গ্রামবাসীদের উপর হামলা চালিয়ে বাংলাদেশে পাচার হলো চিনি।

 গ্রামবাসীদের উপর হামলা চালিয়ে বাংলাদেশে পাচার হলো চিনি।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :- অবৈধ ব্যবসা-বাণিজ্যের স্বর্গরাজ্যে পরিণত হওয়া বিশালগড় পাচারকারীদের এক নম্বর পছন্দের জায়গা হলেও সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে এই অবৈধ পাচার বাণিজ্যে ব্যবহার করা গাড়িগুলোর বেপরোয়া গতির ফলে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলছে। বিশালগড় নিচ বাজার থেকে বক্সনগর রোডের কড়ুইমুড়া বাজারে আসতেই বাইক নিয়ে বিশালগড়ের উদ্দেশে আসা গৌতম দাস ও রাকেশ পালকে ধাক্কা মারে বোলেরো গাড়ি। এতে গুরুতর আহত হওয়া গৌতম দাস ও রাকেশ পালকে বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা প্রাথমিকভাবে নিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে। গৌতম দাসের আঘাত গুরুতর হওয়ায় তাকে সঙ্গে সঙ্গেই রেফার করা হয় আগরতলা জিবি হাসপাতালে।অন্যদিকে, বৃহস্পতিবার রাতে পাচারকারীদের হাতে আক্রান্ত হন নিরীহ গ্রামবাসী। এদিন রাতে ট্রাক ভর্তি চিনি বাংলাদেশে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় লস্কর চৌমুহনী এলাকায় পৌছলে সন্দেহজনকভাবে গাড়িটিকে আটক করে এলাকার গ্রামবাসীরা। আর এটাই তাদের জীবনের কাল হয়ে দাঁড়ায়। অবৈধ চিনি গ্রামবাসীরা আটক করার খবর মাস্টার মাইগুদের কাছে পৌঁছতেই দলবল নিয়ে তারা ঘটনাস্থলে হাজির হয়। কোন্ সাহসে তারা গাড়িটি আটক করলো তার কৈফিয়ৎ তলব করতেই এলোপাতাড়ি আক্রমণ শুরু করে নিরীহ গ্রামবাসীদের উপর। সঙ্গে সঙ্গে বিশালগড় থানায় খবর দেওয়া হলেও পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে নাটক মঞ্চস্থ করে পুনরায় থানায় চলে আসে। আর অন্যদিকে, ট্রাক ভর্তি চিনি নিরাপদে চলে যায় বাংলাদেশে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.