জিবি হাসপাতালে ক্যান্টিন ভাড়ার ১ কোটি টাকা কোষাগারে জমা পড়েনি!!
গ্রীষ্মকালীন সূচিতে ইন্ডিগোর দুটি বিমান বাড়ছে!!

অনলাইন প্রতিনিধি :- আগামী ৩০ মার্চ থেকে শুরু হওয়া গ্রীষ্মকালীন বিমানসূচিতে ইন্ডিগো আগরতলা-কলকাতা রুটের উভয় দিকে যাতায়াতে দুটি বিমান পুনরায় বৃদ্ধি করছে। গত এক বছর আগে গ্রীষ্মকালীন বিমানসূচি চালুর সময় সেই দুটি বিমান এই রুট থেকে উঠিয়ে নেওয়া হয়েছিল।৩০ মার্চ থেকে গ্রীষ্মকালীন বিমানসূচিতে ইন্ডিগো আগরতলা-কলকাতা রুটের উভয় দিকে যাতায়াতে যে দুটি বিমান পুনরায় চালু করছে তার মধ্যে একটি ৭৮ আসনের এটিআর বিমান সকালে ও আগের মতো রাতের শেষ বিমান ১৮০ আসনের এয়ারবাস চালাবে।ইন্ডিগো পুনরায় দুটি বিমান চালানোর ঘোষণা দিয়ে টিকিট বুকিং শুরু করলেও দু-তিন বছর আগে আগরতলা থেকে তুলে নেওয়া শিলং ও আইজলের মধ্যে যাতায়াতে গ্রীষ্মকালীন বিমানসূচিতে সেই দুটি রুটের বিমান নেই। তাছাড়া ইন্ডিগোর চালু থাকা দিন পরিবর্তন না করে কিছু কিছু বিমানের সময় পরিবর্তন করেছে।৩০ মার্চ থেকে গ্রীষ্মকালীন বিমানসূচিতে ইন্ডিগোর যে এটিআর বিমান পুনরায় চালু হচ্ছে তা হলো কলকাতা থেকে ৬ই-৭০৮৯ সকাল ৭টা ১৫ মিনিটে আগরতলার উদ্দেশে রওয়ানা হবে।
আগরতলায় পৌঁছবে ৮টা ৩০ মিনিটে। আগরতলা থেকে ফিরতি এটিআর বিমান ৬ই-৭০১৪ সকাল ৮টা ৫০ মিনিটে কলকাতায় রওয়ানা হবে। কলকাতায় পৌঁছবে সকাল ১০টা ০৫ মিনিটে। এই রুটে সকালে ইন্ডিগোর দ্বিতীয় এটিআর বিমান কলকাতা থেকে ৬ই ৭৪১৮ সকাল ৬টা ৫০ মিনিটে আগরতলার উদ্দেশে রওয়ানা হবে। আগরতলায় পৌঁছবে ৮টা ০৫ মিনিটে।আগরতলা থেকে ফিরতি এটিআর ৬ই ৭৪১৯ সকাল ৮টা ২৫ মিনিটে কলকাতায় রওয়ানা হবে। কলকাতায় পৌঁছবে সকাল ৯টা ৫০ মিনিটে। ইন্ডিগোর রাতের শেষ বিমান ১৮০ আসনের এয়ারবাস কলকাতা থেকে রাত ৬টা ৪৫ মিনিটে আগরতলার উদ্দেশে রওয়ানা হবে।আগরতলায় পৌঁছবে রাত ৭টা ৪৫ মিনিটে। আগরতলা থেকে ফিরতি ১৮০ আসনের এয়ারবাস ৬ই ৬৭০৫ রাত ৮টা ২০ মিনিটে কলকাতায় রওয়ানা হবে।
কলকাতায় পৌঁছবে রাত ৯টা ২০ মিনিটে।দিল্লীর প্রতিদিনের ১৮০ আসনের এয়ারবাস বিমানের সূচির সময়ও ৩০ মার্চ থেকে পরিবর্তন হচ্ছে। তা হলো দিল্লী থেকে প্রতিদিন ৬ই ২২০৬ বেলা ১২টা ২৫ মিনিটে সরাসরি আগরতলার উদ্দেশে রওয়ানা হবে। আগরতলায় পৌঁছবে বিকাল ৩টায়। আগরতলা থেকে ফিরতি এয়ারবাস বিমানটি ৬ই ২৩০৬ বিকাল ৩টা ৩০ মিনিটে সরাসরি দিল্লীর উদ্দেশে রওয়ানা হবে। দিল্লীতে পৌঁছবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। দিল্লী রুটের অপর সরাসরি ১৮০ আসনের বিমানটি সপ্তাহে তিনদিন মঙ্গল, বৃহস্পতি ও শনিবার যাতায়াত করবে।
এই বিমানের সময়সূচির কিছুটা পরিবর্তন করা হয়েছে।দিল্লী থেকে ৬ই -৫০৫৩ সকাল ৯টা ১০ মিনিটে আগরতলার উদ্দেশে রওয়ানা হবে। আগরতলায় পৌঁছবে বেলা ১১টা ৪৫ মিনিটে। ফিরতি এয়ারবাস বিমানটি আগরতলা থেকে ৬ই ৬৩৮৩ বেলা ১২টা ৪৫ মিনিটে দিল্লীর উদ্দেশে রওয়ানা হবে।দিল্লীতে পৌঁছবে বিকাল ৩টা ৩০ মিনিটে। হায়দ্রাবাদের সরাসরি ১৮০ আসনের এয়ারবাস বিমানেরও সময়সূচির কিছুটা পরিবর্তন করা হয়েছে।তা হলো সপ্তাহে ৪ দিন বুধ, শুক্র, রবি ও সোমবার হায়দ্রাবাদ থেকে ৬ই ৬৭৪৬ সকাল ৭টা ৩০ মিনিটে আগরতলার উদ্দেশে রওয়ানা হবে। আগ্রতলায় পৌঁছবে বেলা ১০টায়। ফিরতি এয়ারবাস বিমানটি ৬ই ৬৭৪৭ আগরতলা থেকে হায়দ্রাবাদের উদ্দেশে রওয়ানা হবে বেলা ১০টা ৫৫ মিনিটে। বিমানটি হায়দ্রাবাদ পৌঁছবে বেলা ১টা ২০ মিনিটে। এছাড়াও আরও কয়েকটি বিমানের সময়সূচি সামান্য পরিবর্তন করা হয়েছে বলে ইন্ডিগোর তরফে শনিবার জানানো হয়েছে।