গ্রীষ্মকালীন বিমান সূচি চালু।।

 গ্রীষ্মকালীন বিমান সূচি চালু।।
এই খবর শেয়ার করুন (Share this news)

অনলাইন প্রতিনিধি :-বিমান সংস্থাগুলি রবিবার থেকে গ্রীষ্মকালীন বিমান সূচি চালু করছে।তাতে বিমান উড়ান সময় কিছুটা অদলবদল করা হয়েছে।যদিও যারা আগে টিকিট নিয়েছেন বা টিকিট বুকিং করেছেন বিমান সংস্থার দাবি সব যাত্রীকে মোবাইল ফোনে মেসেজ পাঠিয়ে বিমানের সময় জানিয়ে দেওয়া হয়েছে।রবিবার থেকে চালু গ্রীষ্মকালীন বিমান সূচি অনুযায়ী অনেকদিন আগে থেকেই বিমান টিকিট কাটার সময় বা টিকিট বুকিংয়ের সময় টিকিটের মধ্যে পরিবর্তিত সময় উল্লেখ করে দেওয়া হয়েছে। তাতে যাত্রীদের সুবিধা হয়েছে। আগরতলা সেক্টরে ইন্ডিগো তার প্রায় সব বিমানেরই উড়ান সময় কিছুটা অদলবদল করেছে।ইন্ডিগো এক বছর আগে তুলে নেওয়া দুটি বিমান পুনরায় গ্রীষ্মকালীন বিমান সূচিতে নিয়ে এসেছে।দুটি বিমানই আগরতলা-কলকাতা রুটের উভয় দিকে যাতায়াত করবে।একটি বিমান সকালে এই রুটে যাতায়াত করবে। সেটি ৭৮ আসনের এটিআর বিমান। অপরটি এই রুটে যাতায়াত করবে দিনের শেষ বিমান রাতে। দিনের শেষ বিমান ১৮০ আসনের এয়ারবাসটি কলকাতা থেকে রাত ৭টা ৫০ মিনিটে আগরতলায় আসবে। আগরতলা থেকে শেষ বিমানটি কলকাতায় ফিরে যাবে রাত ৮টা ২০ মিনিটে। ইন্ডিগো দুটি বিমান বৃদ্ধি করায় এই রুটে প্রতিদিন ইন্ডিগোর বিমান বৃদ্ধি পেয়ে ৭ এ দাঁড়িয়েছে। কোনও কোনও দিন আবার এই রুটে ইন্ডিগোর আটটি বিমানও যাতায়াত করবে। এদিকে আকাশ এয়ারলাইন্সের আগরতলা সেক্টরে গ্রীষ্মকালীন বিমান সূচিতে কোনও পরিবর্তন নেই। আগের সময় অনুযায়ী বিমান যাতায়াত করবে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস রবিবার থেকে চালু গ্রীষ্মকালীন বিমান সূচিতে উড়ান সময়ের কিছুটা অদলবদল করেছে বলে বিমান সংস্থার তরফে জানানো হয়েছে।

Dainik Digital

Dainik Digital

Leave a Reply

Your email address will not be published.