Categories: বিদেশ

গুগল সার্চের ইতিহাসে বিরাটকে টপকে গেলেন রোনাল্ডো!!

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-গুগল সার্চের পঁচিশ বছরের ইতিহাসে ক্রিকেটপ্রেমীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে থাকা বিরাট কোহলিকে শেষ পর্যন্ত টপকে গেলেন ফুটবল দুনিয়ার মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে আলাদা করে ক্রিকেটের অন্দরমহলে খোঁজ নিলে গুগল সার্চের পঁচিশ বছরের ইতিহাস বলছে জনপ্রিয়তায় সেরা বিরাট কোহলি। তবে গুগল সার্চে জনপ্রিয়তার দৌড়ে বিরাটের গায়ে গায়েই রয়েছেন ভারত তথা বিশ্ব ক্রিকেটের দুই প্রাক্তন মহাতারকা শচিন তেন্ডুলকর এবং মহেন্দ্ৰ সিং ধোনি। চটজলদি কিছু জানতে হলেই যে গুগল সার্চ বিনা শিক্ষিত মানুষ এখন কার্যত অন্ধ। হীরা থেকে জিরা। খোঁজ করতে হলেই গুগল নিি বিনা গতি নেই। এ দুনিয়ায় এমন বস্তু বিরল গুগলে যে বিষয়ে খোঁজ চালিয়ে কিছু পাওয়া যায় না। গত ২৫ বছর ধরে গুগলে কী কী সবচেয়ে বেশি খুঁজেছে মানুষ, সম্প্রতি তার একটি রিপোর্ট সামনে এসেছে। সেখানে কী কী বিষয়, কোন কোন তারকার নাম ইত্যাদি গুগলে বেশি খোঁজা হয়েছে তার খতিয়ান তুলে ধরা হয়েছে। গুগল জানাচ্ছে, সবচেয়ে বেশি খোঁজ হয়েছে যে ক্রিকেটারের তিনি হলেন বিরাট কোহলি। তবে সার্বিক ভাবে ক্রীড়াবিদদের খোঁজের নিরিখে যার কাছে বিরাট হেরে গেছেন, ঘটনাচক্রে তিনি বিরাটের ‘প্রিয় তারকা’। পর্তুগিজ ফুটবল তারকা রোনাল্ডো।
এই তালিকায় রোনাল্ডো তার চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকেও ছাপিয়ে গেছেন। মজার ব্যাপার হল, বিরাট রোনাল্ডোর বড় ভক্ত। অনেক নাম। সাক্ষাৎকারেই নিজের পছন্দের কথা অকপটে স্বীকার করেছেন কোহলি। রোনাল্ডো ছাড়াও মেসিকে ভাল লাগে তার। তবে সবসময় তিনি এগিয়ে রাখেন পর্তুগিজ তারকাকে। বিরাট কোহলি সম্পর্কে নতুন করে পরিচয়ের প্রয়োজন নেই। সুনীল গাভাস্কার, শচিন তেন্ডুলকর পরবর্তী সময়ে ক্রিকেট দুনিয়ায় তিনি মুকুটহীন সম্রাট। ক্রিকেট দুনিয়ার পাশাপাশি অন্যান্য নানা ক্ষেত্রেই বিরাটের জনপ্রিয়তা আকাশছোঁয়া। এ কথা বলেছে খোদ গুগল সার্চ। গত ২৫ বছরের ইতিহাসে ক্রিকেট দুনিয়ায়
সবথেকে বেশি খোঁজা হয়েছে কোহলির নাম। ক্রিকেটে পা রাখার পর থেকেই কোহলিকে নিয়ে কৌতূহল বেড়েছে মানুষের মধ্যে। বিয়ের আগে তার প্রেমিকা কে ছিলেন, বিরাটের আয় কত, কোন কোন ব্র্যান্ডের সঙ্গে যুক্ত আছেন তিনি, কী কী রেকর্ড রয়েছে তার নামের পাশে। কোহলি সম্পর্কে ক্রীড়াপ্রেমীদের কৌতূহলের শেষ নেই। বিরাট ছাড়াও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বেশি খোঁজা হয়েছে শুভমন গিলের নাম। ভারতীয় ক্রিকেটে শুরু থেকেই জনপ্রিয় শুভমন। কোহলির উত্তরসূরি হিসেবেও অনেকে তাকে। এগিয়ে রাখছেন।

Dainik Digital

Share
Published by
Dainik Digital

Recent Posts

অমৃতসর বিমানবন্দরের কাছে ড্রোন হামলা!!

অনলাইন প্রতিনিধি :-বৃহস্পতিবারের পুনরাবৃত্তি। সন্ধ্যা আটটার পর থেকেই শুরু হয় একই কায়দায় ড্রোন মিসাইল হামলা…

8 hours ago

পাকিস্তানের গোলাতে শহিদ ভারতীয় জওয়ান মুরলী!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের গোলাবর্ষণে মৃত্য হলো ভারতীয় বিএসএফ জওয়ান মুরলী নায়েকের। অন্ধ্রপ্রদেশের সত্যসাই জেলার বাসিন্দা…

8 hours ago

যুদ্ধ আবহে এটিএম বন্ধের খবর সম্পূর্ণ ভূয়ো!!

অনলাইন প্রতিনিধি :-ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ আবহে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একাধিক পোস্টে দাবি করা হয়েছে পাকিস্তান ভারতে…

17 hours ago

যুদ্ধের গন্ধ বাতাসে!!

পহেলগাঁও হামলার প্রত্যাঘাত এতটা জোরালো এবং ভয়াবহ হতে পয়ল পারে সেটা নিশ্চয়ই পাকিস্তানের ভাবনার মধ্যেই…

18 hours ago

দিল্লীতে কৃষি উন্নয়নে জাতীয় সম্মেলন, কেন্দ্রের কাছে রাজ্যের জোরালো দাবি উত্থাপন করলেন কৃষিমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-'বিজ্ঞান ও কৃষিরমেলবন্ধনই আগামী দিনের কৃষি উন্নয়নের চাবিকাঠি। কৃষকদের স্বনির্ভর করতে হলে এই…

18 hours ago

পাঠানকোটে অপর একটি পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করল ভারত!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের আরও একটি যুদ্ধবিমানকে নামালো ভারত। একদিনেই ৫টি যুদ্ধবিমানক্র গুলি করে নামাল ভারত।…

1 day ago