গোটা শহর কাঁপবে বিস্ফোরণে, হুমকি কর্নাটকের মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রীকে!!
অনলাইন প্রতিনিধি :-বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের দিনকয়েক পরই কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার ও গৃহমন্ত্রীকে হুমকি মেইল করা হয়। হুমকি পেতেই ছড়িয়েছে চাঞ্চল্য। কর্নাটকের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী ও গৃহমন্ত্রীকে হুমকির মেইল পাঠানো হয়। আগামী শনিবার গোটা শহর বিস্ফোরণে কাঁপবে। মন্দির থেকে শুরু করে রেস্তোরাঁ, বাস ও ট্রেনে একের পর এক বিস্ফোরণ ঘটানো হবে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ছাড়াও উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, গৃহমন্ত্রী ও বেঙ্গালুরু পুলিশ কমিশনারকে হুমকির মেইল পাঠানো হয়েছে।হুমকি চিঠিতে দাবি করা হয়েছে, এই বিস্ফোরণ এড়াতে ২.৫ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যার অঙ্ক ২০ কোটি টাকারও বেশি দাবি করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই শহরজুড়ে কঠোর নিরাপত্তা জারি করা হয়েছে।