গুলির লড়াই, কুখ্যাত ডাকাত পুলিশের জালে!!
অনলাইন প্রতিনিধি :-কুখ্যাত এক ডাকাতকে আটক করলো উত্তর জেলার পুলিশ। এই কুখ্যাত ডাকাতকে জালে তুলতে পুলিশকে রীতিমতো ঘাম ঝড়াতে হয়েছে। শুধু তাই নয়, পুলিশ এবং ডাকাত দলের সাথে পুলিশের গুলির লড়াই পর্যন্ত হয়। ধৃত ডাকাতের নাম নাজিম উদ্দিন (৩৩), পিতা কুটিচান মিয়া, বাড়ি উত্তর জেলার চুরাইবাড়ি থানা এলাকার উত্তর ফুলবাড়ি গ্রামে। উদাহরণ করা হয়েছে একাধিক অস্ত্র সস্র। এই বিষয়ে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী বিস্তারিত জানান।