Categories: খেলা

গোলরক্ষক মাঠ ছাড়তেই টিম তুলে নিল চলমান

এই খবর শেয়ার করুন (Share this news)

টিএফএর মহিলা লীগ ফুটবলে ধুন্দুমার কাণ্ড । বিকল্প গোলরক্ষক নেই বলে কিল্লা মর্নিং ক্লাবের বিরুদ্ধে ম্যাচে শেষ ঊনচল্লিশ মিনিট না খেলেই মাঠ ছাড়লো চলমান সংঘ । আর তার জেরেই এ দিন এডি নগর পুলিশ মাঠে এক উত্তপ্ত ও বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয় । ম্যাচের বাকি সময়টুকু না খেলে উঠে যাওয়ায় চলমান সংঘ টিম এবং তার কোচ সুজন সরকারের বিরুদ্ধে মাঠে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করে কিল্লা মর্নিং ক্লাব টিমের মহিলা ফুটবলাররা । একই সাথে টিএফএর ভূমিকা নিয়ে মাঠে একরাশ ক্ষোভ প্রকাশ করেন কিল্লা মর্নিং ক্লাব দলের কোচ বিজয় কুমার জমাতিয়া সহ টিমের ফুটবলাররা । এডি নগর পুলিশ মাঠে এ দিন মহিলা লীগ ফুটবলের ম্যাচে কিল্লা মর্নিং ক্লাব ও চলমান সংঘ খেলতে নামে । ম্যাচটি চলমানের কাছে গুরুত্বহীন হলেও কিল্লা মর্নিং ক্লাব দলের এই ম্যাচের মধ্য দিয়ে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ ছিল । চলমানের বিরুদ্ধে বড় ব্যবধানে জয়ের টার্গেট নিয়ে মাঠে নেমেছিল এ দিন কিল্লা মর্নিং ক্লাব । সে মোতাবেক ম্যাচের শুরুটাও করলো সেভাবে তারা । প্রথমার্ধের ৩১ মিনিটের মধ্যে চারটি গোল করে নেয় কিল্লা মর্নিং ক্লাব টিম । আর সবকটি গোলই করে পঞ্চমী দেবনাথ । প্রথমার্ধের ৩১ মিনিটে পঞ্চমী তার শেষ গোলটি দেওয়ার পর বিপক্ষ চলমান সংঘের গোলরক্ষক তৃষা দেবনাথ চোট পেয়ে মাঠ ছাড়ে। বল গিয়ে বুকে লাগে তৃষার । এতে তার সিরিয়াস অবস্থা বুঝে অ্যাম্বুলেন্সে করে তাকে সাথে সাথেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় । জানা গেছে , তৃষা এখন সুস্থ । এদিকে , গোলরক্ষক তৃষা চোট পেয়ে মাঠ ছাড়তেই বিকল্প গোলরক্ষক নেই বলে টিম তুলে নেয় কোচ সুজন সরকার । তারপরই শুরু হয় মাঠে হৈচৈ । মাঠে রেফারি সহ টিএফএর কর্মকর্তাদের সাথে কোনওরকম কথা না বলে কোচ সুজন সরকার এভাবে হঠাৎ তার টিম তুলে নেওয়ার ঘটনায় মাঠে হৈচৈ শুরু করে দেয় কিল্লা মর্নিং ক্লাব দলের ফুটবলাররা । তাদের টিম কোচ বিজয় যার জমাতিয়া সহ দলের ফুটবলারদের বক্তব্য , এই ম্যাচটি তাদের কাছে যথেষ্ট গুরুত্ব ছিল । বেশি গোলে জিততে পারলে আসরে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ থাকতো । তবে তাদের আটকে দেওয়ার জন্য চক্রান্ত করা হয়েছে । এ বিষয়টি তারা কোনওভাবেই মেনে নেওয়া হবে না । চার গোলের পরেও তারা আরও পাঁচ – ছয়টি গোল যাতে দেওয়া হয় সে দাবি জানাচ্ছে । এদিকে , ম্যাচের রেফারি রিফিওজ টু প্লে এ রিপোর্ট পাঠিয়েছে টিএফএতে । এদিকে , আজকে মাঠে ঝামেলার বিষয়টি নিয়ে আগামীকাল টিএফএর মহিলা লীগ কমিটির বৈঠক ডাকা হয়েছে । সন্ধ্যা সাতটায় টিএফএর অফিসে । রেফারি আধিত্য দেববর্মা ।

Dainik Digital

Recent Posts

উত্তরপ্রদেশে রাজধানী-সহ দুই ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা!!

অনলাইন প্রতিনিধি :-নাশকতার চেষ্টা। উত্তরপ্রদেশে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস এবং কাঠগোদাম এক্সপ্রেস। সোমবার…

2 hours ago

কার লাভ কার ক্ষতি!!

জন্মলগ্ন হইতে যে সংঘাত সংঘর্ষের সূচনা হইয়াছিল-দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে এই পর্বের তুমুল…

2 hours ago

দেশে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে,জানাল কেন্দ্র!!

অনলাইন প্রতিনিধি :-বিগত কয়েক সপ্তাহে সিঙ্গাপুর এবং হংকংয়ে বাড়তে থাকা করোনা আক্রান্তদের সংখ্যা হু হু…

3 hours ago

বন্দর নিষেধাজ্ঞা, আইসিপিতে বণিক প্রতিনিধি নিয়ে বৈঠক!!

অনলাইন প্রতিনিধি :-ভারতের স্থলবন্দর দিয়ে বেশ কয়েকটি বাংলাদেশি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার প্রেক্ষিতে সোমবার…

4 hours ago

বন্ধ করা হল কাজিরাঙা জাতীয় উদ্যান!!

অনলাইন প্রতিনিধি :-পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল অসমের কাজিরাঙা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ৷ আসন্ন বর্ষাকাল…

4 hours ago

দেশজুড়ে প্রি-খরিফ প্রচারে,ল্যাব-টু-ল্যান্ড কৃষি জাগরণ কৃষিরথে রাজ্য ঘুরবেন রতন!!

অনলাইন প্রতিনিধি :-আগামী ২৯ মে থেকে ১২ জুন পর্যন্ত দেশজুড়ে 'প্রি-খরিফ ক্যাম্পেইন'শুরু হবে। বিকশিত কৃষি…

4 hours ago