রামায়ণে কথিত আছে কুম্ভকর্ণ ছয় মাস ঘুমোনোর পর জেগে উঠতেন এবং পেট পুরে খেয়ে ভোজনেচ্ছা নিবৃত্ত হলে ঘুমিয়ে পড়তেন আবার । কুম্ভকর্ণের ন্যায় ঠিক তেমনি ভূমিকায় অবতীর্ণ ত্রিপুরা ট্রাফিক দপ্তর , মতামত বিভিন্ন মহলের । তার কারণ একটাই , দীর্ঘ অন্তরালের পর ভোজনিচ্ছা জাগ্রত হলে হঠাৎ হঠাৎ তৎপর হতে দেখা যায় ট্রাফিক দপ্তরকে । আর বাকি সময় বেআইনি পার্কিংয়ের জেরে নাজেহাল হয় রাজধানীর বিভিন্ন সড়কে পথচলতি মানুষ ও রাস্তায় চলাচল করা যানবাহন । প্রসঙ্গত ১২ এপ্রিল এ বিষয়ে দৈনিক সংবাদে একটি প্রতিবেদন প্রকাশিত হলে নড়েচড়ে বসে প্রশাসন । রাজধানীর বিভিন্ন জায়গায় শুরু হয় বেআইনী পার্কিংয়ের বিরুদ্ধে পুলিশি অভিযান । কিন্তু কিছুদিন যেতে না যেতেই অবস্থা তথৈবচ । রাস্তার পাশে যত্রতত্র পার্কিংয়ে গোটা রাজধানী অবাধ পার্কিং জোন বলে ভ্রান্ত ধারণা সৃষ্টি হতেই পারে । কিন্তু জানা দরকার প্রশাসনের তরফে রয়েছে কিছু পার্কিং এবং নো পার্কিং জোন । দেখা যাচ্ছে আগরতলাকে ট্রাফিক জ্যাম ও পার্কিংয়ের সমস্যা থেকে নিষ্কৃতি দিতে ২০১৯ – এ মাননীয় উচ্চ আদালতের রায়ের ভিত্তিতে তৎকালীন জেলাশাসক এবং কালেক্টর সন্দীপ এন মাহাত্ম্যে এক বিজ্ঞপ্তি দিয়ে শহরে কিছু পথ পার্কিং জোন এবং নো পার্কিং জোন ভাগ করে দেন ।
যেমন নো পার্কিং জোন রয়েছে নেতাজী চৌমুহনী থেকে পোস্ট অফিস চৌমুহনী , পূর্ত দপ্তরের সামনে ছাড়া । আগরতলা হাসপাতাল থেকে আর এমএস চৌমুহনী , ওরিয়েন্ট চৌমুহনী থেকে সূর্য চৌমুহনী হয়ে খোসবাগান পুকুর , জ্যাকসন গেট থেকে কামান চৌমুহনী , কামান চৌমুহনী থেকে মোটর স্ট্যাণ্ড পার্কিং জোন পর্যন্ত , কামান চৌমুহনী থেকে পোস্ট অফিস চৌমুহনী , কামান চৌমুহনী থেকে মহারাজগঞ্জ বাজার গোপাল মিষ্টান্ন ভাণ্ডার , এমবিবি ক্লাব থেকে নেতাজী চৌমুহনী , পোস্ট অফিস চৌমুহনী থেকে প্যারাডাইস চৌমুহনী ইত্যাদি । এছাড়াও নো পার্কিংয়ের অন্তর্গত রয়েছে শহরের বিভিন্ন প্রধান সড়ক । কিন্তু দিনের যে কোনও সময়ই নির্ধারিত নো পার্কিং জোনেই চোখে পড়ছে সারিবদ্ধভাবে দাঁড় করানো বাহন । জানতে অজান্তে যান চালকরা অবাধে করে চলেছে আইন লঙ্ঘন । বিশেষ করে বিভিন্ন বাজার এলাকাগুলিতে অবৈধ পার্কিংয়ের ফলে দুর্বিষহ হচ্ছে পরিস্থিতি । বিশেষ করে মহারাজগঞ্জ বাজার ও বাজার অভিমুখ রাস্তাগুলোতে প্রতিনিয়ত দিনের বিভিন্ন সময় রাস্তা আটকে চলে মাল তোলা ও নামানোর কাজ ।
