গুলীবিদ্ধ আমানতকারীকে ক্ষতিপূরণ দিতে নির্দেশ।

এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে গুলীবিদ্ধ হওয়ার ঘটনায় গুরুতর আহত আমানতকারীকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা ভোক্তা আদালত। বিগত ১ অক্টোবর, ২০১৯ সালে এইচএফডিসি ব্যাঙ্কে টাকা জমা করতে যান ব্যাঙ্কের দীর্ঘদিনের গ্রাহক অজয়কৃষ্ণ পাল। টাকা জমা দেওয়ার সময় ব্যাঙ্কের সিকিউরিটি গার্ডের বন্দুক থেকে নির্গত গুলীতে ৬৫ বছরের ব্যবসায়ী গুরুতররকম আহত হন। বাঁ পায়ে ও ডান হাতে গুলীবিদ্ধ হয়ে ব্যাঙ্ক থেকে হাসপাতালে স্থানান্তরিত হতে হয় প্রবীণ আমানতকারীকে। পরবর্তীতে চেন্নাইস্থিত অ্যাপোলো হাসপাতালে অস্ত্রোপচার করে হাত ও পা থেকে বুলেট বের করা হয়। এইচএফডিসি আগরতলা শাখা দুর্ঘটনার দায় এড়িয়ে প্রবীণ আমানতকারীকে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে।ব্যাঙ্কের সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করা হয়। এইচএফডিসি ব্যাঙ্কের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করে অজয়কৃষ্ণ পাল পশ্চিম জেলা ক্রেতা আদালতে মামলা দায়ের করেন। আবেদনে বলা হয়, ব্যাঙ্কের অভ্যন্তরে আমানতকারীর সিকিউরিটি গার্ডের বন্দুকে গুলীবিদ্ধ হওয়ার ঘটনার দায় ব্যাঙ্কের উপর বর্তায় এবং আমানতকারীকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে ব্যাঙ্ক বাধ্য। কারণ গুলীবিদ্ধ হওয়ার ঘটনা ব্যাঙ্ক থেকে প্রাপ্য পরিষেবা নেওয়ার সময় ঘটেছে।পরিষেবা প্রাপক ও পরিষেবা প্রদানকারীর মধ্যে পারস্পরিক সম্পর্কজনিত পরিস্থিতিতে উদ্ভূত ঘটনার দায় ব্যাঙ্কের উপর বর্তায়।ব্যাঙ্ক কর্তৃপক্ষ ও সিকিউরিটি এজেন্সি ক্ষতিপূরণ প্রদানের দায় অস্বীকার করে।দু’তরফের শুনানিশেষে প্রদত্ত রায়ে ক্রেতা আদালত আবেদনকারী অজয়কৃষ্ণ পালকে ৪,৬৮,৭৩৬ টাকা ৭.৫% হারে সুদ সহ প্রদান করতে এইচএফডিসি আগরতলা শাখাকে নির্দেশ দিয়েছে।সুদ ১৯ ডিসেম্বর ২০১৯ থেকে দিতে হবে। আবেদনকারী ভোক্তার তরফে মামলা লড়েছেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ ও আইনজীবী কৌশিক নাথ ৷ ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে গুলীবিদ্ধ হয়ে অজয়কৃষ্ণ পাল এখনও সুস্থভাবে চলাফেরা করতে পারেন না ৷

Dainik Digital

Recent Posts

আইনে পরিণত ওয়াকফ সংশোধনী বিল!!

অনলাইন প্রতিনিধি :-আইনে পরিণত হলো ওয়াকফ বিল। বুধবার বিলটি পেশ করা হয়েছিল লোকসভায়।দীর্ঘ আলোচনার পর…

10 hours ago

প্যারা জাম্পে প্রাণ গেল স্কাইডাইভারের!!

অনলাইন প্রতিনিধি :-চার দিন আগে বুধবার গুজরাটের জামনগরে প্রশিক্ষণ চলাকালীন ভেঙে পড়েছিল বায়ুসেনার একটি জাগুয়ার…

10 hours ago

নীতি আয়োগের সর্বশেষ রিপোর্টে, ত্রিপুরা এখন ‘ফ্রন্ট রানার স্টেট’ ১৭টি সূচকে গড়ে প্রাপ্ত নম্বর ৭১!!

অনলাইন প্রতিনিধি :-২০২৩-২৪ অর্থবছরে নীতি আয়োগের প্রকাশিত সর্বশেষ রিপোর্টে দেশের উত্তর পূর্বাঞ্চলের ছোট রাজ্য ত্রিপুরাকে…

11 hours ago

প্রতি গ্রামে ১ কোটি টাকা, ঘোষণা অমিত শাহের!!

অনলাইন প্রতিনিধি :-ছত্রিশগঢ়ের প্রতিটি গ্রামকে যদি নকশালমুক্ত ঘোষণা করা যায়, তাহলেই মিলবে বড় পুরস্কার—প্রতিটি গ্রাম…

11 hours ago

মোদির মাস্টার প্ল্যান!!

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান…

11 hours ago

রামনবমীতেই ভার্টিকাল লিফট’ রেল সি-ব্রিজ উদ্বোধন প্রধানমন্ত্রীর হাতে!!

অনলাইন প্রতিনিধি:-তামিলনাড়ুর মণ্ডপম শহর থেকে রামেশ্বরম দ্বীপ পর্যন্ত নির্মিত রেল সেতু দেশের প্রথম ভার্টিকাল লিফট…

11 hours ago