গোলাপ দিয়েই শুরু ভালোবাসার সপ্তাহ!
অনলাইন প্রতিনিধি :-আজ থেকে শুরু হলো ভালোবাসার ৭ দিন। যদিও ভালোবাসার কোনোও নির্দিষ্ট দিন হয় না, তবুও ৭ই ফেব্রুয়ারি থেকে ১৪ই ফেব্রুয়ারি এই সাতদিন ভালোবাসার সপ্তাহ অথবা ভ্যালেন্টাইন উইক হিসেবেই পালন করা হয়ে থাকে। আজ অর্থাৎ বুধবার ছিল গোলাপ দিবস। যেহেতু গোলাপ ফুল ভালোবাসার প্রতীক তাই গোলাপ দিবস দিয়েই শুরু হয় ভ্যালেন্টাইন্স উইক। আজকের দিনে নিজের ভালোবাসার মানুষটিকে গোলাপ ফুল উপহার দিয়ে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে তার ভালোবাসার মানুষটির কাছে। এই গোলাপ দিবসকে কেন্দ্র করে রাজধানী আগরতলার ফুলের দোকানগুলোতে রঙ-বেরঙের গোলাপ ফুলের পসরা সাজিয়ে বসেছে দোকানীরা। এই গোলাপ দিবসকে কেন্দ্র করে দোকানীদের ব্যস্ততা তুঙ্গে। প্রাপ্ত বয়স্ক ছেলে-মেয়েরা এমনকি বিবাহিত কাপলরাও নিজের ভালোবাসার মানুষটির জন্য গোলাপ কেনায় ব্যস্ত।
এক ফুল ব্যবসায়ী জানান, অন্যান্য বছরের ন্যায় এবছর গোলাপের চাহিদা বেশি রয়েছে এবং এর দরুন কিছুটা লাভের মুখ দেখছে ব্যবসায়ীরা।