ফের মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত হলেন এক ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহিলা।
আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের ডেপুটি আন্ডার সেক্রেটারি পদে বসতে চলেছেন রাধা আয়েঙ্গার প্লাম্ব। বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রক প্রধানের অফিসে কর্মরত তিনি। গত কিছুদিন ধরেই ভারতীয় বংশোদ্ভূতদের গুরত্বপূর্ণ পদে বসাচ্ছে আমেরিকার সরকার বুধবার মার্কিন প্রশাসনের তরফে রাধাকে এই পদে নিয়োগের ঘোষণা করা হয়। নিরাপত্তা বিশারদ হিসাবে বহুদিন ধরেই কাজ করছেন রাধা।
ফেসবুকের গ্লোবাল হেড হিসাবে আন্তর্জাতিক সুরক্ষা নীতি বিষয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন তিনি। সেই সঙ্গে নিরাপত্তার পরিপন্থী বিষয় নিয়েও সক্রিয় ছিলেন তিনি। আমেরিকার প্রতিরক্ষা বিভাগে উন্নতির পরামর্শদাতা হিসাবেও কাজ করেছেন।
প্রতিরক্ষা বিভাগের নানা উচ্চপদেও বহাল ছিলেন তিনি।
সেই সঙ্গে ডিপার্টমেন্ট অফ এনার্জি, হোয়াইট হাউসের নিরাপত্তা কাউন্সিলের সদস্য ছিলেন রাধা। এবার পেন্টাগনের অন্যতম শীর্ষ পদে বসতে চলেছেন তিনি। অর্থনীতির ছাত্রী ছিলেন রাধা। কেরিয়ারের শুরু করেছিলেন শিক্ষকতার মাধ্যমে। লন্ডন স্কুল অফ ইকোনমিকস-এ অধ্যাপক হিসাবে কাজ করেছেন তিনি। এরপরেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গিয়ে পোস্ট ডক্টরেট করেন রাধা। এরপরেই মার্কিন প্রশাসনের নিরাপত্তা বিভাগে যোগ দেন তিনি।
সেখানেই নানাভাবে কাজ করেছেন তিনি। ভালো কাজের পুরস্কার হিসাবেই তাকে ডেপুটি আন্ডার সেক্রেটারি পদে বসানো হবে। রাধা ছাড়াও আরও কয়্রকজন বংশোদ্ভূতকে গুরুত্বপূর্ণ পদে বসিয়েছে বাইডেন প্রশাসন। গত মাসেই ইন্দো-আমেরিকান কূটনীতিক গৌতম রানাকে আমেরিকার বিশেষ দূত হিসাবে নিযুক্ত করা হয়েছিল। মালির রাষ্ট্রদূত হিসাবে ভারতীয় বংশোদ্ভূত রচনা সচদেব কোরহোনেনকে নিয়োগ করা হয়েছে। কূটনৈতিক স্তরে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে সচেষ্ট ভারত ও আমেরিকা। তার মধ্যেই ভারতীয় বংশোদ্ভূতদের উচ্চপদে বসানোর খবরের প্রভাব পরবে দু দেশের সম্পর্কে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
অনলাইন প্রতিনিধি :-রাজ্য এবার ধান ও সবজির পাশাপাশি ডাল জাতীয় শস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের পথে…
সর্বস্বান্ত গফুর, গ্রাম ছেড়ে মেয়ে আমিনার হাত ধরে ফুলবেড়ের সর্বমা চটকলের দিকে পা বাড়িয়েছিল বাঁচার…
অনলাইন প্রতিনিধি :-১০০ এবং ২০০ টাকার নোটের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের বড়সড় সিদ্ধান্ত।সোমবার জারি করা এক…
অনলাইন প্রতিনিধি :-আচমকাই আগুন লাগে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । সোমবার সন্ধ্যায় আগুন…
পহেলগাঁওয়ে সন্ত্রাসী হানার একদিন পরে বৃহস্পতিবার ভারতের জলসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি পাকিস্তানের জলসম্পদ মন্ত্রণালয়ের…
অনলাইন প্রতিনিধি :-পহেলগাঁও হামলার পর থেকে কেন্দ্রীয় সরকার অ্যাকশন মোড অন করেছে । সোমবার কেন্দ্রীয়…