গুজরাট বিজেপিরই। এটা যদি উচ্ছ্বাস আর আনন্দের কারণ হয়, তাহলে উদ্বেগ বার্তাও রয়ে যাচ্ছে। বস্তুত সোমবারের এগ্জিট পোল যেন বিজেপির টেনশন বাড়িয়ে দিল।একইভাবে চিন্তায় কংগ্রেসও। দিল্লী পুরসভা, গুজরাট ও হিমাচল প্রদেশের বিধানসভা ভোটের এগ্জিট পোলের ফলাফলে দেখা যাচ্ছে তিন প্রধান রাজনৈতিক দলের কাছে মিশ্র অনুভূতি নিয়ে এসেছে।যদিও সবথেকে চমকপ্রদ সাফল্য অরবিন্দ কেজরিওয়ালেরই। এগজিট পোলের ফল অনুযায়ী গুজরাটে সপ্তমবারের জন্য অনায়াসে জয় নিয়ে আসছে বিজেপি। অর্থাৎ যদি ৮ ডিসেম্বর প্রকৃত ফল প্রকাশের দিন এই এগজিট পোলের ফলাফলই সত্য হিসেবে দেখা যায়, তাহলে গুজরাটে নরেন্দ্র মোদির রথ অপ্রতিহত। আরও পাঁচ বছরের জন্য বিজেপিকে সরকারে বসাচ্ছে গুজরাট। অর্থাৎ নরেন্দ্র মোদি যতদিন প্রধানমন্ত্রী থাকবেন আগামীদিনে, প্রায় ততদিন তার হাত থেকে আর গুজরাট কেউ কেড়ে নিতে পারবে বলে মনে হয় না। তবে ঠিক এখানেই আসছে একটি অন্য বার্তা।গুজরাটের এগ্জিট পোল থেকে স্পষ্ট দ্রুত উঠে আসছে আম আদমি পার্টি। এই প্রথমবার গুজরাট নির্বাচনে আপ লড়াই করছে। আর প্রথমবারই বিভিন্ন এগজিট পোল সংস্থার রিপোর্টে দেখা যাচ্ছে আম আদমি পার্টি ৬ থেকে শুরু করে ২১ টা পর্যন্ত আসনও পেতে পারে। যা যথেষ্ট সাফল্য।কয়েকটি বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে আম আদমি পার্টি এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট শতাংশের মধ্যে খুব বেশি
ফারাকও থাকবে না। অর্থাৎ গুজরাটে আম আদমি পার্টি আগামীদিনে বিজেপির প্রধান প্রতিপক্ষ হিসেবে ক্ষম আত্মপ্রকাশ করতে চলেছে। কংগ্রেসের দুর্বলতা আরও প্রকট হয়েছে এগজিট পোল অনুযায়ী। অন্যদিকে, গুজরাট যদি বিজেপির জন্য সুখবর নিয়ে আসে,তাহলে দিল্লী এনেছে চরম ধাক্কা। এগ্জিট পোল অনুযায়ী দিল্লীর পুরসভার ভোটে বিজেপি পরাস্ত হচ্ছে।পুরসভায় বিজেপি ২০০৭ সাল থেকে ইসেবে ক্ষমতাসীন। এবার সেই পুরসভা থেকে গ্রেসের বিদায় আসন্ন। আবার হিমাচল প্রদেশের জয় নিয়ে বিজেপি ছিল সম্পূর্ণ সুনিশ্চিত। অথচ এগ্জিট পোল বলছে হিমাচল প্রদেশে কংগ্রেসেরও জয়ের সম্ভাবনা রয়েছে। বিজেপি এবং কংগ্রেসের সম্ভাবনা একপ্রকার সমান সমান।এগ্জিট পোলের প্রবণতা থেকে স্পষ্ট যে টক্কর হয়েছে সেয়ানে সেয়ানে। হিমাচল প্রদেশেও যদি বিজেপি সরকারের পতন ঘটে তাহলে সেটার অভিঘাত হবে বিপুল। আগামী বছর একঝাঁক রাজ্যে বিধানসভা ভোট। দেড় বছরের মধ্যেই লোকসভা ভোট। সুতরাং এভাবে একের পর এক রাজ্যে বিজেপিকে প্রত্যাখ্যান করা হলে সেই বার্তা অত্যন্ত বিপজ্জনক নরেন্দ্র মোদির কাছে। অতএব এখন আগ্রহ তুঙ্গে আট ডিসেম্বর কী ফলাফল হয়!দিল্লী পুরসভার মোট ২৫০ আসনের মধ্যে ৷এগ্জিট পোলগুলির আভাস অনুযায়ী দেড়শোর বেশি আসনে আম আদমি পার্টি জয়ী হবে। হিমাচলপ্রদেশের ৬৮ আসনের মধ্যে কংগ্রেস এবং বিজেপি উভয় পক্ষই ৩২ থেকে ৪০ আসনের জরাট মধ্যে পাওয়ার সম্ভাবনা। অর্থাৎ যেকেউ সরকার গড়তে পারে। গুজরাট নিয়ে কোনও দ্বিধা নেই। ১৮২ আসনের মধ্যে অন্তত ১৩০ থেকে ১৫১ পর্যন্ত আসন যেতে পারে বিজেপির ঝুলিতে।
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশ থেকে কাঞ্চনপুর মহকুমার ভারত- বাংলাদেশ সীমান্ত দিয়ে মিজোরামে যাওয়ার পথে মামিত জেলার…
অনলাইন প্রতিনিধি :- নিরাপত্তার কাজে নয়, টিএসআর জওয়ানদের খাটানো হচ্ছে আর্দালি হিসাবে। পুলিশ আধিকারিকদের ও…
অনলাইন প্রতিনিধি :- ইন্ডিগো আগরতলা- দিল্লী রুটের উভয় দিকে যাতায়াতে আরও একটি বিমান চালু করছে।…
দিল্লীর বিধানসভা ভোট নিয়ে সরগরম দিল্লী। দিল্লীতে এবার এক আঙ্গিকে বিধানসভা ভোট হচ্ছে। গত পরিস্থিতির…
অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরায় উৎপাদিত" অর্গানিক বার্ড আই চিলি " স্হানীয় ভাষায় যাকে বলা হয় ধানি…
২২জানুয়ারী,২০২৪।এক বছরের ব্যবুধানে ২০২৫ সালের ১৩ জানুয়ারি।গত বছরের মেগা ইভেন্টের আসর বসেছিল অযোধ্যায়। এবার মেগা…