের বিধানসভা নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার বার্তা প্রদ্যোতের!!

অনলাইন প্রতিনিধি :-২০২৮ সালে বিধানসভা নির্বাচনেও আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থাকতে পারলেই, আমাদের…

22 hours ago

হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!

অনলাইন প্রতিনিধি:-তপন স্মৃতি নকআউট ক্রিকেটের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে হার্ভেকে নকআউট করে তপনের সেমিতে সংহতি!!খেলার…

23 hours ago

সতর্কতাই বাঞ্ছনীয়!!

নজিরবিহীন গরমের মুখোমুখি রাজ্য। মার্চ মাসের শেষ দিকে গরমের এই প্রকোপ এককথায় নজিরবিহীন।এজন্য আবহাওয়া দপ্তরকে…

23 hours ago

খুশির ঈদ উদযাপন

অনলাইন প্রতিনিধি :-"ঈদুল ফিতর" যার অর্থ হলউপবাস ভাঙার আনন্দ। মুসলমানদের সবচেয়ে বড় দুটো ধর্মীয় উৎসবের…

2 days ago