জিবি হাসপাতালে ক্যান্টিন ভাড়ার ১ কোটি টাকা কোষাগারে জমা পড়েনি!!
গুজরাটে বুলেট ট্রেন প্রজেক্টে বড়সড় দুর্ঘটনা!

অনলাইন প্রতিনিধি :-কাজ চলছিল বুলেট ট্রেন প্রজেক্টের নির্মাণের। সেই সময় বড়সড় দুর্ঘটনা। গুজরাতের ভাটভা রেল স্টেশনের কাছে বুলেট ট্রেনের কাজ চলাকালীন একটি ভারী ক্রেন ভেঙে পড়ে, যার ফলে দু’জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার ফলে পাশের রেলওয়ে লাইনও প্রভাবিত হয়েছে, যার ফলে আহমেদাবাদ-ভাটভার মধ্যে ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। ঘটনার সূত্রপাত হয় রবিবার রাত ১১ টা নাগাদ। সেই সময় আহমেদাবাদের ভাটভায় বুলেট ট্রেনের নির্মাণ প্রকল্পে কাজ করছিলেন শ্রমিকেরা। কাজ চলাকালীন কংক্রিটের গার্ডার চালু করার পর একটি ধাতুর পাত পিছনে টেনে আনা হচ্ছিল, ঠিক তখনই ভারসাম্য হারিয়ে সেটি নীচে পড়ে যায়। যার জেরে ক্ষতিগ্রস্ত হয় রেললাইন। ফলে ভাটভা-আহমেদাবাদ ডাউন-লাইনে ব্যাহত হয় ট্রেন চলাচল।