গ্যান্ডিয়োস্ ক্লাবে নেপালের পকোডা মন্দির!!
অনলাইন প্রতিনিধি :-আর বাকি দুদিন। মা আসছেন মর্তে দোলায় চেপে। প্রতিটি ক্লাবে প্রস্তুতি প্রায় শেষের পথে। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত মহারাজগঞ্জ বাজার সংলগ্ন গ্র্যান্ডিয়োস্ ক্লাবের দুর্গাপুজোর এবছর ৬৫ তম বর্ষ। প্রতিবছরই দুর্গাপুজোর প্যান্ডেল থেকে শুরু করে প্রতিমা নির্মাণে তাদের চমক থাকে যা দর্শনার্থীদের আকর্ষিত করে। এ বছরও তাদের পূজা মন্ডপে যে চমকের ব্যবস্থা রেখেছে তা দর্শনার্থীদের আকর্ষিত করবে বলেই মনে করা হচ্ছে। পুজো মন্ডপ সম্পর্কে বলতে গিয়ে পুজো কমিটির সেক্রেটারি দেবাশীষ দত্ত বলেন, এ বছর তাদের পূজো মণ্ডপ তৈরি হচ্ছে নেপালের পোকোডা মন্দিরের অনুকরণে। নেপালের পোকোডা বুদ্ধ মন্দির বিশ্বের দ্বিতীয় বৃহত্তর মন্দির। পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পীরা তাদের শিল্পকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলেছে এই মন্দিরটিকে। পাশাপাশি কাঁথির শিল্পীর ছোঁয়ায় তৈরি হয়েছে প্রতিমা। মন্দিরের কারুকার্য পুরোটাই প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে। তার ভেতরে রয়েছে প্লাস্টিকের বোতলের ছিপে প্লাস্টিক চামচ থেকে শুরু করে বিভিন্ন প্লাস্টিকের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন বিভিন্ন দেব দেবীর প্রতিকৃতি যা সত্যিই মনমুগ্ধকর। পাশাপাশি তাদের পুজোকে ঘিরে বিভিন্ন সামাজিক কর্মসূচিও রয়েছে রয়েছে বস্ত্র দান কিছুদিন পূর্বে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ৫১ হাজার টাকাও দান করেছেন বলে জানানো হয় ক্লাবের তরফে।