গোপাল -বীরজিৎ হীন কংগ্রেসের বৈঠক!!
আগামী লোকসভা নির্বাচন কে সামনে রেখে পাহাড়ে শক্তি সঞ্চয় করতে চাইছে কংগ্রেস। আগামী ৯ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবসকে সামনে রেখে পাহাড়ে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই প্রস্তুতি উপলক্ষে শনিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে জনজাতি নেতা কর্মীদের নিয়ে এক সাংগঠনিক বৈঠক করে। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখল সহ আরো অন্যান্যরা। কিন্তু সেই বৈঠকে অনুপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা ও বিধায়ক গোপাল রায়। রাজ্য কংগ্রেস বর্মন গোষ্ঠীর হাতে যেতেই নিজেদের একপ্রকার গুটিয়ে নিয়েছেন তাঁরা। বসে গেছেন কংগ্রেসের দুঃসময়ের নেতা কর্মীরা।