অবস্থা এমন জটিল হয়ে পড়ে যে কোনও সময় আকস্মিক কোনও দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড ঘটলে জরুরি যান চলাচল দুষ্কর হয়ে পড়বে । অভিযোগ উঠছে একাংশ প্রভাবশালী ব্যবসায়ী ও কতিপয় ট্রাফিক কর্মীদের মধ্যে এক গোপন আঁতাতের । বলা হচ্ছে কতিপয় ট্রাফিকের হাত গরম হচ্ছে বলেই তারা নিয়ে বসে আছেন ঠুটো জগন্নাথের ভূমিকা । একই চিত্র দেখা যায় , পুরাতন আরএমএস থেকে পোস্ট অফিস চৌমুহনীগামী রাস্তায় । অপ্রশস্ত এই গুরুত্বপূর্ণ সড়কে এমনিতেই যান চলাচলের ব্যস্ততার কারণে থাকে জ্যাম আবদ্ধ। এর উপর রাস্তার দুপাশে নো পার্কিং জোনে অবৈধ পার্কিংয়ের ফলে অবস্থা হয়ে উঠে আরও জটিল । তার উপর পথচারীদের চলার জন্য বানানো ফুটপাথে কিছু দোকানি গাড়ি পার্কিং করে আবদ্ধ করে রাখার ফলে পথচারিদের চলাচল করতে হয় মূল সড়ক ধরে । যার ফলে বেড়ে যায় দুর্ঘটনার সম্ভাবনা । এলাকাবাসীর মতে পার্কিংয়ের ফলে অসম্ভব হয়ে পড়ে বাড়ি থেকে বেরোনোও । এরকম একই ঘটনার সাক্ষী গোটা শহরের প্রতিটি মূল সড়ক । দপ্তরের ব্যবস্থা নেওয়ার অনীহা এবং যানবাহন চালকদের পার্কিং ও নো পার্কিং জোন সম্পর্কে অজ্ঞানতায় আরও জটিল হচ্ছে পরিস্থিতি । দপ্তর সূত্রে খবর শীঘ্রই পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা চলছে এ ব্যাপারে । তবে বলা বাহুল্য নো পার্কিং নিয়ে বিভিন্ন জেলা ও মহকুমায় ট্রাফিক পুলিশ বা সংশ্লিষ্ট দপ্তরের যে রকম তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে তা কোনও এক কারণে অদৃশ্য রাজধানীতে ।
অনলাইন প্রতিনিধি :-স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে গিয়ে এমপ্লয়িজ স্টেট ইনশিয়োরেন্স কর্পোরেশন (ইএসআইসি) ভুক্ত সাধারণ কর্মচারী…
২০১৯ সালে করোনা মহামারির পাঁচ বছর পর ফের শিরোনামে চিন।এবার এইচএমপিভি (HMPV) নামক নয়া ভাইরাসের…
অনলাইন প্রতিনিধি :-রাজ্যসরকারের বিদ্যাজ্যোতি স্কুলের পড়াশোনাও লাটে উঠেছে। বিদ্যাজ্যোতি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করছে না শিক্ষা…
অনলাইন প্রতিনিধি :-তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৫৩ জনের মৃত্যু। তাছাড়াও ৬০ জন আহত হয়েছেন। তবে…
অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয়সরকারের সড়ক ও পরিবহণ মন্ত্রক ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মহকুমার জাতীয় সড়ক নির্মাণের জন্য…
অনলাইন প্রতিনিধি :-ফ্লোরেন্সনাইটিঙ্গেলের কথা স্মরণ করে সোমবার মুখ্যমন্ত্রী বলেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ জন্মগ্রহণ…